Read মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক ২০১৩ Exam
1. কোনটি জহির রায়হানের রচনা?
(a) বরফ গলা নদী
(b) ক্রীত দাসের হাসি
(c) খোয়াবনামা
(d) সারেং বৌ
Ans. a
2. The meaning of ‘turn down’ is
(a) refuse to consider
(b) throw away
(c) accept
(d) expel
Ans. a
3. Wimax কি?
(a) তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি
(b) মোবাইল প্রযুক্তি
(c) টেলিফোন প্রযুক্তি
(d) জ্বালানি বিহীন অটোমোবাইল প্রযুক্তি
Ans. a
4. বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ কোনটি?
(a) ভুটান
(b) সাইপ্রাস
(c) গ্রীস
(d) রোমানিয়া
Ans. a
5. x+y = 6 হলে xy এ বৃহত্তম মান কত?
(a) 7
(b) 10
(c) 9
(d) 12
Ans. c
6. a³ - 21a -20 একটি উৎপাদক হবে নিচের কোনটি?
(a) (a+2)
(b) (a-2)
(c) (a+1)
(d) (a-2)
Ans. c
7. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত?
(a) ১ : ১
(b) ২ : ৩
(c) ৫ : ৬
(d) ১০ : ৬
Ans. d
8. কোনটি শুদ্ধ বানান?
(a) উপরেউক্ত
(b) উপরোক্ত
(c) উর্পযুক্ত
(d) উপরুক্ত
Ans. c
9. ১, ২৭, ১২৫,..... শূন্যস্থানে কোন সংখ্যা বসবে?
(a) ১৬৯
(b) ২১৬
(c) ২৮৯
(d) ৩৪৩
Ans. d
10. নিচের কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস?
(a) শুভদা
(b) দত্তা
(c) শ্রীকান্ত
(d) পথের দাবী
Ans. c
11. ১ থেকে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
(a) ২৩
(b) ২৪.৫
(c) ২৫
(d) ২৬.৫
Ans. c
12. I shall be with you ____.
(a) up and doing
(b) to turn the tide
(c) ups and down
(d) through thick and thin
Ans. d
13. চন্দ্র কোন শব্দের উদাহরণ?
(a) তৎসম
(b) তদ্ভব
(c) বিদেশী
(d) দেশী
Ans. a
14. Adjective of ‘circle’ is
(a) Circular
(b) Circulation
(c) Encircle
(d) Circulate
Ans. a
15. নিচের সংখ্যাগুলো মধ্যে কোনটি বৃহত্তম?
(a)
(b)
(c)
(d)
Ans. d
16. কোন শুদ্ধ বানান?
(a) দুরাবস্তা
(b) দুরাবস্থা
(c) দুরবস্থা
(d) দুরবস্তা
Ans. c
17. চোখের প্রতিশব্দ নয় কোনটি?
(a) নয়ন
(b) লোচন
(c) সলিল
(d) অক্ষি
Ans. c
18. Vaccine: prevent
(a) Wound: Heal
(b) Victim: Attend
(c) Antidote: Counteract
(d) Diagnose: Cure
Ans. c
19. Reza died ____ overeating.
(a) by
(b) of
(c) from
(d) for
Ans. c
20. ৩ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত?
(a) ৩৫
(b) ১৫
(c) ১০৫
(d) ৪২
Ans. c
21. a + 1 a = 3 হলে a² + 1 = কত?
(a) 7
(b) 9
(c) 11
(d) 13
Ans. a
22. একটি শ্রেণীতে যত জন বালক ছিল প্রত্যেকে তত টাকা চাঁদা দিলে ১০০ টাকা হলো। বালকের সংখ্যা কত?
(a) ১০
(b) ১০০
(c) ২৫
(d) ৩৫
Ans. a
23. What is antonym of the word belittle?
(a) worthless
(b) dull
(c) glorify
(d) useless
Ans. c
24. টাকায় ৬টি করে ক্রয় করে টাকায় কয়টি বিক্রয় করলে ২০% লাভ হবে?
(a) ৭ টি
(b) ৫ টি
(c) ৪ টি
(d) ৩ টি
Ans. b
25. He is good ____ fishing.
(a) in
(b) about
(c) at
(d) on
Ans. c
26. ‘কোথার থাকা হয়?’ এটি কোন বাচ্যের উদাহরণ?
(a) ভাব বাচ্যের
(b) কর্তৃবাচ্যের
(c) কর্ম-কর্তৃবাচ্যের
(d) কর্ম বাচ্যের
Ans. a
27. শশাংক এর প্রতিশব্দ কোনটি?
(a) খরগোশ
(b) সমুদ্র
(c) চন্দ্র
(d) কপাল
Ans. c
28. We should abstain _____ smoking.
(a) of
(b) for
(c) about
(d) from
Ans. d
29. I will write down the phone number _____ I forget.
(a) unless
(b) in case
(c) so that
(d) even if
Ans. b
30. সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিত-
(a) কাঠমান্ডুতে
(b) ঢাকায়
(c) নয়াদিল্লীতে
(d) মালেতে
Ans. b
31. হরমুজ প্রণালী অবস্থিত-
(a) ভূমধ্য ও লোহিত সাগরের মধ্যে
(b) ভূমধ্য ও জাপান সাগরের মধ্যে
(c) শ্যাম ও পারস্য উপসাগরের মধ্যে
(d) ওমান ও পারস্য উপসাগরের মধ্যে
Ans. d
32. Which word is correctly spelt?
(a) Reneissance
(b) Renaisance
(c) Renaissane
(d) Renaissance
Ans. d
33. Hard labour ____ health.
(a) Accelerate
(b) Accelerat
(c) Accilerate
(d) Acclerate
Ans. a
34. He was absorbed ____ deep thought.
(a) with
(b) on
(c) in
(d) by
Ans. c
35. A Long Walk to Freedom – বইটির লেখক-
(a) নেলসন ম্যান্ডেলা
(b) আবুল কালাম আজাদ
(c) রবার্ট মুগাবে
(d) অং সান সুকি
Ans. a
36. The word ‘Genocide’ means-
(a) mass grave
(b) mass gathering
(c) mass attendance
(d) mass killing
Ans. d
37. Golden Triangle -
(a) সোনালী ত্রিভুজ
(b) তিন নদীর মোহনা
(c) লাওস, থাইল্যান্ড ও মায়ানমার
(d) নেপাল, ভুটান ও চীন
Ans. c
38. ৬০ লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?
(a) ৭০
(b) ৮০
(c) ৯০
(d) ৯৮
Ans. b
39. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি-
(a) ফজলুর রহমান
(b) রফিকুন্নবী
(c) মইনুল হোসেন
(d) আবদুল্লাহ খালেদ
Ans. c
40. শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ১০ বছরে সুদে-মূলে ৩ গুণ হবে?
(a) ১০%
(b) ১২%
(c) ১৫%
(d) ২০%
Ans. d
41. সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
(a) বৃহস্পতি
(b) শনি
(c) পৃথিবী
(d) বুধ
Ans. d
42. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কোন সালে?
(a) ১৯৮৯
(b) ১৯৯০
(c) ১৯৯১
(d) ১৯৯২
Ans. b
43. ঢাকা সর্বপ্রথম বাংলা রাজধানী হয় কোন সালে?
(a) ১৫৬৪
(b) ১৬১০
(c) ১৬৬০
(d) ১৭০২
Ans. b
44. Which is synonym of ‘deformed’?
(a) crippled
(b) beautiful
(c) determined
(d) handsome
Ans. a
45. একজন দোকানদার ৫ টি লেবু যে দামে ক্রয় করে ৪টি লেবু সেই দামে বিক্রয় করে। তার শতকরা কত লাভ হবে?
(a) ২০%
(b) ১৫%
(c) ২৫%
(d) ৫০%
Ans. c
46. Hard labour ____ health.
(a) breaks upon
(b) tells upon
(c) turns upon
(d) puts upon
Ans. b
47. কোনটি ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস?
(a) আরেক ফাল্গুন
(b) জীবন ঘষে আগুন
(c) নন্দিত নরকে
(d) পিঙ্গল আকাশ
Ans. a
48. একটি হাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরে?
(a) ১৮০°
(b) ২৭০°
(c) ৩৬০°
(d) ৫৪০°
Ans. d
49. Everybody (go) there.
(a) have gone
(b) has gone
(c) are gone
(d) are going
Ans. b
50. ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?
(a) ২৫%
(b) ৩০%
(c) ৩২%
(d) ৩৫%
Ans. b
51. চাঁদমুখ – কোন সমাজ?
(a) উপমান
(b) উপমিত
(c) রূপক
(d) অবয়ীভাব
Ans. b
52. কোনো সম্পত্তির অংশের মূল্য ৯২১২ টাকা । ঐ সম্পত্তির অংশের মূল্য কত?
(a) ৭৮০৬ টাকা
(b) ৭৮৯৬ টাকা
(c) ৭৯১৬ টাকা
(d) ৭৭৯৬ টাকা
Ans. b
53. The picture was (to hang) on the wall.
(a) hang
(b) hanged
(c) hung
(d) hunging
Ans. c
54. ৩ × ০.৩ ÷ ১ = কত?
(a) ১
(b) ০.৬
(c) ২
(d) ০.৯
Ans. d
55. নিজের কোনটি সাধুরীতির উদাহরণ?
(a) তখন গভীর ছায়া নেমে আসে সর্বত্র
(b) তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে
(c) তখন গভীর ছায়া নামিয়া সাবে সর্বত্র
(d) তখন গভীর ছায়া সর্বত্র ঢেকে গিয়েছে
Ans. b
56. One who draws maps is a _____.
(a) painter
(b) sculptor
(c) cartographer
(d) geologist
Ans. c
57. চলচ্চিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ-
(a) চল+চিত্র
(b) চলৎ+চিত্র
(c) চলত+চিত্র
(d) চল+চীত্র
Ans. b
58. It is not worth ____ now.
(a) to go shopping
(b) going to shopping
(c) going shopping
(d) to go shop
Ans. b
59. অহিনকুল কোন সমাস?
(a) কর্মধারয়
(b) ব্রহুবীহি
(c) দ্বন্দ্ব
(d) দ্বিগু
Ans. c
60. একটি সংখ্যা তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
(a) ১৬
(b) ১৮
(c) ২০
(d) ২৮
Ans. b
61. সংবিধানের ৫ম সংশোধনী হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত হয়-
(a) ২৯ আগষ্ট ২০০৫
(b) ২৯ সেপ্টেম্বর ২০০৫
(c) ২৯ অক্টোবর ২০০৫
(d) ২৯ নভেম্বর ২০০৫
Ans. a
62. কোনটি শুদ্ধ বানান?
(a) নীরিক্ষণ
(b) নিরীক্ষণ
(c) নীরিক্ষন
(d) নিরীক্ষন
Ans. b
63. ততোধিক শব্দে সন্ধি বিচ্ছেদ-
(a) তত + অধিক
(b) ততঃ + অধিক
(c) ততঃ + ধিক
(d) তত + ধিক
Ans. a
64. UNODC-এর পূর্ণরূপ কি?
(a) United Nations Office on Drugs & Corruption
(b) United Nations Office on Drugs & Chemicals
(c) United Nations Office on Drugs & Crime
(d) কোনোটিই নয়
Ans. c
65. The anti-socials are at large এর বঙ্গানুবাদ নিম্নের কোনটি সঠিক?
(a) সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে
(b) সমাজ বিরোধী দল এখন বেশ দূরে
(c) সমাজ বিরোধীরা বেশ দুষ্ট
(d) সমাজ বিরোধীরা বেশ দুষ্ট
Ans. a
66. ২০১২ সালের অলিম্পিক গেমসে কোন দেশ সবচেয়ে বেশি স্বর্ণ পদক জয় করেছে?
(a) যুক্তরাষ্ট্র
(b) রাশিয়া
(c) চীন
(d) ইংল্যান্ড
Ans. a
67. কোনটি শুদ্ধ বানান?
(a) আকাঙ্ক্ষা
(b) আকাক্ষা
(c) আকাংখা
(d) আকাঙ্খা
Ans. a
68. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১২, ১৫, ২০ ও ২৫ দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ১১ অবশিষ্ট থাকে?
(a) ৩২১
(b) ৩১১
(c) ৩৩৬
(d) ৩২৭
Ans. b
69. পিতার বর্তসান বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতার ও পুত্রে বর্তমান বয়স কত বছর?
(a) ৫৬ ও ১৪
(b) ৩২ ও ৮
(c) ৩৬ ও ৯
(d) ৪০ ১০
Ans. c
70. While living in poverty the poet had to _____ a great deal of sufferings
(a) see through
(b) put up with
(c) pass by
(d) fall back
Ans. b
71. Don’t raise a _____ in a tea cup over the issue.
(a) alarm
(b) hue and cry
(c) storm
(d) noise
Ans. b
72. What is the noun form of ‘deny’?
(a) refuse
(b) denial
(c) deny
(d) deniable
Ans. b
73. ‘তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি’ - এটি কোন শ্রেণীর বাক্য?
(a) জটিল বাক্য
(b) সরল বাক্য
(c) যৌগিক বাক্য
(d) ব্যাস বাক্য
Ans. b
74. খাবার স্যালাইন আবিষ্কার কোণ সংস্থার অবদান?
(a) ICDDRB
(b) BCSIR
(c) DMC
(d) BSMMU
Ans. a
75. কোনটি জীবনান্দ দাশের কাব্য নয়?
(a) বেলা শেষের গান
(b) ধূসর পাণ্ডলিপি
(c) ঝড়াপালক
(d) মহাপৃথিবী
Ans. a
76. "যত গর্জে তত বর্ষে না" বাক্যটিতে যত-তত অব্যয়ের ব্যবহার কোন অর্থে?
(a) পরিণাম
(b) বৈপরীত্য
(c) তুলনা
(d) নিশ্চিত
Ans. c
77. What is the synonym of ‘competent’?
(a) cricumspect
(b) Piscrete
(c) capable
(d) prudent
Ans. c
78. কোন গ্রন্থটি উপন্যাস?
(a) পদ্মাবতী
(b) মহাশ্মশান
(c) শেষের কবিতা
(d) রক্তাক্ত প্রান্তর
Ans. c
79. `Gulliver`s Travels’ has been written by-
(a) E.M. Forster
(b) G.B. shaw
(c) Jonathan Swift
(d) Daniel Defoe
Ans. c
80. x² + y² = 8 এবং xy = 7 হলে (x + y) ² এর মান কত?
(a) 14
(b) 16
(c) 22
(d) 30
Ans. c
81. ‘Quarterly’ শব্দের অর্থ কী?
(a) সাপ্তহিক
(b) পাক্ষিক
(c) ত্রৈমাসিক
(d) ষন্মাসিক
Ans. c
82. নীল যে আকাশ – নীলকাশ কোন সমাস?
(a) বহুব্রীহি
(b) দ্বিগু
(c) দ্বন্দ
(d) দ্বিগু
Ans. c
83. A pilgrim is person who undertakes a journey to a-
(a) holy place
(b) mosque
(c) bazar
(d) new country
Ans. a
84. নন্দিত - এর বিপরীত শব্দ কোনটি?
(a) বিষণ্ন
(b) বিষাদ
(c) প্রচ্ছন্ন
(d) এর কোনোটি নয়
Ans. d
85. কোনটি শুদ্ধ বানান?
(a) শ্রাদ্ধঞ্জলি
(b) শ্রদ্ধাঞ্জলি
(c) শ্রদ্ধঞ্জলি
(d) শ্রাদ্ধাঞ্জলী
Ans. b