Read Islami Bank Bangladesh Limited Assistant Officer (GRADE-3) 2013 Exam
1. ‘যাহা বপন করা হইয়াছে’ – এর সংক্ষিপ্ত রূপ?
(a) সুপ্ত
(b) উপ্ত
(c) গুপ্ত
(d) লুপ্ত
Ans. b
2. ইতকাফের বিধান কী?
(a) ফরয
(b) সুন্নাতের ময়াক্কাদাহ কিফায়া
(c) সুন্নাতে মুয়াক্কাদাহ
(d) ওয়াজিব
Ans. b
3. নামাজের নিষিদ্ধ সময় কতটি?
(a) ২
(b) ৩
(c) ৪
(d) ৫
Ans. b
4. ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩:৭ হবে?
(a) ৭০
(b) ৮০
(c) ৯০
(d) ৯৮
Ans. b
5. আল কুরআনে কতজন নবীর নাম এসেছে?
(a) ২০
(b) ২৫
(c) ৩০
(d) ৪০
Ans. b
6. আযান কত হিজরী সনে প্রবর্তণ করা হয়?
(a) ১ম
(b) ২য়
(c) ৩য়
(d) ৪র্থ
Ans. a
7. ফসলের যাকাতকে কী বলে?
(a) সাদাকা
(b) জিজিয়া
(c) উশর
(d) খারাজ
Ans. c
8. ‘ইসরা আল মিরাজ’ কোন মাসের তারিখে ঘটে?
(a) রজব : ২৭
(b) মুহররম : ২৭
(c) শাবান : ১৫
(d) রমজান : ২৭
Ans. a
9. ___ your shoes before entering the room.
(a) put out
(b) put off
(c) put away
(d) put on
Ans. b
10. কোন সূরার ২ বার বিসমিল্লাহ রয়েছে?
(a) সূরা নামল
(b) সূরা ইমরান
(c) সূরা বাক্বারা
(d) সূরা ইয়াসিন
Ans. a
11. If a+b=10 and a-b=20, then what will be the value of a b
(a) 10 20
(b) 1 3
(c) -1 3
(d) -3
Ans. d
12. “হরতাল” কোন ভাষা থেকে এসেছে?
(a) পর্তুগিজ
(b) হিন্দি
(c) গুজরাট
(d) ফরাসি
Ans. c
13. OIC - কত সালে প্রতিষ্ঠিত হয়?
(a) ১৯৬৭
(b) ১৯৬৯
(c) ১৯৭০
(d) ১৯৮৬
Ans. b
14. Through the dreams have been a great topic of research and a subject of truth-seeking and _______ spiritual interest since the historic times ______.
(a) We are still unable to find out the definite purpose and content of dreams
(b) Bothe the content and purpose of dreams are not understood definitively
(c) The purpose and content of dreams is still very much unclear
(d) We are still unable to find definite purpose and content of dreams
Ans. b
15. দোয়ায়ে কুনুত কোন নামাজে পড়তে হয়?
(a) এশার ফরয
(b) মাগরিবের ফরয
(c) ফযরের ফরয
(d) বেতেরের নামাজ
Ans. d
16. It is given that the weight of an empty of an empty box is 1000 gm and the total weight of the box when filled with apples and mangoes is 10 kg. If there are 3 dozens of apple in the box and the weight of each apple is 200 gm whereas the weight of every mango is 300 gm, then, find out the total number of mangoes in the box.
(a) 6
(b) 8
(c) 9
(d) 10
Ans. a
17. ইবনে খালদুন কোন দেশের নাগরিক?
(a) ইরাক
(b) ইরান
(c) কুয়েত
(d) তিউনিসিয়া
Ans. d
18. ‘যা সহজে অতিক্রম করা যায় না’ – এর সংক্ষিপ্ত রূপ?
(a) অলঙ্ঘ্য
(b) দুর্গম
(c) অনতিক্রম্য
(d) দুরাতিক্রম্য
Ans. d
19. কিবলা পরিবর্তন হয় কত হিজরী সনে?
(a) ১ম
(b) ২য়
(c) ৩য়
(d) ৪র্থ
Ans. b
20. যাকাত আদায়াকারী প্রকৃতপক্ষে তার মাল ___ করে।
(a) ক্ষয়
(b) অপচয়
(c) নষ্ট
(d) বৃদ্ধি
Ans. d
21. সাঁতার কাটা সহজ -
(a) নদীতে
(b) পুকুরে
(c) সুইমিং পুলে
(d) সমুদ্রে
Ans. d
22. ৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
(a) ৫
(b) ৮
(c) ৬
(d) ১০
Ans. b
23. ইসলামের সামাজিক নিরাপত্তার প্রধান ব্যবস্থা কোনটি?
(a) যাকাত
(b) সাদাকা
(c) হিবা
(d) ফিতর
Ans. a
24. আল্লাহর পরিচয় সম্পর্কিত সূরা কোনটি?
(a) সূরা বাক্বারা
(b) সূরা ইয়াসিন
(c) সূরা ইখলাস
(d) সূরা আল-নসর
Ans. c
25. হজ্জ্ব কোন ধরনের ইবাদাত?
(a) আর্থিক
(b) শারিরীক
(c) আর্থিক ও শারিরীক
(d) মানসিক
Ans. c
26. কোন গাছের পাতা থেকে গাছ জন্মায়?
(a) পাতাবাহার
(b) পাথরকুচি
(c) আকন্দ
(d) ফণিমনষা
Ans. b
27. সর্বপ্রথম সস্ত্রীক হিজরতকারী কে?
(a) আলী (রাঃ)
(b) উমসান (রাঃ)
(c) বেলাল (রাঃ)
(d) খুবাইব (রাঃ)
Ans. b
28. ‘দহণ’ শব্দের বিশেষণ কোনটি?
(a) দাহ্য
(b) দগ্ধ
(c) দহণকারী
(d) দহনীয়
Ans. a
29. সালাত মুমিনের জন্য -
(a) মিরাজ
(b) ইবাদাত
(c) মুস্তাহাব
(d) ওয়াজিব
Ans. a
30. মীকাত কী?
(a) তাওয়াফ করার স্থল
(b) পাথর নিক্ষেপের স্থান
(c) ইহরাম বাধার স্থান
(d) যিরারত করার স্থান
Ans. c
31. রিসালাত কী?
(a) আল্লাহর ইবাদাত করা
(b) আল্লাহর সাথে কাওকে শরীক করা
(c) আল্লাহর আনুগত্য করা
(d) আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানো
Ans. d
32. ‘নিশ্চয় মুমিনগণ পরস্পর ভাই’ - কোন সূরার কত নম্বর আয়াত?
(a) ফাতাহ: ১৫
(b) হুজরাত: ১০
(c) কাসাস: ১৫
(d) ফাতিব: ১২
Ans. b
33. Twitter কি?
(a) এক প্রকার সামাজিক নেটওর্য়াক
(b) এক প্রকার Software
(c) এক ধরনের Computer program
(d) এক ধরনের virus
Ans. a
34. কাতেবে ওহী ছিলেন -
(a) বেলাল (রাঃ)
(b) আবু হুরাইরা (রাঃ)
(c) যায়েদ ইবনে সাবিত (রাঃ)
(d) আনাস (রাঃ)
Ans. c
35. সুরা হাশরের শেষ ২ আয়াতের কতগুলো আসমা আল হু্সনার উল্লেখ আছে?
(a) ৫
(b) ১০
(c) ৭
(d) ১২
Ans. d
36. ‘আদল’ – এর বিপরীত শব্দ কী?
(a) ইহসান
(b) ইলম
(c) যুলুম
(d) আমল
Ans. c
37. ‘চাঁদ’ শব্দের সমার্থ শব্দ -
(a) নিধু
(b) বিধু
(c) সীধু
(d) বধু
Ans. a
38. তাওরাত অবতীর্ণ হয় কোন রাসুলের উপর?
(a) মূসা (আঃ)
(b) দাউদ (আঃ)
(c) ঈসা (আঃ)
(d) সুলাইমান (আঃ)
Ans. a
39. The police is looking ___ the case.
(a) after
(b) on
(c) up
(d) into
Ans. d
40. Give my to him.
(a) warm compliment
(b) complements
(c) heartiest complement
(d) best compliment
Ans. d
41. ‘ঘটিরাম’ কোন অর্থে ব্যবহৃত হয়?
(a) অলস
(b) অপদার্থ
(c) দহণকারী
(d) দহনীয়
Ans. a
42. She told me his name he ____.
(a) left
(b) had left
(c) has left
(d) has been leaving
Ans. b
43. আখিরাতের প্রথম স্তর -
(a) কিয়ামত
(b) হাশর
(c) রারযাখ
(d) শিংখায় ফুক দেয়া
Ans. c
44. সকল জীবের জীবিকা বন্টনের দায়িত্বে নিয়োজিত কোন ফেরেশতা?
(a) মীকাঈল (আঃ)
(b) আযরাইন (আঃ)
(c) জিব্রাইল (আঃ)
(d) সুলাইমান (আঃ)
Ans. a
45. পবিত্র কোরআনে কতবার যাকাতের কথা বলা আছে?
(a) ২৮
(b) ৩০
(c) ৩২
(d) ৪০
Ans. c
46. ‘ধন ধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা’ ___ গানটির রচয়িতা কে?
(a) রজনী কান্ত সেন
(b) দ্বিজেন্দ্রলাল রায়
(c) লালন শাহ
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
Ans. b
47. পবিত্র কোরআনে তেলাওয়াতে সিজদার সংখ্যা কতটি?
(a) ১৩
(b) ১৪
(c) ১৫
(d) ১৬
Ans. b
48. আরাকান রাজসভার কবি -
(a) শাহ্ সগীর
(b) সৈয়দা হামযা
(c) কবি জয়দেব
(d) আলাওল
Ans. d
49. Choose the correct sentence:
(a) everybody have gone there
(b) everybody are gone there
(c) everybody has gone there
(d) everybody has went there
Ans. c
50. ‘আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং সাদাকাকে ক্রমবৃদ্ধি দান করেন’ - সূরা বাকারা কত নম্বর আয়াত?
(a) ২৭২
(b) ২৭৬
(c) ২৭৯
(d) ১৫৮
Ans. b
51. হাদীসের মূল শব্দাবলীকে কী বলা হয়?
(a) সনদ
(b) মতন
(c) রাবি
(d) রেওয়ায়েত
Ans. b
52. জানাজার নামাযের বিধান কী?
(a) ফরযে আইন
(b) ওয়াজিব
(c) ফরযে কিফায়া
(d) সুন্নাত
Ans. c
53. বাংলাদেশ থেকে আগত হাজীদের মীকাত -
(a) ইয়ালামলাম
(b) যাতে ইরাক
(c) যুল হুযায়ফা
(d) যুহফা
Ans. a
54. ‘গড্ডালিকা প্রবাহ’ – এর অর্থ?
(a) অন্ধ অনুকরণ
(b) বিপথে যাওয়া
(c) অনুকরণ করা
(d) স্বেচ্চায় প্রভাবিত হওয়া
Ans. a
55. What is the time ___ your watch?
(a) by
(b) in
(c) at
(d) with
Ans. a
56. একজন দোকানদার ৭.৫% লোকসানে একটি দ্রব্য বিক্রয় করে। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হত এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশী হত, তবে তার ২০% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
(a) ১০০ টাকা
(b) ২০০ টাকা
(c) ৩০০ টাকা
(d) ৪০০ টাকা
Ans. b
57. তাকওয়া অর্জনের সর্বোত্তম পন্থা হচ্ছে -
(a) নামায পড়া
(b) রোযা রাখা
(c) যাকাত দেয়া
(d) হজ্জ্ব করা
Ans. b
58. If a man drives a car at a speed of 50 km per hour; then calculate the distance covered by the man in 10 minutes if he is driving at the same speed constantly.
(a) 8.000 km
(b) 8.900 km
(c) 8.350 km
(d) 8.335 km
Ans. d
59. Many students will now be starting to _____ about their exam result.
(a) worry
(b) reflect
(c) inquire
(d) comment
Ans. a
60. কবরে প্রশ্নকারী ফেরেশতাদ্বয় হচ্ছেন -
(a) কিরামান - কাতেবীন
(b) হারুত - মারুত
(c) ইসরাফিল - জিব্রাইল
(d) মুনকার - নাকীর
Ans. d
61. The man died ___ over eating.
(a) by
(b) of
(c) for
(d) from
Ans. d
62. জীবনে কতবার হজ্জ্ব করা ফরয?
(a) একবার
(b) দুইবার
(c) প্রতি বছর
(d) তিনবার
Ans. a
63. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
(a) হামদুর রহমান
(b) শামিক শিকদার
(c) মঈনুল হোসেন
(d) কামরুল হাসান
Ans. a
64. In reply to the rising public interest in the internet, Microsoft makes an add-on to the operating classification which is also ___ as web browser.
(a) Report
(b) Helping
(c) Known
(d) Operating
Ans. c
65. _______ rather we should always see what is remaining to be done.
(a) We should never see what has been done.
(b) We should never look at the things that are done.
(c) We should look at the things that are done.
(d) The things are done should not be overlooked.
Ans. a
66. সর্বপ্রথম অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা কোনটি?
(a) সূরা ফতিহা
(b) সূরা ইখলাস
(c) সূরা তওবা
(d) সূরা নাছ
Ans. a
67. হজ্জ্বের ফরয কতটি?
(a) ২
(b) ৩
(c) ৪
(d) ৫
Ans. b
68. স্বদেশ প্রেম কিসের অঙ্গ?
(a) আখলাকের
(b) ঈমানের
(c) আমানতের
(d) সত্যবাদিতার
Ans. b
69. আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে?
(a) মুত্তাকী
(b) দাতা
(c) পরোপকারী
(d) ঈমানদার
Ans. a
70. কসরের নামাজ কার পক্ষ থেকে কী?
(a) রাসূল (সঃ), লফল
(b) রাসূল (সঃ), সুন্নাত
(c) আল্লাহ, নফল
(d) আল্লাহ, ওয়াজিব
Ans. d
71. শুদ্ধ বানান কোনটি?
(a) সমিচিন
(b) সমীচীন
(c) সমীচিন
(d) সমিচীন
Ans. b
72. কোনটি যাকাত যোগ্য সম্পদ নয়?
(a) স্বর্ণ
(b) নগদ টাকা
(c) ব্যবসার পণ্য
(d) কারখানার যন্ত্রপাতি
Ans. d
73. ইসলামের রুকন কতটি?
(a) ৭
(b) ৫
(c) ৪
(d) ৩
Ans. b
74. ইসলামী শরিয়তের উৎস কতটি?
(a) ৩
(b) ৪
(c) ৫
(d) ৬
Ans. b
75. কুরআন শব্দের অর্থ কী?
(a) অধিক পঠিত
(b) পবিত্র বাণী
(c) আল্লাহর বাণী
(d) রাসূলের বাণী
Ans. a
76. আল কোরআনে বড় বিজয় বলা হয়েছে কাকে?
(a) বদরের যুদ্ধ
(b) মক্কা বিজয়কে
(c) তাবুক অভিযানকে
(d) হুদায়বিয়ার সন্ধিকে
Ans. d
77. যাকাত হিসেবে স্বর্ণের হিসাব কত?
(a) সাড়ে সাত তোলা
(b) সাড়ে বায়ান্ন তোলা
(c) পাঁচ তোলা
(d) দশ তোলা
Ans. a
78. কোন ভগ্নাংশটি থেকে বড়?
(a) ৩৩ ৫০
(b) ১১
(c)
(d) ১৩ ২৭
Ans. b
79. আল কোরআনে কোন সাহাবীর নাম এসেছে?
(a) জায়েদ ইবনে হারিসা (রাঃ)
(b) জায়েদ ইবনে সাবিত (রাঃ)
(c) আলী (রাঃ)
(d) ওমার (রাঃ)
Ans. a
80. জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিম নর-নারীর উপর
(a) নফল
(b) সুন্নাত
(c) ওয়াজিব
(d) ফরজ
Ans. d
81. সাদাকায়ে ফিতরের বিধান কী?
(a) সুন্নাত
(b) নফল
(c) মুস্তাহাব
(d) ওয়াজিব
Ans. d
82. ইমাম আবু হানিফা (রঃ) রচিত ফিকাহ শাস্ত্রের নাম -
(a) কিতাবুল উম্ম
(b) ফিকহুল আকবর
(c) কিতাবুল মানাযির
(d) মুয়াত্তা
Ans. b
83. আমানতের খিয়ানত কিসের লক্ষণ?
(a) শিরকের বেঈমানের
(b) মিথ্যাবাদী
(c) বেঈমানের
(d) মুনাফিকের
Ans. d
84. If we increase the area of a circle by 32% then, calculate the approximate increase in the radius of the same circle in terms of percentage.
(a) 32%
(b) 42%
(c) 22%
(d) 20%
Ans.
85. Choose the correct spelling
(a) ascertain
(b) assertain
(c) asertain
(d) asartain
Ans. a
86. If the scale used for drawing a map states that the actual distance of 50 km is represented by 1 cm on the map; then according to this scale what will be the actual distance between Los Angle and Washington D.C. if Washington D.C. is 12.22 cm away from America on the map?
(a) 611 km
(b) 61 km
(c) 61.1 km
(d) 661 km
Ans. a
87. “তিন মোহনার মিলন যেখানে” – এক কথায় কী হবে?
(a) তিন মোহনা
(b) ত্রয়ী
(c) ত্রিমোহনা
(d) তেমোহনা
Ans. c
88. x+5y=16, x=3y হলে y?
(a) -24
(b) -2
(c) 8
(d) 2
Ans. c
89. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
(a) পদ্মা
(b) মহান্দা
(c) গড়াই
(d) করতোয়া
Ans. d
90. ______ after hearing the news of Amy coming first in the class.
(a) All the members in the family were shocked
(b) The news shocked the whole family
(c) The whole family was shocked
(d) All the family was under a shock Subject
Ans. a
Choose the correct pair of words that are similar meaning of the given pair of words.
91. Diamond : Necklace
(a) Cars : Roads
(b) Flowers : Bouquet
(c) Gold : Bangle
(d) Books : Shop
Ans. b
92. Tooth : Gum
(a) Chest : Ribs
(b) Bone : Joint
(c) Heart : Aorta
(d) Eye : Socket
Ans. d
93. Month : March
(a) Play : Shakespeare
(b) Cinema : Name
(c) Noble : Title
(d) City : Tokyo
Ans. d
94. Money : Misappropriation
(a) Writing : Plagiarism
(b) Gold : Theft
(c) Confidence : Deception
(d) Germ : Diseases
Ans. a
95. Bench : Stool
(a) Room : Veranda
(b) Cup : Saucer
(c) Yardstick : Foot rule
(d) Table : Cupboard
Ans. c
Select the correct word or which almost opposite in meaning to the word.
96. Borrow
(a) Lend
(b) Youth
(c) Yield
(d) Produce
Ans. a
97. Bless
(a) Waste
(b) Curse
(c) Tamarind
(d) House
Ans. b
98. Ally
(a) Enemy
(b) Beautiful
(c) Answer below
(d) Conduct
Ans. a
99. Blunt
(a) Sharp
(b) Tripple
(c) Triple
(d) Select
Ans. a
100. Bend
(a) Right
(b) Tough
(c) Elegant
(d) Straight
Ans. d