Subject Bengali | |||
---|---|---|---|
676. ‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? | |||
(a) আলালের ঘরের দুলাল | |||
(b) জোহরা | |||
(c) মৃত্যুক্ষুধা | |||
(d) হাজার বছর ধরে | |||
Ans. a | |||
677. ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? | |||
(a) ১৮৬৫ সালে | |||
(b) ১৮৭২ সালে | |||
(c) ১৯৭৫ সালে | |||
(d) ১৯৮১ সালে | |||
Ans. b | |||
678. শুদ্ধ বানানটি নির্দেশ কর? | |||
(a) মুহুর্মুহু | |||
(b) মূহুর্মুহু | |||
(c) মুর্হুমূর্হু | |||
(d) মুর্হুর্মূহু | |||
Ans. a | |||
679. ‘দ্যুলোক’ শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি? | |||
(a) দুঃ+লোক | |||
(b) দিব্+লোক | |||
(c) দ্বি+লোক | |||
(d) দি+লোক | |||
Ans. b | |||
680. ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ- | |||
(a) শৈত্য | |||
(b) শীতল | |||
(c) উত্তাপ | |||
(d) হিম | |||
Ans. a | |||
681. ‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণটি নির্দেশ কর। | |||
(a) ইচ্ছাময় | |||
(b) ঐচ্ছিক | |||
(c) ইচ্ছুক | |||
(d) অনিচ্ছা | |||
Ans. b | |||
682. কোন ব্যাকটিতে সমধাতুজ কর্ম আছে? | |||
(a) সেই বই পড়ছে | |||
(b) সে গভীর চিন্তায় মগ্ন | |||
(c) সে ঘুমিয়ে আছে | |||
(d) সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না | |||
Ans. d | |||
683. ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’-এই উক্তিটি কার? | |||
(a) রবীন্দ্রনাথ ঠাকুর | |||
(b) কাজী আব্দুল ওদুদ | |||
(c) মোহাম্মদ লুৎফর রহমান | |||
(d) প্রমথ চৌধুরী | |||
Ans. d | |||
684. ‘প্রভাত চিন্তা’,‘ নিভৃত চিন্তা’,‘ নিশীথ চিন্তা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা- | |||
(a) কালীপ্রসন্ন | |||
(b) কালীপ্রসন্ন ঘোষ | |||
(c) কৃষ্ণচন্দ্র মজুমদার | |||
(d) এস ওয়াজেদ আলী | |||
Ans. b | |||
685. ‘সমকাল’ পত্রিকার সম্পাদক ছিলেন- | |||
(a) বিনয় ঘোষ | |||
(b) সিকান্দার আবু জাফর | |||
(c) মোহাম্মদ আকরাম খাঁ | |||
(d) তফাজ্জল হোসেন | |||
Ans. b | |||
686. ট্রাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য- | |||
(a) জীবনানুভূতির গভীরতায় | |||
(b) দৃষ্টিভঙ্গির সূক্ষতায় | |||
(c) কাহিনীর সরলতা ও জটিলতায় | |||
(d) ভাষার প্রকারভেদ | |||
Ans. a | |||
687. বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম- | |||
(a) সুন্দরম | |||
(b) লোকায়ত | |||
(c) উত্তরাধিকার | |||
(d) কিছুধ্বনি | |||
Ans. c | |||
688. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলাম কে উৎসর্গ করেছিলেন? | |||
(a) বিসর্জন | |||
(b) ডাকঘর | |||
(c) বসন্ত | |||
(d) অচলায়তন | |||
Ans. c | |||
689. ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যান সকল অশোভন।' - চরণ দুটি কার লেখা? | |||
(a) কাজী নজরুল ইসলাম | |||
(b) রবীন্দ্রনাথ ঠাকুর | |||
(c) গোলাম মোস্তফা | |||
(d) শেখ ফজলল করিম | |||
Ans. d | |||
690. ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন- | |||
(a) কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ | |||
(b) মোহাম্মদ বরকতউল্লাহ, আবুল কালাম শামসুদ্দীন প্রমুখ | |||
(c) মোহাম্মদ আকরাম হক, মুহম্মদ শহীদুল্লাহ প্রমুখ | |||
(d) কাজী ইমদাদুল হক, মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ | |||
Ans. a | |||
691. বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ এর আবিষ্কারক- | |||
(a) ডঃ সুকুমার সেন | |||
(b) ডঃ মুহাম্মাদ শহীদুল্লাহ | |||
(c) ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায় | |||
(d) হরপ্রসাদ শাস্রী | |||
Ans. d | |||
692. হিন্দি ‘পদুমাবৎ’ এর অবলম্বনে ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা- | |||
(a) দৌলত উজীর বাহরাম খান | |||
(b) সৈয়দ সুলতান | |||
(c) আব্দুল করিম সাহিত্যবিশারদ | |||
(d) আলাওল | |||
Ans. d | |||
693. 'তত্ত্ববোধিনী' পত্রিকা প্রথম প্রকাশিত হয়- | |||
(a) ১৮৪১ সালে | |||
(b) ১৮৪২ সালে | |||
(c) ১৮৫০ সালে | |||
(d) ১৮৪৩ সালে | |||
Ans. d | |||
694. যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়- | |||
(a) স্বরবৃত্ত | |||
(b) পয়ার | |||
(c) মাত্রাবৃত্ত | |||
(d) অক্ষরবৃত্ত | |||
Ans. a | |||
695. ‘ষড়ঋতু’ শব্দের সন্ধি বিচ্ছেদ- | |||
(a) ষড় + ঋতু | |||
(b) ষড় + ঋতু | |||
(c) ষট + ঋতু | |||
(d) ষট্ + ঋতু | |||
Ans. d | |||
696. ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ উপসর্গটি বাংলায় এসেছে- | |||
(a) আরবি ভাষা থেকে | |||
(b) ফরাসি ভাষা থেকে | |||
(c) হিন্দি ভাষা থেকে | |||
(d) উর্দু ভাষা থেকে | |||
Ans. a | |||
697. ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ লাইনটি নিন্মোক্ত একজনের কাব্যে পাওয়া যায়- | |||
(a) মুকুন্দুরাম চক্রবর্তী | |||
(b) ভারতচন্দ্র রায় | |||
(c) মদনমোহন তর্কালংকার | |||
(d) কামিনী রায় | |||
Ans. b | |||
698. ‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ এ পঙক্তিটি নিচের একজনের লেখা- | |||
(a) লালন শাহ্ | |||
(b) সিরাজ সাঁই | |||
(c) মদন বাউল | |||
(d) পাগলা কানাই | |||
Ans. a | |||
699. ‘হযরত মোহাম্মদ (সঃ) ছিলেন আদর্শ মানব’- বাক্যটি নিন্মোক্ত একটি শ্রেণীর- | |||
(a) মিশ্র | |||
(b) জটিল | |||
(c) যৌগিক | |||
(d) সরল | |||
Ans. d | |||
700. ‘মধুর চেয়ে আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধূলা খাঁটি সোনার চেয়ে খাঁটি।’ | |||
(a) রবীন্দ্রনাথ ঠাকুর | |||
(b) মোহাম্মদ মনিরুজ্জামান | |||
(c) সত্যেন্দ্রনাথ দত্ত | |||
(d) নির্মেলেন্দু গুণ | |||
Ans. c |