Subject Information Technology
76. কম্পিউটার ভাইরাস হল‒
(a) এক ধরণের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
(b) কম্পিউটারের যন্ত্রাংশের কোথাও শর্টসার্কিট
(c) কম্পিউটারের যন্ত্রাংশের মধ্য জমে থাকা ধুলা
(d) কম্পিউটারের কোনও যন্ত্রাংশে সার্কিটে ঢিলা কানেকশন
Ans. a
77. Back up প্রোগ্রাম বলতে কী বোঝানো হয়?
(a) নির্ধারিত ফাইল কপি করা
(b) আগের প্রোগ্রামে ফিরে যাওয়া
(c) সবশেষ পরিবর্তন Undo করা
(d) কোনটাই নয়
Ans. a
78. একটি প্রতিষ্টানে ডিভাইস ভাগাভগি করে নেয়ার সুবিধা হলো -
(a) অর্থ সাশ্রয়
(b) স্থানের সাশ্রয়
(c) সময় সাশ্রয়
(d) উপরের সবকটি
Ans. d
79. নীচের কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়?
(a) ekanei.com
(b) Olx.com
(c) google.com
(d) amazon.com
Ans. c
80. নীচের কোনটি ছাড়া Internet – এ প্রবেশ করা সহজ নয়?
(a) Task bar
(b) Notification area
(c) Menu bar
(d) Web browser
Ans. d
81. কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে?
(a) Read-Out
(b) Read-In
(c) Read
(d) কোনটাই নয়
Ans. c
82. MICR –এর পূর্ণরূপ কি?
(a) Magnetic Ink Character Reader
(b) Magnetic Ink Code Reader
(c) Magnetic Ink Cash Reader
(d) কোনটাই নয়
Ans. d
83. নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?
(a) Data Definition Language
(b) Data Manipulation Language
(c) Query Language
(d) উপরের সবগুলোই
Ans. d
84. সোশ্যাল নেটওর্য়াক টুইটার কত সালে তৈরি হয়?
(a) ২০০৪
(b) ২০০৩
(c) ২০০৬
(d) ২০০৮
Ans. c
85. নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্লাটফর্ম?
(a) ISO
(b) Windows Phone
(c) Android
(d) Symbian
Ans. c
86. মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?
(a) ভয়েস টেলিফোনি
(b) ভিডিও কল
(c) মোবাইল টিভি
(d) ব্রডবেড ইন্টারনেট সেবা
Ans. d
87. Oracle Corporation – এর প্রতিষ্টাতা কে?
(a) Bill Gates
(b) Tim Cook
(c) Andrew S Grove
(d) Lawrence J. Ellison
Ans. d
88. প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?
(a) RAM
(b) Clipboard
(c) Terminal
(d) Hard Disk
Ans. a
89. পারসোনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায়?
(a) Super Computer
(b) Network
(c) Server
(d) Enterprise
Ans. b
90. What does the word RAM stand for?
(a) Random Access Memory
(b) Ready and Made
(c) Radar Air Missile
(d) Read and Memory
Ans. a
91. কম্পিউটারের নির্দেশ অনুযায়ী প্রিন্ট করে প্রিন্টার – সেই ক্ষেত্রে মানুষের হাত হলো-
(a) CPU
(b) প্রিন্টার
(c) মাদার বোর্ড
(d) UPS
Ans. a
92. কম্পিউটারের ব্রেইন হলো-
(a) মেমোরি
(b) হার্ডডিস্ক
(c) মাইক্রো-প্রসেসর
(d) বায়োস
Ans. c
93. টেলেক্স এর মাধ্যমে নিচের কোনটি পাঠানো হয়?
(a) কথা বা শব্দ
(b) ছবি
(c) বার্তা
(d) শব্দ ও ছবি
Ans. d
94. ‘কম্পিউটার’ শব্দের অর্থ কি?
(a) গণনা করা
(b) তুলনা করা
(c) গণকযন্ত্র
(d) নিয়ন্ত্রক যন্ত্র
Ans. c
95. কম্পিউটারের ভাষাকে কি বলা হয়?
(a) সাধুভাষা
(b) লেখ্যভাষা
(c) প্রমিত ভাষা
(d) যান্ত্রিক ভাষা
Ans. d
96. প্রোগ্রাম কি?
(a) কথোপকথন
(b) কর্মপরিকল্পনা
(c) হিসাব-নিকাশ
(d) গণনা কাজের সকল নিদের্শনামা
Ans. d
97. WIMAX একটি -
(a) ডিভিড প্লেয়ার
(b) ব্র্যান্ড
(c) মোবাইল ফোন
(d) ওয়ারলেস ব্রন্ডব্যান্ড প্রযুক্তি
Ans. d
98. Mechanical devices in the computer are called -
(a) Software
(b) Hardware
(c) Data
(d) user
(e) None of these
Ans. b
99. Which one is storage device in computers?
(a) CPU
(b) Mouse
(c) Modem
(d) DVD
(e) None of these
Ans. d
100. Which is the largest unit of storage in computers?
(a) TB
(b) KB
(c) MB
(d) GB
(e) None of these
Ans. a