Subject Economics and Banking
101. বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন কোনটি?
(a) এফবিসিসিআই
(b) বিজিএমইএ
(c) বিকেএমইএ
(d) ডিসিসিআই
Ans. a
102. ২০১১-১২ অর্থ বছরে বাংলাদেশের প্রক্ষেপিত জিডিপি প্রবৃদ্ধির হার কত?
(a) ৬.০%
(b) ৭.০%
(c) ৮.২%
(d) ৮.৫%
Ans. b
103. ২ (দুই) টাকার নোটে কার স্বাক্ষর থাকে?
(a) বাংলাদেশ ব্যাংক গভর্নরের
(b) অর্থমন্ত্রীর
(c) বাংলাদেশ ব্যাংকের যে কোন পরিচালকের
(d) অর্থ সচিবের
Ans. d
104. ‘সামাজিক ব্যবসা’ ধারণাটির প্রবক্তা কে?
(a) মোহাম্মদ ইউনূস
(b) অমর্ত্য সেন
(c) বিল ক্লিনটন
(d) ফজলে হাসান আবেদ
Ans. a
105. ২০১৫-১৬ অর্থ বছরে অর্জিত বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার -
(a) ৬.৮৫%
(b) ৬.৯৭%
(c) ৭.০০%
(d) ৭.০৫%
Ans. d
106. বাংলাদেশের সরকারি EPZ সংখ্যা -
(a) ৬ টি
(b) ৮ টি
(c) ১০ টি
(d) ১২ টি
Ans. b
107. বাংলাদেশে সবচেয়ে বেশী রপ্তানী করে -
(a) চীন
(b) ভারত
(c) যুক্তরাজ্য
(d) থাইল্যান্ড
Ans. a
108. বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে -
(a) ভারত থেকে
(b) চীন থেকে
(c) জাপান থেকে
(d) সিঙ্গাপু থেকে
Ans. b
109. বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান
(a) নিয়মিত বৃদ্ধি পাচ্ছে
(b) অনিয়মিত বৃদ্ধি পাচ্ছে
(c) ক্রমহ্রাসমান
(d) অপরিবর্তিত থাকছে
Ans. c
110. বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক
(a) বাংলাদেশ কৃষি ব্যাক
(b) সোনালী ব্যাংক
(c) অগ্রণী ব্যাংক
(d) রূপালী ব্যাংক
Ans. a
111. ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতিবছর বাংলাদেশের গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা-
(a) ৭.০০%
(b) ৭.১২%
(c) ৭.৩০%
(d) ৭.৪০%
Ans. d
112. ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল-
(a) ৫.৯২%
(b) ৬.০%
(c) ৬.৪১%
(d) ৬.৪৩%
Ans. a
113. বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে ক’টি খাতে ভাগ করা হয়-
(a) ১২
(b) ১৩
(c) ১৪
(d) ১৫
Ans. d
114. যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়?
(a) ইইউ
(b) ভারত
(c) কানাডা
(d) চীন
Ans. a
N.B. ২০১৭ সালে যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ ২,৮৩,২৬৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি হয়। ইউরোপীয় ইউনিয়নের পর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অর্থনৈতিক বাজার হলো কানাডা, যেখানে ২,৮২,২৬৫ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়।
115. বাংলাদেশের ২০১৮-১৯ অর্থবছরে বাজেটে জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার কত?
(a) ৭.৮০ শতাংশ
(b) ৮.০০ শতাংশ
(c) ৭.২৮ শতাংশ
(d) ৭.৬৫ শতাংশ
Ans. a
N.B. ৭ জুন ২০১৮ জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের জাতীয় বাজেটে পেশ করেন। এ অর্থবছরে মোট বাজেটের পরিমাণ ৪,৬৪,৫৭৩ কোটি টাকা। এ বছরের বাজেটে জিডিপির প্রক্ষেপিত (অনুমিত) প্রবৃদ্ধির হার ধরা হয়েছে ৭.৮০ শতাংশ।