Read ভূমি ও প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা ২০১৩ Exam | |||
---|---|---|---|
1. নিচের কোন শব্দটি ‘কপাল’ এর সমার্থক? | |||
(a) কপোল | |||
(b) ললাট | |||
(c) মস্তক | |||
(d) কাপলিক | |||
Ans. b | |||
2. চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে? | |||
(a) কৃষ্ণদাস কবিরাজ | |||
(b) জয়ান্দ | |||
(c) বৃন্দাবন দাস সেন | |||
(d) কবি কর্ণপুর পরামানন্দ | |||
Ans. a | |||
3. বাংলাদেশ সরকারের নির্বাহী প্রধান কে? | |||
(a) রাষ্ট্রপতি | |||
(b) প্রধানমন্ত্রী | |||
(c) স্পীকার | |||
(d) প্রধান বিচারপতি | |||
Ans. b | |||
4. ‘কলম’ শব্দটি কোনভাষা থেকে গৃহীত? | |||
(a) সংস্কৃত | |||
(b) আরবি | |||
(c) ফরাসি | |||
(d) তুর্কি | |||
Ans. b | |||
5. What does the word RAM stand for? | |||
(a) Random Access Memory | |||
(b) Ready and Made | |||
(c) Radar Air Missile | |||
(d) Read and Memory | |||
Ans. a | |||
6. In the word ‘hypersensitive’ the prefix ‘hyper’ means- | |||
(a) supreme | |||
(b) extreme | |||
(c) below | |||
(d) opposite | |||
Ans. b | |||
7. What is the antonym of ‘courage’? | |||
(a) daring | |||
(b) strong | |||
(c) cowardice | |||
(d) cowardly | |||
Ans. c | |||
8. আইফেল টাওয়ার কোথার অবস্থিত? | |||
(a) প্যারিস | |||
(b) লন্ডন | |||
(c) নিউইয়র্ক | |||
(d) টোকিও | |||
Ans. a | |||
9. Since 1996, Rabin _____ in Dhaka. | |||
(a) live | |||
(b) lived | |||
(c) has lived | |||
(d) has been living | |||
Ans. d | |||
10. The phrasal verb ‘write off’ means - | |||
(a) to reduce rates | |||
(b) to write completely | |||
(c) to increase money | |||
(d) to cancel a debt | |||
Ans. d | |||
11. রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত কত সালে? | |||
(a) ১৯৭১ সালে | |||
(b) ১৯১৮ সালে | |||
(c) ১৮১৭ সালে | |||
(d) ১৯২০ সালে | |||
Ans. a | |||
12. |x – 5 | = 6 সমীকরণটির সমাধান সেট হলো – | |||
(a) {1, -11} | |||
(b) {1, 11} | |||
(c) {-1, 11} | |||
(d) {-1, -11} | |||
Ans. c | |||
13. কোন বিদেশী রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্র ভাষার মর্যদা দিয়েছে? | |||
(a) রুয়ান্ডা | |||
(b) সিয়েরালিওন | |||
(c) নাইজেরিয়া | |||
(d) ইরিত্রিয়া | |||
Ans. b | |||
14. আল মাহমুদের কাব্য কোনটি? | |||
(a) প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে | |||
(b) লোক লোকান্তর | |||
(c) তিমিরাস্তক | |||
(d) সূর্য অন্যতর | |||
Ans. b | |||
15. সোনারগাঁ কোন আমলে বাংলার রাজধানী ছিল? | |||
(a) পাল আমলে | |||
(b) গুপ্তযুগে | |||
(c) মোগলে আমলে | |||
(d) সেন আমলে | |||
Ans. c | |||
16. প্রাকৃতিক গ্যাসে কোন শক্তি সঞ্চিত থাকে? | |||
(a) তাপশক্তি | |||
(b) আলোকশক্তি | |||
(c) রাসায়নিক শক্তি | |||
(d) সৌরশক্তি | |||
Ans. c | |||
17. Choose the best translation of the Bangla sentence ‘সে আমার মনের মত লোক।’ | |||
(a) He is man of my mind | |||
(b) He is a man after my heart | |||
(c) He is man like my mind. | |||
(d) He is man to my mind | |||
Ans. b | |||
18. ২০১২ সালে শান্তিতে নোবেল পুরষ্কার কে পেয়েছেন? | |||
(a) ড. মোহাম্মদ ইউনূস | |||
(b) অমর্ত্য সেন | |||
(c) বারক্ ওবামা | |||
(d) ইউরোপীয় ইউনিয়ন | |||
Ans. d | |||
19. উইকিলিস-এর প্রতিষ্ঠাতাকে কে? | |||
(a) বিলগেটস | |||
(b) রবার্ট লিও | |||
(c) মাইকেল অ্যাসাঞ্জ | |||
(d) জুলিয়ান অ্যাসাঞ্জ | |||
Ans. d | |||
20. Fill in gap with the correct word. Peter can’t go and I can’t _____ | |||
(a) neither | |||
(b) too | |||
(c) also | |||
(d) either | |||
Ans. b | |||
21. Which one of the following is correct? | |||
(a) Being a cold day, we did not go out. | |||
(b) A cold day we did not go out. | |||
(c) It being a cold day we did not go out. | |||
(d) It having a cold day we did not go out. | |||
Ans. a | |||
22. By ‘fits and starts’ means - | |||
(a) irregularly | |||
(b) carefully | |||
(c) below | |||
(d) opposite | |||
Ans. a | |||
23. - = 1 এবং + = 3 হলে, (x, y) = কত? | |||
(a) (2, 5) | |||
(b) (3, 4) | |||
(c) (2, 6) | |||
(d) (6, 2) | |||
Ans. d | |||
24. দুইটি ক্রমিক পূর্ণসংখ্যার বর্গের অন্তর ১৯৭ হলে, সংখ্যাদ্ধয় কত? | |||
(a) ৯৭, ৯৮ | |||
(b) ৯৬, ৯৭ | |||
(c) ৯৮, ৯৯ | |||
(d) ৯৯, ১০০ | |||
Ans. c | |||
25. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? | |||
(a) এ | |||
(b) বি | |||
(c) সি | |||
(d) ডি | |||
Ans. a | |||
26. What is the single word for the inability to see things clearly when they are far away? | |||
(a) myopia | |||
(b) myeloma | |||
(c) myalgia | |||
(d) anelmia | |||
Ans. a | |||
27. x² + 2xy – 2y -1 এর উৎপাদক কত? | |||
(a) (x + y + 1)(x - 1) | |||
(b) (x + 2y + 1)(x + 1) | |||
(c) (x + y + 1)(x + 1) | |||
(d) (x + 2y + 1)(x - 1) | |||
Ans. d | |||
28. কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি? | |||
(a) বেলা শেষের গান | |||
(b) নিশান্তিকা | |||
(c) হেমন্ত গধুলী | |||
(d) পুবের হওয়া | |||
Ans. d | |||
29. চৈতন্যদেব ছিলেন - | |||
(a) বৈষ্ণব ধর্মের প্রচারক | |||
(b) পদাবলীর রচয়িতা | |||
(c) ব্রজবুলি ভাষার প্রবর্তক | |||
(d) সঙ্গীতজ্ঞ | |||
Ans. a | |||
30. 7 এর গুণিতকের সেট কোন ধরনের সেট? | |||
(a) সসীট সেট | |||
(b) ফাঁকা সেট | |||
(c) সার্বিক সেট | |||
(d) অসীম সেট | |||
Ans. d | |||
31. একটি দ্রব্য ২৫% লাভের বিক্রয় কর হলে, বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত নিচের কোনটি? | |||
(a) ৫:৪ | |||
(b) ৬:৫ | |||
(c) ৪:৫ | |||
(d) ৫:৬ | |||
Ans. a | |||
32. কোন গ্রন্থটি মৃত্যঞ্জয় বিদ্যালঙ্কার রচনা করেন? | |||
(a) বত্রিশ সিংহাসন | |||
(b) প্রতাপাদিত্য চরিত্র | |||
(c) পুরুষ পরীক্ষা | |||
(d) মহারাজ কৃষ্ণচন্দ্র বায়স্য চরিত্রং | |||
Ans. a | |||
33. ‘সই কেবা শুনাইল শ্যাসনাম’ পদটি কোন বৈষ্ণব কবির রচনা? | |||
(a) জ্ঞানাদাস | |||
(b) গোবিন্দদাস | |||
(c) দ্বিজ চন্ডিদাস | |||
(d) বলরাম দাস | |||
Ans. b | |||
34. বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে পুন:প্রবর্তিত হয়? | |||
(a) সপ্তম | |||
(b) নবম | |||
(c) একাদশ | |||
(d) দ্বাদশ | |||
Ans. d | |||
35. ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? | |||
(a) সৌদি আরব | |||
(b) লেবানন | |||
(c) মিশর | |||
(d) তিউনিশিয়া | |||
Ans. | |||
36. ‘নেমেসিস’ নাট্যগ্রন্থের লেখক কে? | |||
(a) ইব্রাহীম খাঁ | |||
(b) নুরুল মোমেন | |||
(c) আসকার ইবনে শাইখ | |||
(d) মুনির চৌধুরী | |||
Ans. b | |||
37. ‘রাজপুত্র’ কোন সমাসের উদাহরণ? | |||
(a) তৎপুরুর | |||
(b) বুহুব্রীহি | |||
(c) কর্মধরায় | |||
(d) দ্বন্দ্ব | |||
Ans. a | |||
38. Choose the appropriate part of speech of the underlined word. He reached home safely. | |||
(a) Noun | |||
(b) Adjective | |||
(c) Verb | |||
(d) Adverb | |||
Ans. d | |||
39. ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি দেন - | |||
(a) পল্টল ময়দানে | |||
(b) মানিয়া মিয়া এভিনিউতে | |||
(c) সোহরাওয়াদী উদ্যানে | |||
(d) লালদীঘির ময়দানে | |||
Ans. c | |||
40. মূল্য সংযোজন কর একটি - | |||
(a) প্রত্যক্ষ কর | |||
(b) পরোক্ষ কর | |||
(c) সম্পূরক কর | |||
(d) পরিপূরক কর | |||
Ans. b | |||
41. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? | |||
(a) করতোয়া | |||
(b) মহানন্দা | |||
(c) গঙ্গা | |||
(d) ব্রহ্মপুত্র | |||
Ans. a | |||
42. পদ্মনদী কোথার যুমনা নদীর সাথে মিলিত হয়? | |||
(a) নগরবাড়ী | |||
(b) গোয়ালন্দ | |||
(c) চাঁদপুর | |||
(d) ভৈরব | |||
Ans. b | |||
43. Telling lies ___ a great sin. | |||
(a) am | |||
(b) are | |||
(c) was | |||
(d) is | |||
Ans. d | |||
44. O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের AB একটি ব্যাস ভিন্ন জ্যা। OD, AB এর উপর লম্ব। AD = 2.5cm হলে, AB = কত cm? | |||
(a) 4 cm | |||
(b) 5 cm | |||
(c) 6 cm | |||
(d) 3 cm | |||
Ans. b | |||
45. The sound of a lamb is ____ | |||
(a) bleat | |||
(b) roar | |||
(c) scream | |||
(d) grunt | |||
Ans. a | |||
46. মুক্তিযোদ্ধা সরকারি কর্মকর্তা/ কর্মচারীদের চাকুরী থেকে অবসর গ্রহণের বয়সসীমা কত? | |||
(a) ৫৭ বছর | |||
(b) ৯৫ বছর | |||
(c) ৬০ বছর | |||
(d) ৬২ বছর | |||
Ans. c | |||
47. What is the synonym of ‘nurse’? | |||
(a) curse | |||
(b) urge | |||
(c) forge | |||
(d) harbor | |||
Ans. d | |||
48. কোন দেশের সংবিধান অলিখিত? | |||
(a) যুক্তরাষ্ট্র | |||
(b) যুক্তরাজ্য | |||
(c) ভারত | |||
(d) চীন | |||
Ans. b | |||
49. ‘তন্বী’ কাব্যের কবি কে? | |||
(a) প্রেমেন্দ্র মিত্র | |||
(b) বুদ্ধ দেব বসু | |||
(c) সুধীন্দ্রনাথ দত্ত | |||
(d) বিষ্ণুদে | |||
Ans. c | |||
50. x - = 2 হলে, x² + এর মান কত? | |||
(a) 6 | |||
(b) 0 | |||
(c) 4 | |||
(d) 2 | |||
Ans. a | |||
51. বেরুবাড়ী ছিটমহল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? | |||
(a) কুড়িগ্রাম | |||
(b) পঞ্চগড় | |||
(c) নীলফামারী | |||
(d) লালমনিরহাট | |||
Ans. b | |||
52. Which of the following is an offer? | |||
(a) Look out! | |||
(b) Have a cup of tea. | |||
(c) Let’s have a party! | |||
(d) Have a good time. | |||
Ans. c | |||
53. একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৪ মিটার। এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে? | |||
(a) ২৪০০ লিটার | |||
(b) ২৪০০০ লিটার | |||
(c) ২৪০ লিটার | |||
(d) ২৪০০০০ লিটার | |||
Ans. b | |||
54. What is the meaning of ‘die in harness’? | |||
(a) commit suicides | |||
(b) die for the country | |||
(c) die in accident | |||
(d) go on working till death | |||
Ans. d | |||
55. মিলিনিয়ান ভেভেলপমেন্ট গোল (MDG) অর্জনের জন্য কোন সালকে নির্ধারণ করা হয়েছে? | |||
(a) ২০১০ সাল | |||
(b) ২০২০ সাল | |||
(c) ২০১৭ সাল | |||
(d) ২০১৫ সাল | |||
Ans. d | |||
56. Which one is correct? | |||
(a) It is a true | |||
(b) It is a fact | |||
(c) It is fact | |||
(d) It is truth | |||
Ans. b | |||
57. ABCD একটি বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজ। | |||
(a) 180° | |||
(b) 170° | |||
(c) 150° | |||
(d) 160° | |||
Ans. a | |||
58. Which of the following is not a collective noun? | |||
(a) basis | |||
(b) fleet | |||
(c) shoal | |||
(d) crew | |||
Ans. a | |||
59. ‘আধেক’ কথাটির শিষ্টরূপ কি? | |||
(a) অর্ধেক | |||
(b) আবখানা | |||
(c) অধুনা | |||
(d) অর্ধ | |||
Ans. a | |||
60. কবি আলাওলের প্রথম রচনা- | |||
(a) সপ্ত পয়কর | |||
(b) পদ্মবতী | |||
(c) সায়ফুল মুলুক বদিউজ্জামাল | |||
(d) ওলেবাকোওলী | |||
Ans. b | |||
61. ‘কথোপকথন’ গ্রন্থটি কার রচনা? | |||
(a) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার | |||
(b) উইলিয়ম কেরি | |||
(c) রাজা রাজমোহন বায় | |||
(d) পঞ্চানন কর্মকার | |||
Ans. b | |||
62. একটি সুষম ষড়ভুজের অন্ত:স্থ যে কোনো একটি কোণের পরিমাণ কত? | |||
(a) 120° | |||
(b) 100° | |||
(c) 90° | |||
(d) 60° | |||
Ans. a | |||
63. ডিমের নরম খোসা শক্ত হয়- | |||
(a) বাতাসের সংস্পর্শে | |||
(b) অ্যলবুমিনের জন্য | |||
(c) আলোক সংম্পর্শে | |||
(d) বাতাস ও আলোর সংস্পর্শে | |||
Ans. a | |||
64. Which is not true about the function of an adverb? | |||
(a) qualifying a verb | |||
(b) qualifying an verb | |||
(c) qualifying a sentence | |||
(d) qualifying an adjective | |||
Ans. | |||
65. ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? | |||
(a) রাজশাহী বিশ্ববিদ্যালয় | |||
(b) ঢাকা বিশ্ববিদ্যালয় | |||
(c) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | |||
(d) জগন্নাথ বিশ্ববিদ্যালয় | |||
Ans. a | |||
66. UNECO – এর সদস্য দেশ কয়টি? | |||
(a) ১৯২ | |||
(b) ১৯৩ | |||
(c) ১৯৪ | |||
(d) ১৯৫ | |||
Ans. d | |||
67. দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ১৪ ও ১৬৮, একটি সংখ্যা ৪২ হলে, অপর সংখ্যাটি কত? | |||
(a) ৫৬ | |||
(b) ৬২ | |||
(c) ৮৪ | |||
(d) ১১২ | |||
Ans. a | |||
68. মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? | |||
(a) কবীন্দ্র পরমেশ্বর | |||
(b) কাশীরাম দাস | |||
(c) শ্রীকরণ নন্দী | |||
(d) সঞ্জয় | |||
Ans. b | |||
69. জসীমউদ্দিনের কাব্য কোনটি? | |||
(a) মা যে জননী কান্দে | |||
(b) ময়নামতির চর | |||
(c) রস কদস্ব | |||
(d) বনতলসী | |||
Ans. a | |||
70. ‘নবীবংশ’ কোন কবির রচনা? | |||
(a) শাহ মুহাম্মদ সগীর | |||
(b) সৈদয় সুলতান | |||
(c) মুহাম্মদ খান | |||
(d) শৈখ পরান | |||
Ans. b | |||
71. কমনওয়েলভুক্ত কোন রাষ্ট্র ব্রিটিশ শাসনের অধীনে ছিল না? | |||
(a) মোজাম্বিক | |||
(b) দক্ষিণ আফ্রিকা | |||
(c) ভারত | |||
(d) অষ্ট্রিলিয়া | |||
Ans. a | |||
72. ক:খ=৪:৫, খ:গ=২:৩ এবং ক=৮০০ হলে, গ=কত? | |||
(a) ২০০০ | |||
(b) ১৫০০ | |||
(c) ১২০০ | |||
(d) ১৮০০ | |||
Ans. b | |||
73. কোন দুইটি তারিখে দিন-রাত্রি সমান হয়? | |||
(a) ২৩ সেপ্টেম্বর ও ২১ মার্চ | |||
(b) ২২ জুন ও ২১ ডিসেম্বর | |||
(c) ২২ ডিসেম্বর ও ২১ মার্চ | |||
(d) ২১ জুন ও ২৩ সেপ্টেম্বর | |||
Ans. a | |||
74. কোনটি বেগম রোকেয়ার রচনা? | |||
(a) পদ্মরাগ | |||
(b) নারী | |||
(c) মাটির কান্না | |||
(d) অমরাবতী | |||
Ans. a | |||
75. The word ‘amicable’ means - | |||
(a) hostile | |||
(b) amusing | |||
(c) expensive | |||
(d) friendly | |||
Ans. d | |||
76. মিয়ানমারের মুদ্রার নাম কি? | |||
(a) রিয়াল | |||
(b) কিয়াট | |||
(c) ইয়েন | |||
(d) রুপি | |||
Ans. b | |||
77. কোন জসীমউদ্দীনের ভ্রমণ কাহিনী? | |||
(a) রকশী কাঁথার মাঠ | |||
(b) যে দেশে মানুষ বড় | |||
(c) পদ্মরাগ | |||
(d) ঠাকুর বাড়ির আঙ্গিনায় | |||
Ans. b | |||
78. ‘ধুম্র’ শব্দটি নিচের কোন শ্রেণীভুক্ত? | |||
(a) অর্ধ তৎসম | |||
(b) দেশী | |||
(c) তদ্ভব | |||
(d) তৎসম | |||
Ans. d | |||
79. কোনটি বরীন্দ্রনাথের ঠাকুরের উপন্যাস? | |||
(a) রজনী | |||
(b) ঘরে-বাইরে | |||
(c) শেষ প্রশ্ন | |||
(d) অপরাজিত | |||
Ans. b | |||
80. একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং উহার ক্ষেত্রফল ৮০০ বর্গমিটার হলে, জমিটির পরিসীমা কত মিটার? | |||
(a) ১০০ | |||
(b) ১৪০ | |||
(c) ১২০ | |||
(d) ১১৫ | |||
Ans. c | |||
81. একটি স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যার মধ্যে অংশ এবং বাকি অংশ ছাত্রী। যদি ছাত্রদের সংখ্যা ছাত্রীদের অপেক্ষা 120 জন্য বেশি হয়, তবে ছাত্রীর সংখ্যা কত? | |||
(a) 25 জন | |||
(b) 35 জন | |||
(c) 30 জন | |||
(d) 20 জন | |||
Ans. c | |||
82. The drama ‘A Mid-Summer Night’s Dream’ is written by - | |||
(a) George B. Shaw | |||
(b) Thomas Hardy | |||
(c) Shakespeare | |||
(d) T. S. Eliot | |||
Ans. c | |||
83. যদি ডালের দাম ২৫% বৃদ্ধি পায়, তবে ডালের ব্যবহার কি হারে কমালে ডালের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না? | |||
(a) ২০% | |||
(b) ২৫% | |||
(c) ১৫% | |||
(d) ৩০% | |||
Ans. a | |||
84. Choose the correct spelling | |||
(a) propritor | |||
(b) propitor | |||
(c) proprietor | |||
(d) propritore | |||
Ans. c | |||
85. একজন অসুস্থ ব্যক্তি দৈহিক তাপমাত্রা 40°C। ডাক্তারী থার্মোমিটারের ব্যক্তির দৈহিক তাপমাত্রা কত? | |||
(a) 104°F | |||
(b) 106°F | |||
(c) 98.5°F | |||
(d) 102°F | |||
Ans. a | |||
86. ১৯৭১ সালে পাক-বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন? | |||
(a) জেনারেল আতাউল গণি ওসমানী | |||
(b) জেনারেল কে.এম. সফিউল্লাহ | |||
(c) জেনারেল অরোরা | |||
(d) এয়ার ভাইস মার্শাল এ. কে. খন্দকার | |||
Ans. d | |||
87. = কত? | |||
(a) -2 | |||
(b) -3 | |||
(c) | |||
(d) | |||
Ans. b | |||
88. Choose the appropriate indirect speech of the following: He said to me, “what do you want?” | |||
(a) He said to what I want | |||
(b) He told me what I wanted | |||
(c) He asked me what I want | |||
(d) He asked me what I wanted | |||
Ans. d | |||
89. নিচের কোন পদটি বিশেষণ | |||
(a) দিগম্বর | |||
(b) যেহেতু | |||
(c) দীন | |||
(d) যিনি | |||
Ans. ac | |||
90. কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস? | |||
(a) বৌ ঠাকুরারী হাট | |||
(b) মালঞ্চ | |||
(c) মৃণালিনী | |||
(d) দুইবোন | |||
Ans. c | |||
91. বৃ্ত্তের ব্যাস 50% বৃদ্ধি পেলে উহার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পায়? | |||
(a) 50% | |||
(b) 100% | |||
(c) 125% | |||
(d) 75% | |||
Ans. c | |||
92. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি প্রতিষ্ঠিত হয় কত সালে? | |||
(a) ১৯৯৬ সালে | |||
(b) ১৯৯৭ সালে | |||
(c) ১৯৯৮ সালে | |||
(d) ২০০১ সালে | |||
Ans. b | |||
93. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর? | |||
(a) ৫ বছর | |||
(b) ৭ বছর | |||
(c) ৪ বছর | |||
(d) ৩ বছর | |||
Ans. c | |||
94. Times have changed and so ____ | |||
(a) we have | |||
(b) we are | |||
(c) have we | |||
(d) are we | |||
Ans. d | |||
95. কোনো শ্রেণীর ২৪ জন ছাত্রের গড় বয়স ১৪ বছর। যদি একজন শ্রেণী শিক্ষকের বয়স তাদের বয়সের সাথে যোগ করা হয় তবে বয়সের গড় এক বৎসর বৃদ্ধি পায়। শিক্ষকের বয়স কত? | |||
(a) ৪০ বৎসর | |||
(b) ৩৯ বৎসর | |||
(c) ৪৫ বৎসর | |||
(d) ৩৫ বৎসর | |||
Ans. b | |||
96. ‘বনফুল’ কার ছদ্মনাম? | |||
(a) রবীন্দ্রনাথ ঠাকুর | |||
(b) বলাইচন্দ্র মুখোপাধ্যায় | |||
(c) বুদ্ধদেব বসু | |||
(d) কাজী নজরুল ইসলাম | |||
Ans. b | |||
97. নিচের কোনটিতে উপসর্গ যুক্ত হয়েছে? | |||
(a) গ্রহ | |||
(b) উপগ্রহ | |||
(c) তারা | |||
(d) চন্দ্রগ্রহণ | |||
Ans. b | |||
98. Fill in the blanks with the correct word: His house is adjacent ____ mine. | |||
(a) for | |||
(b) to | |||
(c) by | |||
(d) from | |||
Ans. b | |||
99. ৯০ কোন সংখ্যার ৬০%? | |||
(a) ১৫০ | |||
(b) ১৬০ | |||
(c) ১৪০ | |||
(d) ১৮০ | |||
Ans. a |