Read মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রদর্শক ২০১৩ Exam | |||
---|---|---|---|
1. রেডন কি ধরনের মৌল? | |||
(a) ননতেজন্ত্রিয় | |||
(b) হ্যালো তেজস্ত্রিয় | |||
(c) কঠিন | |||
(d) তেজস্ত্রিয় | |||
Ans. d | |||
2. A – এর মান কত হলে ৯ – ১২x + Ax² একটি পর্ণবর্গ হবে? | |||
(a) 8 | |||
(b) 6 | |||
(c) 9 | |||
(d) 4 | |||
Ans. d | |||
3. What is the antonym of ‘determine’? | |||
(a) Restore | |||
(b) Alert | |||
(c) Hesitate | |||
(d) Preserve | |||
Ans. c | |||
4. বাংলাদেশ প্রজাতন্ত্র ঘোষণা হয়েছিল কোন তারিখে? | |||
(a) ১৫ এপ্রিল ১৯৭১ | |||
(b) ১৬ এপ্রিল ১৯৭১ | |||
(c) ১৭ এপ্রিল ১৯৭১ | |||
(d) ১৮ এপ্রিল ১৯৭১ | |||
Ans. c | |||
5. অর্থের বিনিময়ে সাধারণত যেসব পণ্যসামগ্রী, সেবাকর্ম, নিরাপত্তা ইত্যাদি ক্রয় করা হয় তাকে বলে? | |||
(a) পরোক্ষ প্রকৃত আয় | |||
(b) প্রত্যক্ষ প্রকৃত আয় | |||
(c) জোড় কলম | |||
(d) চোখ কলম | |||
Ans. a | |||
6. সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর সাধারণ যে গ্যাস ব্যবহার হয়- | |||
(a) নাইট্রোজেন | |||
(b) হিলিয়াম | |||
(c) নিয়ন | |||
(d) অক্সিজেন | |||
Ans. a | |||
7. সালোকসংশ্লেষণ একটি রাসায়নিক প্রক্রিয়া, যেখানে তৈরি হয়- | |||
(a) | |||
(b) C | |||
(c) S | |||
(d) DNA | |||
Ans. a | |||
8. ‘গোরা’ উপন্যাসের লেখক কে? | |||
(a) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | |||
(b) মানিক বন্দ্যোপাধ্যায় | |||
(c) রমেশচন্দ্রসেন | |||
(d) রবীন্দ্রনাথ ঠাকুর | |||
Ans. d | |||
9. I would rather ___ coffee than tea. | |||
(a) with have | |||
(b) have | |||
(c) had | |||
(d) to have | |||
Ans. b | |||
10. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে- | |||
(a) মূল মধ্যরেখা | |||
(b) আর্ন্তজাতিক তারিখ রেখা | |||
(c) মকরক্রান্তি রেখা | |||
(d) কর্কটক্রান্তি রেখা | |||
Ans. d | |||
11. ক এবং খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে, খ একা কাজটি কত দিনে করতে পারে? | |||
(a) ২৫ দিনে | |||
(b) ৩৫ দিনে | |||
(c) ৩০ দিনে | |||
(d) ৪০ দিনে | |||
Ans. c | |||
12. The word ‘advance’ is - | |||
(a) an adverb | |||
(b) a verb | |||
(c) a noun | |||
(d) an adjective | |||
Ans. c | |||
13. ৫ + ৮ + ১১ + ......... ধারাটির কোন পদ ৩০২? | |||
(a) ৯১ | |||
(b) ৯৫ | |||
(c) ৯৮ | |||
(d) ১০০ | |||
Ans. d | |||
14. গর্ভকালীন সময়ের বিস্তৃতি হলো- | |||
(a) ২৫০ - ২৬০ দিন | |||
(b) ২৭০ - ২৮০ দিন | |||
(c) ২৬০ - ২৭৫ দিন | |||
(d) ২৪০ – ২৪৫ দিন | |||
Ans. b | |||
15. কোনো গাছের শিকড়, ডাল বা পাতা কেটে যে নতুন চারা গজায় তাকে বলে- | |||
(a) দাবা কলম | |||
(b) খন্ড কলম | |||
(c) জোড় কলম | |||
(d) চোখ কলম | |||
Ans. a | |||
16. ‘দুনীর্তি’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হবে- | |||
(a) দুর + নীতি | |||
(b) দুঃ + নীতি | |||
(c) দুঃ + নীতি | |||
(d) দূর + নীতি | |||
Ans. c | |||
17. তুঁতে কয় অণু পানি থাকে? | |||
(a) ৪ গুণ | |||
(b) ৮ গুণ | |||
(c) ৫ গুণ | |||
(d) ১০ গুণ | |||
Ans. | |||
18. পৃথিবীর ঘুর্ণনের ফলে জীবকূল ছিটকে পড়ে না কেন? | |||
(a) মহাকর্ষ | |||
(b) মাধ্যকর্ষণ বলের জন্য | |||
(c) আমরা স্থির থাকার জন্য | |||
(d) পৃথিবীর সঙ্গে জীব আবর্তনের জন্য | |||
Ans. b | |||
19. কোনটি তাপের একক? | |||
(a) ভোল্ট | |||
(b) ওয়াট | |||
(c) জুল | |||
(d) লিটার | |||
Ans. c | |||
20. হলো - | |||
(a) এসিড নিদের্শক | |||
(b) ক্ষারীয় নিদের্শক | |||
(c) এসিড ও ক্ষারীয় নিদের্শক | |||
(d) এসিড, ক্ষীরীয় ও নিরপেক্ষ নিদের্শক | |||
Ans. d | |||
21. The phrase ‘At a stretch’ means- | |||
(a) long way | |||
(b) irregularly | |||
(c) decaying | |||
(d) without break | |||
Ans. d | |||
22. ৫টি বিড়াল ৫টি ইঁদুর ধরতে ৫মিটার সময় লাগে। ১০০টি বিড়াল ১০০টি ইঁদুর ধরতে সময় লাগবে? | |||
(a) ৫ মিনিট | |||
(b) ১০ মিনিট | |||
(c) ১৫ মিনিট | |||
(d) ২০ মিনিট | |||
Ans. a | |||
23. টেলিভিশনের রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রং ব্যবহার করা হয়? | |||
(a) ২টি | |||
(b) ৫টি | |||
(c) ৩টি | |||
(d) ৭টি | |||
Ans. c | |||
24. শাক রান্না করতে তেল রান্না দিয়ে রান্না করতে বলা হয় কারণ- | |||
(a) শাক যাতে পাতিলে লেগে না যায় | |||
(b) শাক রান্না সুবিধা হয় | |||
(c) শাকের ভিটামিন তেলে দ্রবীভূত হয় | |||
(d) শাক দ্রুত সিদ্ধ হয় | |||
Ans. c | |||
25. কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ কোনটি? | |||
(a) রাজবন্দীর রোজনামচা | |||
(b) দুর্দিনের যাত্রী | |||
(c) দুদির্নের দিনলিপি | |||
(d) জাপান যাত্রী | |||
Ans. b | |||
26. স্নায়ুবিকাশের সমস্যার একটি বিস্তৃত রূপকে বলে- | |||
(a) স্নায়ুরোগ | |||
(b) থেলাসেমিয়া | |||
(c) ব্রেনষ্ট্রোক | |||
(d) অটিজম | |||
Ans. d | |||
27. কোনটি শুদ্ধ বাক্য? | |||
(a) সাক্ষ্যদান | |||
(b) সাক্ষীদান | |||
(c) সাক্ষ্য বালা | |||
(d) সাক্ষ্য উপস্থিত | |||
Ans. a | |||
28. ৫, ৭, ১১, ১৯, .... শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে? | |||
(a) ২৬ | |||
(b) ৩০ | |||
(c) ৩৫ | |||
(d) ৪৩ | |||
Ans. c | |||
29. ‘তপুর বয়স অল্প কিন্তু বেশ বুদ্ধিমান’ – বাক্যটি কোন ধরনের? | |||
(a) সরল | |||
(b) জটিল | |||
(c) যৌগিক | |||
(d) মিশ্র | |||
Ans. c | |||
30. জমিতে চুন প্রয়োগ করতে বলার কারণ- | |||
(a) মাটির এসিড প্রশমিত করে উর্বরতা বৃদ্ধি করা | |||
(b) জমিতে আগাছা ধ্বংস করা | |||
(c) জমির উচ্চতা বৃদ্ধি করা | |||
(d) কোনোটিই নয় | |||
Ans. a | |||
31. মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত - | |||
(a) ৯:৩:৩:১ | |||
(b) ৯:৭ | |||
(c) ৯:২:২:২ | |||
(d) ৯:৩:৪ | |||
Ans. a | |||
32. ৪৮ মিটার উঁচু খুটিঁ ভেঙ্গে মাটির সাথে ৩০° কোণ উৎপন্ন করে। খুটিঁটি কত উঁচুতে ভেঙ্গেছিল? | |||
(a) ১২ মিটার | |||
(b) ১৪ মিটার | |||
(c) ১৬ মিটার | |||
(d) ১৮ মিটার | |||
Ans. c | |||
33. পানের মুল্য ২৫% বৃদ্ধি পাওয়া একটি পরিবার পান খাওয়া এমনভাবে কমালো যে পান বাবদ ব্যয় বৃদ্ধি হলো না। পান বাবদ খরচ শতকরা কত কমেছিল? | |||
(a) ১৮% | |||
(b) ১৯% | |||
(c) ২০% | |||
(d) ২১% | |||
Ans. c | |||
34. ২০০২ সংখ্যা কোন সংখ্যাগুচ্ছের ল. সা.গু নয়? | |||
(a) ১৩, ৭৭, ৯১, ১৪৩ | |||
(b) ৭, ২২, ২৬, ৯১ | |||
(c) ২৬, ৭৭, ১৪৩, ১৫৪ | |||
(d) ২, ৭, ১১, ১৩ | |||
Ans. a | |||
35. বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাপকে বলে- | |||
(a) ভর | |||
(b) সরণ | |||
(c) ত্বরণ | |||
(d) ওজন | |||
Ans. a | |||
36. Choose the right word for the sentence: ‘He divided the money ___ the two children’. | |||
(a) among | |||
(b) between | |||
(c) in between | |||
(d) over | |||
Ans. b | |||
37. ব্যাটসম্যান আউট হয়- | |||
(a) বল গালিতে ঠেলে দিলে | |||
(b) বল কাট করে দিলে | |||
(c) বল বাউন্ডারি হলে | |||
(d) হিট উইকেট হলে | |||
Ans. d | |||
38. বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত? | |||
(a) ৫:৩ বা ১০:৬ | |||
(b) ৫:৩ বা ১০:৬ | |||
(c) ৫:৩ বা ১০:৬ | |||
(d) ৫:৩ বা ১০:৬ | |||
Ans. a | |||
39. উড়োজাহাজ - এর সাথে গরুগাড়ির যান্ত্রিক সাদৃশ্য হলো- | |||
(a) চাকা আছে | |||
(b) চলতে পারে | |||
(c) ব্যাকগিয়ার নাই | |||
(d) পাইলট দ্বারা পরিচালিত | |||
Ans. c | |||
40. ‘Dog days’ means - | |||
(a) a time when dogs roan the street | |||
(b) quarrel | |||
(c) hot weather | |||
(d) a period of being care-free | |||
Ans. c | |||
41. বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সালে? | |||
(a) ১৯৭২ | |||
(b) ১৯৭৩ | |||
(c) ১৯৭৫ | |||
(d) ১৯৭৭ | |||
Ans. b | |||
42. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফূটে উঠে তা কিসের তৈরি? | |||
(a) এলইডি | |||
(b) সিলিকন চিপ | |||
(c) এলসিডি | |||
(d) আইসি | |||
Ans. b | |||
43. যে তড়িৎযন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে বলে - | |||
(a) যান্ত্রিক মোটর | |||
(b) মোটর | |||
(c) তড়িৎ মোটর | |||
(d) তড়িৎ শক্তি | |||
Ans. c | |||
44. আয়তাকার বক্সের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে, পরিসীমা কত? | |||
(a) ৯৮ মিটার | |||
(b) ৯৬ মিটার | |||
(c) ৯৪ মিটার | |||
(d) ৯০ মিটার | |||
Ans. b | |||
45. Genetic Engineering হলো- | |||
(a) জীন প্রকৌশল | |||
(b) পুর প্রকৌশল | |||
(c) নগর প্রকৌশল | |||
(d) তড়িৎ প্রকৌশল | |||
Ans. a | |||
46. ‘ফরমান’ শব্দের অর্থ কি? | |||
(a) বিবর | |||
(b) খবর | |||
(c) বর্বর | |||
(d) গহবর | |||
Ans. b | |||
47. গুণবাচক বিশেষ্য কোনটি? | |||
(a) বহর | |||
(b) মধুরতা | |||
(c) সাহসী | |||
(d) দর্শন | |||
Ans. c | |||
48. স্ফুটন শুরু হওয়ার পর কত মিনিট ধরে স্ফুটন করলে পানি জীবাণুমুক্ত হয়? | |||
(a) ১৫-২০ মিনিট | |||
(b) ১০-১১ মিনিট | |||
(c) ২০-২৫ মিনিট | |||
(d) ২৫-৩০ মিনিট | |||
Ans. a | |||
49. ‘ময়নামতীর চর’ কোন ধরনের রচনা? | |||
(a) কথাসাহিত্য | |||
(b) কাব্য | |||
(c) প্রেমের গল্প | |||
(d) উপন্যাস | |||
Ans. b | |||
50. পুষ্পারতি শব্দের অর্থ - | |||
(a) ফুলের ক্রন্দন | |||
(b) ফুলের ডালা | |||
(c) ফুলের মালা | |||
(d) ফুলের নিবেদন | |||
Ans. d | |||
51. Which one is past indefinite tense? | |||
(a) He is drinking coffee | |||
(b) He drank coffee | |||
(c) He drink coffee | |||
(d) He was drinking coffee | |||
Ans. b | |||
52. তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৫, ১০, ১৫ দ্বারা বিভাজ্য হবে? | |||
(a) ৫ | |||
(b) ১০ | |||
(c) ১৫ | |||
(d) ২০ | |||
Ans. b | |||
53. প্রবল জোয়ারের কারণ, এ সময় - | |||
(a) সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণ | |||
(b) চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে | |||
(c) সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে | |||
(d) পৃথিবী সূর্যের কাছে থাকে | |||
Ans. c | |||
54. আয়োডিন বেশি থাকে- | |||
(a) নদীর ইলিশ মাছে | |||
(b) সমুদ্রের ইলিশ মাছে | |||
(c) পদ্মার ইলিশ মাছে | |||
(d) হালদার ইলিশ মাছে | |||
Ans. b | |||
55. কম্পিউটারের নির্দেশ অনুযায়ী প্রিন্ট করে প্রিন্টার – সেই ক্ষেত্রে মানুষের হাত হলো- | |||
(a) CPU | |||
(b) প্রিন্টার | |||
(c) মাদার বোর্ড | |||
(d) UPS | |||
Ans. a | |||
56. বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি কোন সালে গৃহীত হয়? | |||
(a) ২০০৯ | |||
(b) ২০১০ | |||
(c) ২০১১ | |||
(d) ২০১২ | |||
Ans. b | |||
57. AB দ্বারা বুঝি- | |||
(a) রক্তের গ্রুপ | |||
(b) রক্তের উপাদান | |||
(c) রক্তের কণিকা | |||
(d) রক্তের রস | |||
Ans. a | |||
58. x ও y এর মানের গড় ১০ এবং z = ১৩ হলে, x, y, z এর মানের গড় কত হবে? | |||
(a) ১১ | |||
(b) ৯ | |||
(c) ১৮ | |||
(d) ১২ | |||
Ans. a | |||
59. রেচনতন্ত্র দেহের যে কাজ করে- | |||
(a) শ্বাস গ্রহণ | |||
(b) প্রজনন | |||
(c) বর্জ্য ত্যাগ | |||
(d) খাদ্য পরিপাক | |||
Ans. c | |||
60. ৮ জন পুরুষ একটি ১২ দিনে করতে পারে। দুই পুরুষ চলে গেলে কাজটি সমাধান করতে শতকরা কত দিন বেশি প্রয়োজন? | |||
(a) ৩১% | |||
(b) ৩১% | |||
(c) ৩৩% | |||
(d) ৩৩ | |||
Ans. d | |||
61. + = কত? | |||
(a) + 3b + 3a + | |||
(b) - 3ab(a + b) | |||
(c) + 3ab(a + b) | |||
(d) - 3b + 3a + | |||
Ans. b | |||
62. Which one is the relative pronoun? | |||
(a) He | |||
(b) You | |||
(c) His | |||
(d) Who | |||
Ans. d | |||
63. উদ্ভিদের বায়বীয় অংশ হতে পানি হারানোর জন্য দায়ী কে? | |||
(a) শ্বসন | |||
(b) ব্যাপন | |||
(c) নিষেক | |||
(d) শোষণ | |||
Ans. b | |||
64. 64×8° = কত? | |||
(a) 10 | |||
(b) 64 | |||
(c) -10 | |||
(d) -9 | |||
Ans. b | |||
65. কোনটির দেহের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম নেই? | |||
(a) শৈবাল | |||
(b) ছত্রাক | |||
(c) ভাইরাস | |||
(d) ব্যাকটেরিয়া | |||
Ans. c | |||
66. দুধ ও পানির অনুপাত ৫:১। দুধের পরিমাণ পানি অপেক্ষা ৮ লিটার বেশি হলে পানির পরিমাণ কত? | |||
(a) ২ লিটার | |||
(b) ৩ লিটার | |||
(c) ৪ লিটার | |||
(d) ৬ লিটার | |||
Ans. a | |||
67. উপসর্গের কাজ কি? | |||
(a) নতুন শব্দ গঠন করে | |||
(b) বিভক্তি নিরূপণ করে | |||
(c) যতি সংস্করণ করে | |||
(d) সর্বনাম তৈরি করে | |||
Ans. a | |||
68. Which is the correct spelling? | |||
(a) Orthopaedic | |||
(b) Orthopedic | |||
(c) Orthopadic | |||
(d) Orthopadyc | |||
Ans. b | |||
69. Fill in the gap: He works too slowly ___ in time. | |||
(a) to complete | |||
(b) complete | |||
(c) for completing | |||
(d) in completing | |||
Ans. a | |||
70. কোনটি বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধি পায়? | |||
(a) পারমাণবিক সংখ্যা | |||
(b) পারমাবিক ভর | |||
(c) পারমাণবিক ওজন | |||
(d) পারমাণবিক আয়ন | |||
Ans. a |