Read মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর উচ্চমান সহকারী ২০১৩ Exam | |||
---|---|---|---|
1. বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন কবে গঠিত হয়? | |||
(a) ১৯৭৫ | |||
(b) ১৯৭৪ | |||
(c) ১৯৭২ | |||
(d) ১৯৭৩ | |||
Ans. c | |||
2. ‘যা আঘাত পায়নি’ এক কথায় কি হবে? | |||
(a) অনঘাত | |||
(b) অনাঘাত | |||
(c) অনাঘাপ্রাপ্ত | |||
(d) অনাহত | |||
Ans. d | |||
3. log2 + log 4 + log8 + ............. ধারাটির ১ম দশটি পদের সমষ্টি কত? | |||
(a) 45log2 | |||
(b) 55log2 | |||
(c) 65log2 | |||
(d) 75log2 | |||
Ans. b | |||
4. দিনাজপুরের বড়পুকুরিয়া কি জন্য প্রসিদ্ধ? | |||
(a) প্রথম কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র | |||
(b) প্রথম গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র | |||
(c) দ্বিতীয় কয়লাচালিত বিদুৎ কেন্দ্র | |||
(d) দ্বিতীয় গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র | |||
Ans. a | |||
5. Choose the correct preposition: The police is looking _____ the case. | |||
(a) after | |||
(b) on | |||
(c) into | |||
(d) up | |||
Ans. c | |||
6. What does ‘Three Scores’ mean? | |||
(a) Thirty times | |||
(b) Three hundred times | |||
(c) Three time twenty | |||
(d) Three time ten | |||
Ans. c | |||
7. বাংলাদেশের রাষ্ট্রীয় লোগোটি ডিজাইন করেন- | |||
(a) কামরুল হাসান | |||
(b) এ. এন. সাহা | |||
(c) আবদুর রউফ | |||
(d) মোহাম্মদ কিবরিয়া | |||
Ans. b | |||
8. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা- | |||
(a) মাহেনও | |||
(b) সাওগাত | |||
(c) ধুমকেতু | |||
(d) কালিকলম | |||
Ans. c | |||
9. নিচের কোন বানানটি শুদ্ধ? | |||
(a) বীকেন্দ্রিকরণ | |||
(b) বিকেন্দ্রিকরণ | |||
(c) বিকেন্দ্রীকরণ | |||
(d) বীকেন্দ্রকরণ | |||
Ans. c | |||
10. বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান কোথায় অবস্থিত? | |||
(a) ঢাকা | |||
(b) গাজীপুর | |||
(c) রংপুর | |||
(d) খুলনা | |||
Ans. | |||
11. Complete the sentence: Trees have _____ off their leaves. | |||
(a) thrown | |||
(b) fallen | |||
(c) cast | |||
(d) put | |||
Ans. c | |||
12. ১ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? | |||
(a) ১১টি | |||
(b) ৮টি | |||
(c) ১০টি | |||
(d) ৯টি | |||
Ans. c | |||
13. দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গা.সা.গু 4 হলে, সংখ্যার দুটির ল. সা. গু কত? | |||
(a) 120 | |||
(b) 30 | |||
(c) 60 | |||
(d) কোনোটিই নয় | |||
Ans. a | |||
14. Who wrote the plays, ‘The Tempest’ and ‘The Mid Summer Night’s Dream’? | |||
(a) Ben Johnson | |||
(b) Christopher | |||
(c) John Dryden | |||
(d) William Shakespeare | |||
Ans. d | |||
15. ‘উনপঞ্চাশ বায়ু’ বাগধারার অর্থ কি? | |||
(a) ঘৃণা | |||
(b) বিরক্ত | |||
(c) বদ মেজাজ | |||
(d) পাগলামি হওয়া | |||
Ans. d | |||
16. Which of the following phrases means ‘to attack’? | |||
(a) Set in | |||
(b) Set off | |||
(c) Set upon | |||
(d) Set up | |||
Ans. c | |||
17. ‘সই কে শুনাইল শ্যাম নাম’ - পদটির রচয়িতা কে? | |||
(a) চন্ডদাস | |||
(b) জ্ঞানদাস | |||
(c) গোবিন্দদাস | |||
(d) দ্বিজ চন্ডীদাস | |||
Ans. b | |||
18. অর্থগত দিক থেকে বাংলা শব্দকে কয়ভাগে ভাগ করা যায়? | |||
(a) দুই ভাগে | |||
(b) চার ভাগে | |||
(c) তিন ভাগে | |||
(d) পাঁচ ভাগে | |||
Ans. c | |||
19. ‘অহিংসা পরম ধর্ম’ কোন ধর্মের মূলমন্ত্র? | |||
(a) বৌদ্ধ | |||
(b) বৈষ্ণব | |||
(c) হিন্দু | |||
(d) মুসলমান | |||
Ans. a | |||
20. ‘রক্তকরবী’ নাটকটির কার লেখা | |||
(a) কাজী নজরুল ইসলাম | |||
(b) মাইকেল মধুসূদন দও | |||
(c) রবীন্দ্রনাথ ঠাকুর | |||
(d) গিরিশচন্দ্র সেন | |||
Ans. c | |||
21. মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কতজন নারীকে ‘বীর প্রতীক’ উপাধিতে ভূষিত করা হয়? | |||
(a) ২জন | |||
(b) ৩জন | |||
(c) ৪জন | |||
(d) ৮জন | |||
Ans. a | |||
22. কোনটি অনুজ্ঞা? | |||
(a) তুমি যাও | |||
(b) তুমি গিয়েছিলে | |||
(c) তুমি যাচ্ছিলে | |||
(d) তুমি যাচ্ছ | |||
Ans. a | |||
23. বাংলাদেশ সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে?(২০১৩ সাল পর্যন্ত) | |||
(a) ১২ | |||
(b) ১৩ | |||
(c) ১৪ | |||
(d) ২১ | |||
Ans. | |||
24. ‘ততোধিক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ হলো- | |||
(a) তত+ধিক | |||
(b) তত+অধিক | |||
(c) তত:অধিক | |||
(d) তত:+ধিক | |||
Ans. c | |||
25. ‘জীবনস্মৃতি’ কার আত্মজীবনী? | |||
(a) বুদ্ধদেব বসু | |||
(b) রবীন্দ্রনাথ ঠাকুর | |||
(c) রজনীকান্ত সেন | |||
(d) সৈদয় মুজতবা আলী | |||
Ans. b | |||
26. x² - 11x + 30 এবং x³ - 4x² - 15 -এর গ. সা. গু কত? | |||
(a) x - 5 | |||
(b) x - 6 | |||
(c) x² + x + 3 | |||
(d) x² - x + 3 | |||
Ans. a | |||
27. p - = -3 হলে, p³ + | |||
(a) -18 | |||
(b) -27 | |||
(c) 0 | |||
(d) 18 | |||
Ans. a | |||
28. ATM বোঝায়- | |||
(a) অটোমেটিক টেলিফোন মেশিন | |||
(b) অটোমেটেড টেলার মেশিন | |||
(c) অ্যাপ্রুভড ট্যারিফ ম্যানুয়েল | |||
(d) অ্যাপ্রুভড ট্রেনিং ম্যানুয়েল | |||
Ans. b | |||
29. বাংলাদেশে বিদেশী মালিকানায় বাণিজ্যিক ব্যাংক কতটি? (সাল ২০১৩ পর্যন্ত) | |||
(a) ৮টি | |||
(b) ১০টি | |||
(c) ৯টি | |||
(d) ১১টি | |||
Ans. c | |||
30. নিচের কোনটি Abstract noun এর উদারহণ? | |||
(a) Child | |||
(b) Boy | |||
(c) Childhood | |||
(d) Family | |||
Ans. a | |||
31. চাঁদে পানির সন্ধান পাওয়া ভারতীয় মহাকাশাযন- | |||
(a) চন্দ্রযান-১ | |||
(b) অগ্নিযান | |||
(c) পুষ্পক যান | |||
(d) চন্দ্রযান-৩ | |||
Ans. a | |||
32. Shakespeare is known mostly for his- | |||
(a) Poetry | |||
(b) novels | |||
(c) autobiography | |||
(d) plays | |||
Ans. d | |||
33. বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজী নাম | |||
(a) পার্লামেন্ট | |||
(b) অ্যাম্বলি | |||
(c) ন্যাশনাল অ্যাসেম্বলি | |||
(d) হাউস অব দ্যা নেশন | |||
Ans. d | |||
34. ‘দুধের মাছি’ বাগধারাটির সঠিত অর্থ- | |||
(a) সুসময়ের বন্ধু | |||
(b) কপট ব্যক্তিত্ব | |||
(c) শত্রু | |||
(d) শ্রমবিমুখ | |||
Ans. a | |||
35. বাণিজ্যিক ব্যাংক নয়- | |||
(a) সোনালী ব্যাংক | |||
(b) বাংলাদেশ ব্যাংক | |||
(c) আরব বাংলাদেশ ব্যাংক | |||
(d) জনতা ব্যাংক | |||
Ans. b | |||
36. ‘The Rainbow’ is- | |||
(a) a poem by Wordsworth | |||
(b) a short story by Somerset Maugham | |||
(c) a novel by D.H. Lawrence | |||
(d) averse by Coleridge | |||
Ans. c | |||
37. কৈলাস টিলা গ্যাসফিল্ড কোন জেলায় অবস্থিত? | |||
(a) সিলেট | |||
(b) রাজবাড়ী | |||
(c) কুমিল্লা | |||
(d) ফরিদপুর | |||
Ans. a | |||
38. Fill in the blank with the correct phrase: | |||
(a) Put off | |||
(b) Put away | |||
(c) Put cut | |||
(d) Put aside | |||
Ans. a | |||
39. ২০১৬ সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে- | |||
(a) সোলে | |||
(b) টোকিওতে | |||
(c) বেইজিংয়ে | |||
(d) রিওডি জেনিরোতে | |||
Ans. d | |||
40. অতিভূজের বিপরীতে থাকে- | |||
(a) সমকোণ | |||
(b) সরলকোণ | |||
(c) স্থূলকোণ | |||
(d) সক্ষকোণ | |||
Ans. a | |||
41. ত্রিভূজ কোন সমাস? | |||
(a) দ্বন্দ্ব | |||
(b) বহুব্রীহি | |||
(c) দ্বিগু | |||
(d) কর্মধারয় | |||
Ans. c | |||
42. ‘Outbreak’ means - | |||
(a) break out | |||
(b) break into | |||
(c) break down | |||
(d) break up | |||
Ans. a | |||
43. (a – 2b) ³ এর মান কত? | |||
(a) a³ - 8b³ - 6a²b + 12ab² | |||
(b) a³ - 8b³ - 6a²b - 12ab² | |||
(c) a³ + 8b³ - 6a²b + 12ab² | |||
(d) a³ - 8b³ - 6a²b + 6ab² | |||
Ans. a | |||
44. শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন: | |||
(a) আমি চাক্ষুস প্রত্যক্ষ করেছি | |||
(b) তিনি স্বস্ত্রীক এসেছেন | |||
(c) তিনি সাক্ষ্য দেবেন না | |||
(d) তার কথায় মাধুর্যতা নেই | |||
Ans. c | |||
45. রহিম ধোপাকে কাপড় ধুতে দিল।’ এটি কোন কারত? | |||
(a) কর্তৃকারক | |||
(b) কর্মকারক | |||
(c) সম্প্রদান কারক | |||
(d) অপাদান কারক | |||
Ans. b | |||
46. বাংলাদেশে কয়টি ভূ-উপগ্রহ কেন্দ্র আছে? | |||
(a) ৪টি | |||
(b) ২টি | |||
(c) ৫টি | |||
(d) ৩টি | |||
Ans. a | |||
47. ‘Bitter’ শব্দটি Verb হচ্ছে- | |||
(a) Bitter | |||
(b) Bitterness | |||
(c) Embitter | |||
(d) Bitterity | |||
Ans. c | |||
48. | |||
(a) 5 | |||
(b) -5 | |||
(c) | |||
(d) - | |||
Ans. c | |||
49. বাক্য সংকোচন কি? | |||
(a) অসম্পূর্ণ বাক্য | |||
(b) ক্ষুদ্রতম বাক্য | |||
(c) একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা | |||
(d) ইঙ্গিতময় শব্দ ব্যবহার করে বাক্য তৈরি | |||
Ans. c | |||
50. 3. | |||
(a) | |||
(b) 1 | |||
(c) | |||
(d) 3 | |||
Ans. a | |||
51. মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট কে? | |||
(a) বারাক ওবামা | |||
(b) জন আব্রাহাম লিংকন | |||
(c) মিশেল ওবামা | |||
(d) হিলারি ক্লিনটন | |||
Ans. a | |||
52. x + y = 12 এবং x – y = 2 হলে, xy - এর মান কত? | |||
(a) 35 | |||
(b) 140 | |||
(c) 155 | |||
(d) 70 | |||
Ans. a | |||
53. a² × a° = কত? | |||
(a) a° | |||
(b) a | |||
(c) a³ | |||
(d) a² | |||
Ans. d | |||
54. ৩ দিনে একটি কাজের | |||
(a) ৮১ দিন | |||
(b) ৯ দিন | |||
(c) ২৪৩ দিন | |||
(d) ২৭ দিন | |||
Ans. c | |||
55. He can make you do this – এর সঠিক বঙ্গানুবাদ | |||
(a) সে তোমার জন্য এটি করতে পারে | |||
(b) সে তোমাকে দিয়ে এটি করাতে পারে | |||
(c) সে ও তুমি করতে পারে | |||
(d) সে তোমার জন্য এটি করতে পারে | |||
Ans. b | |||
56. Who is the author of “Arabian Nights”? | |||
(a) Sir Richard Buston | |||
(b) Alexander Pope | |||
(c) Sumith | |||
(d) None of them | |||
Ans. a | |||
57. ‘লাঠালাঠি’ কোন সসাস? | |||
(a) প্রাদি সমাস | |||
(b) ব্যতিহার বহুব্রীহি সমাস | |||
(c) তৎপুরুষ সমাস | |||
(d) কর্মধারয় সমাস | |||
Ans. b | |||
58. ‘সুনামি’ শব্দটি- | |||
(a) জাপানি | |||
(b) ডাচ্ | |||
(c) ফরাসি | |||
(d) চীনা | |||
Ans. a | |||
59. আন্তর্জাতিক ডাক সংস্থার সংক্ষিপ্ত রূপ- | |||
(a) WPU | |||
(b) IPO | |||
(c) UPU | |||
(d) IPO | |||
Ans. c | |||
60. a³ - 7a – 6 এর উৎপাদক কত? | |||
(a) (a + 1) (a – 2) (a – 3) | |||
(b) (a + 1) (a + 2) (a – 3) | |||
(c) (a – 1) (a + 2) (a – 3) | |||
(d) (a – 1) (a – 2) (a – 3) | |||
Ans. b | |||
61. ‘কূলের সমীপে’ এর সংক্ষেপে কি? | |||
(a) অনুকূল | |||
(b) প্রতিকূল | |||
(c) উপকূল | |||
(d) সমকূল | |||
Ans. c | |||
62. ড় এবং ধ্বনি দুটি কী ধ্বনি | |||
(a) ঘোষ | |||
(b) তাড়নজাত | |||
(c) অল্পপ্রাণ | |||
(d) শিস্ | |||
Ans. b | |||
63. সরকারের মোট আয়ের কত ভাগ আসে রাজস্ব হতে?(সাল ২০১৩ পর্যন্ত) | |||
(a) ৮০ শতাংশ | |||
(b) ৭০শতাংশ | |||
(c) ৪৫ শতাংশ | |||
(d) ৬০ শতাংশ | |||
Ans. a | |||
64. Choose the correct sentence: | |||
(a) Let he you be witnesses | |||
(b) Let you and him be witnesses | |||
(c) Let you and he be witnesses | |||
(d) Let you and he be witnesses | |||
Ans. b | |||
65. ঢাকায় প্রথম কবে সাফ গেমস অনুষ্ঠিত হয়? | |||
(a) ১৯৮৫ সালে | |||
(b) ১৯৮৬ সালে | |||
(c) ১৯৮৭ সালে | |||
(d) ১৯৮৮ সালে | |||
Ans. a | |||
66. | |||
(a) | |||
(b) | |||
(c) | |||
(d) | |||
Ans. a | |||
67. Honest is the best policy, এখানে ‘honesty’ হচ্ছে- | |||
(a) Proper noun | |||
(b) Common noun | |||
(c) Collective noun | |||
(d) Abstract noun | |||
Ans. d | |||
68. | |||
(a) ২ | |||
(b) ৪ | |||
(c) ৩ | |||
(d) ৪ | |||
Ans. c | |||
69. ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী মুক্তিযোদ্ধা- | |||
(a) ডব্লিউ এ. ওডারল্যান্ড | |||
(b) মার্ক টালি | |||
(c) আঁন্দ্রে মারলো | |||
(d) এডওয়ার্ড কেনেডি | |||
Ans. a | |||
70. সঠিক বানান কোনটি? | |||
(a) বিভিষীকা | |||
(b) বীভিষিকা | |||
(c) বিভীষিকা | |||
(d) বীভিষীকা | |||
Ans. c |