Read বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মাঠ সংগঠক ২০১৩ Exam
1. ২৫ গ্রাম ওজনের একটি সোনার গহনায় সোনা ও তামার অনুপাত ৪ : ১। গহনাটিত আর কতটুকু সোনা মেশালে এতে সোনার ও তামার অনুপাত ৫ : ১ হবে।
(a) ৫ গ্রাম
(b) ৬ গ্রাম
(c) ১০ গ্রাম
(d) ২০ গ্রাম
Ans. a
2. রঙিন টেলিভিশন ক্যামরায় তিনটি মৌলিক রং কি কি?
(a) লাল, আসমানী এবং সবুজ
(b) লাল, আসমানী এবং কমলা
(c) লাল, আসমানী এবং বিগুনী
(d) লাল, আসমানী এবং হলুদ
Ans. a
3. কোন দেশ দুটি মহাদেশের অন্তর্ভুক্ত?
(a) মিশর
(b) তুরস্ক
(c) হন্ডুরাস
(d) আলজেরিয়া
Ans. b
4. পল্লী উন্নয়নের প্রথম পথপ্রদর্শক কে?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) ড. আকতার হামিদ খান
(c) ফজলে হাসান আবেদ
(d) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
Ans. b
5. বাংলাদেশ সরকার কত বছরের কর্মসূচি হিসেবে ADP ঘোষণা করে?
(a) ১ বছর
(b) ৩ বছর
(c) ৫ বছর
(d) ২ বছর
Ans. a
6. কোনো পরীক্ষায় পরীক্ষার্থী ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাশ করলো। উভয় বিষয়ে পাশ করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো?
(a) ১০%
(b) ১৫%
(c) ১২%
(d) ১১%
Ans. a
7. বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন পরিষদ সংরক্ষিত ৩ টি মহিলা আসন মোট কতজন সদস্য দ্বারা গঠিত হয়?
(a) ১০ জন
(b) ১২ জন
(c) ১৪ জন
(d) ১৩ জন
Ans. d
8. পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাস্ট্র বলা হয় কোন দেশকে?
(a) মার্কিন যুক্তরাষ্ট্র
(b) রাশিয়া
(c) ভারত
(d) অস্ট্রেলিয়া
Ans. c
9. ‘এই ব্যাপারে তোমার কোনো হাত নাই’ এখানে ‘হাত’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
(a) যশ
(b) কর্তৃত্ব
(c) জ্ঞান
(d) অভিজ্ঞতা
Ans. b
10. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান কার্যকর হয় কবে?
(a) ১৫ ডিসেম্বর ১৯৭২
(b) ১৬ ডিসেম্বর ১৯৭২
(c) ২২ ডিসেম্বর ১৯৭৪
(d) ১৫ ডিসেম্বর ১৯৭২
Ans. b
11. “Tooth and nail” means –
(a) strongly
(b) mouthwash
(c) everything
(d) none of the above
Ans. a
12. শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয় কবে?
(a) ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
(b) ২৫ জানুয়ারি ১৯৭০
(c) ৭ মার্চ ১৯৭১
(d) ১৬ ডিসেম্বর ১৯৭১
Ans. a
13. DISTANCE : MILE
(a) liquid : litre
(b) bushel : corn
(c) weight : scale
(d) fame : television
Ans. a
14. সিরডাপ ৩০ সেপ্টেম্বর ২০১৩ বাংলাদেশকে কি পুরস্কার প্রদান করে?
(a) পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন
(b) শিক্ষা ও নারী উন্নয়ন
(c) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
(d) মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন
Ans. a
15. জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুন কোন দেশের অধিবাসী?
(a) তাইওয়ান
(b) সেনেগাল
(c) দক্ষিণ কোরিয়া
(d) জাপান
Ans. c
16. এভারেষ্ট বিজয়ী প্রথম বাংলাদেশী –
(a) মুসা ইব্রাহিম
(b) এম. এ. মুহিত
(c) নিশাত মজুমদার
(d) আবুল কালাম আজাদ
Ans. a
17. Correct spelling is –
(a) Cigarette
(b) Cigarrete
(c) Cigrete
(d) Diggrette
Ans. a
18. Identify the correct translation :
‘আমি তাকে অনেকদিন থেকে চিনি’
(a) I know him for a long time
(b) I knew him for a long time.
(c) I had known him for a long time.
(d) I have known him for a long.
Ans. d
19. বাংলা বর্ণমালার মাত্রাবিহীন বর্ণ কয়টি?
(a) ৮ টি
(b) ১০ টি
(c) ৯ টি
(d) ৭ টি
Ans. b
20. যদি তেলের দাম ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে, তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
(a) ১১%
(b) ১৬%
(c) ২০%
(d) ২৫%
Ans. c
21. Choose the correct sentence –
(a) I, you and he are present.
(b) You, he and I are present.
(c) You, he and I am present.
(d) He, you and I are present.
Ans. b
22. কোনটি শুদ্ধ?
(a) উপরেউক্ত
(b) উপরোক্ত
(c) উপর্যুক্ত
(d) উপরুক্ত
Ans. c
23. ‘স্পারসো’ কি?
(a) মহাকাশ গবেষণাকারী সংস্থা
(b) ভূ-উপগ্রহ
(c) একটি আধুনিক মহাকাশ প্রযুক্তি
(d) কোনোটিই নয়
Ans. a
24. নিঃশেষে বিভাজ্য না হলে কোনটি নির্ভূল?
(a) ভাজ্য = (ভাকজ × ভাগফল) + ভাগশেষ
(b) ভাজ্য = (ভাজক + ভাগশেষ) × ভাগফল
(c) ভাজ্য = (ভাগশেষ × ভাগফল) + ভাজক
(d) ভাজ্য = (ভাজক + ভাগফল) × ভাগশেষ
Ans. a
25. ‘মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা’ – কে লিখেছেন?
(a) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
(b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) অতুল প্রসাদ সেন
(d) কামিনী রায়
Ans. c
26. চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য উপযুক্ত?
(a) পরিবর্তনশীল
(b) আভিজাত্যের অধিকারী
(c) গুরুগম্ভীর
(d) অপরিবর্তনীয়
Ans. a
27. কোনো ত্রিভূজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি হবে কত?
(a) ১৮০ ডিগ্রী
(b) ২৭০ ডিগ্রী
(c) ৩৬০ ডিগ্রী
(d) ৫৪০ ডিগ্রী
Ans. c
28. ইচ্ছা বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন –
(a) ইচ্ছুক
(b) ইচ্ছাময়
(c) ঐচ্ছিক
(d) অনিচ্ছা
Ans. a
29. এর শতকরা কত হবে?
(a) ১১০%
(b) ১৩০%
(c) ১৫০%
(d) কোনটিই নয়
Ans. c
30. এক বিলিয়ন সমান কত কোটি?
(a) ১০ কোটি
(b) ১০০০ কোটি
(c) ১০০ কোটি
(d) ১০,০০০ কোটি
Ans. c
31. নিচের কোন বানানটি শুদ্ধ?
(a) মুমর্ষ
(b) মূমুর্ষূ
(c) মুমূর্ষু
(d) মুমুর্ষ
Ans. c
32. Choose the correct sentence.
(a) I am very busy to talk to you.
(b) I am very much busy to talk to you.
(c) I am so busy to talk to you.
(d) I am too busy talk to you.
Ans. d
33. ‘Excuse me, gentlemen’ – ‘Excuse me’ is used to –
(a) apology
(b) draw attention
(c) beg pardon
(d) express disgust
Ans. b
34. সমাস বাক্যকে –
(a) সংকোচন করে
(b) সংক্ষেপ করে
(c) অর্থবোধক করে
(d) বিস্তৃত করে
Ans. b
35. Which is the antonym of ‘transparent’?
(a) opaque
(b) clear
(c) honest
(d) none of the above
Ans. a
36. I waited until the plane ____
(a) did not take off
(b) took off
(c) had not off
(d) had take off
Ans. b
37. PAIN : SEDATIVE
(a) comfort : stimulant
(b) grief : consolation
(c) trance : narcotic
(d) ache : extraction
Ans. b
38. জাতিসংঘ থেকে ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশকে কোন সাফল্যের স্বীকৃতি প্রদান করা হয়?
(a) নারীর উন্নয়ন
(b) অর্থনৈতিক উন্নয়ন
(c) দারিদ্র্য বিমোচন
(d) শিক্ষা উন্নয়ন
Ans. c
39. নিচের কোনটি স্ক্যান্ডিনেভীয় দেশ নয়?
(a) সুইডেন
(b) ইতালি
(c) ডেনমার্ক
(d) নরওয়ে
Ans. b
40. Choose the correct English translation :
কখনো অপরের নিন্দা করো না।
(a) Never tell bad of others.
(b) Never tell sick of others.
(c) Never speak evil of others.
(d) Never speak ill of others.
Ans. d