Read পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবারকল্যাণ পরিদর্শিকা (FWV) প্রশিক্ষার্থী ২০১৩ Exam
1. নিচের কোন অঙ্গে লোহিত কণিকা ধ্বংস হয়?
(a) প্লীহা
(b) যকৃত
(c) পাকস্থলী
(d) বৃব্ক
Ans. a
2. কোনটি মোগল বাদশাহদের বিলাসের বস্তু ছিল?
(a) মসলিন
(b) জামদানি
(c) নকশিকাঁথা
(d) খাট-পালঙ্ক
Ans. a
3. বাংলাদেশে বড় বড় শিল্প কারখানা কোন নদীর তীরে গড়ে উঠেছে?
(a) শীতলক্ষ্যা
(b) মেঘনা
(c) যমুনা
(d) ব্রহ্মপুত্র
Ans. a
4. দুইটি সংখ্যার বিয়োগফল 45 এবং একটি অপরটি 4 গুণ হলে, সংখ্যা দুইটি কত?
(a) 7 ও 10
(b) 52 ও 13
(c) 60 ও 15
(d) 68 ও 17
Ans. c
5. কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
(a) হাম
(b) ডেঙ্গু
(c) টাইফয়েড
(d) হার্পিস
Ans. c
6. দেশীয় উৎপন্ন জিনিস দিয়ে দেশের মানুষের হাতে তৈরী প্রয়োজনীয় দ্রব্যকে কি বলে?
(a) লোকশিল্প
(b) শিল্পজাত দ্রব্য
(c) রফতানিজাত শিল্প
(d) কুটির শিল্প
Ans. d
7. নিম্নের কোন জাতীয় বস্তুবহুদিন রোদে বা পানিতে থাকলে নষ্ট, ক্ষয় বা বৃদ্ধি হয় না?
(a) কাচ
(b) পাথর
(c) কাঠ
(d) লোহা
Ans. a
8. নিচের কোন বানান সঠিক?
(a) যশধ্বনি
(b) যশোধ্বনি
(c) যশধনী
(d) যশ:ধ্বনি
Ans.
9. Would you mind ___ a folk song.
(a) for
(b) singing
(c) sing
(d) in
Ans. b
10. শতাব্দী শব্দটি কোন সমাসযোগে গঠিত?
(a) দ্বন্দ্ব সমাস
(b) কর্মধারয় সমাস
(c) দ্বিগু সমাস
(d) বহুব্রীহি সমাস
Ans. c
11. কোনটি আরবীয় মুদ্রা?
(a) দিরহাম
(b) ইয়েন
(c) রুপি
(d) ডলার
Ans. a
12. He divided the money ___ the two children.
(a) among
(b) between
(c) in between
(d) Over
Ans. b
13. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরষ্কার পেয়েছিলেন?
(a) সঞ্চয়িতা
(b) চিত্রাঙ্গদা
(c) গীতাঞ্জলি
(d) গীতবিতান
Ans. c
14. ইনসুলিন হচ্ছে একটি -
(a) নিউক্লিক অ্যাসিড
(b) প্রোটিন
(c) অ্যামাইনো অ্যাসিড
(d) গ্লুকোজ
Ans. c
15. For good - এর সঠিক অর্থ কোনটি?
(a) ভালোর জন্য
(b) বড়র জন্য
(c) ক্ষণতরে
(d) চিরতরে
Ans. d
16. বেদের ভাষাকে কি ভাষা বলা হয়?
(a) দেশীভাষা
(b) বৈদিক ভাষা
(c) বেদী ভাষা
(d) ইংরেজী ভাষা
Ans. b
17. একটি দ্রব্য ৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো । শতকরা ক্ষতি কত?
(a) ১৫%
(b) ২০%
(c) ২৫%
(d) ৩০%
Ans. b
18. ‘প্রতীকধর্মী’ মানে হচ্ছে-
(a) নিদর্শন জ্ঞাপন
(b) বির্মর্ত
(c) বস্তুনিষ্ঠ
(d) নির্বাস্তুক
Ans. a
19. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 50 বছর। 20 বছরে পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হলে, পিতার বর্তমান বয়স কত?
(a) 30 বছর
(b) 35 বছর
(c) 40 বছর
(d) 50 বছর
Ans. c
20. দুইটি সংখ্যার গুনফল 30। একটি সংখ্যা p হলে, অপরটি কত?
(a) 30 - p
(b) p - 30
(c) 30p
(d) 30 p
Ans. d
21. ১৫০ এর ৮%= কত?
(a) ১০
(b) ১২
(c) ১৪
(d) ১৬
Ans. b
22. Select the right word to fill in the gap ‘‘A man is know ___ the company he keeps’’
(a) with
(b) by
(c) for
(d) with
Ans. b
23. নিচের কোনটি চোখের একমাত্র আলোকসংবেদী অংশ?
(a) পিউপিল
(b) আইরিশ
(c) রেটিনা
(d) অন্ধবিন্দু
Ans. c
24. x + 1 x হলে x² + 1 এর মান কোনটি?
(a) 16
(b) 14
(c) 12
(d) 10
Ans. b
25. ‘Pros and Cons’ means-
(a) Advantages
(b) Merits and demerits
(c) Gladstone
(d) All
Ans. b
26. ওয়াটার পোলো খেলায় দুই দলে কতজন খেলোয়াড় থাকে?
(a) ১৮
(b) ১০
(c) ২২
(d) ১৪
Ans. d
27. প্রোগ্রাম কি?
(a) কথোপকথন
(b) কর্মপরিকল্পনা
(c) হিসাব-নিকাশ
(d) গণনা কাজের সকল নিদের্শনামা
Ans. d
28. The word ‘diabetic’ is -
(a) a noun
(b) an adjective
(c) both a noun and adjective
(d) a noun adjective
Ans. c
29. বিদ্যুৎ হচ্ছে-
(a) অলৌকিক বস্তু
(b) প্রাকৃতিক সম্পদ
(c) শক্তি
(d) স্থির বস্তু
Ans. c
30. একটি আয়তকার ক্ষেত্রের পরিসীমা 18 মিটার এবং ক্ষেত্রফল 20 বর্গমিটার হলে, এর দৈর্ঘ্য ও প্রস্থ কত?
(a) 12 মিটার ও 6 মিটার
(b) 10 মিটার ও 2 মিটার
(c) 9 মিটার ও 2 মিটার
(d) 5 মিটার ও 4 মিটার
Ans. d
31. Mass Education – এর সঠিক পরিভাষা কি?
(a) আধুনিক শিক্ষা
(b) গণশিক্ষা
(c) প্রাথমিক শিক্ষা
(d) সর্বস্তরের শিক্ষা
Ans. b
32. ‘যা মূল্য দিয়ে বিচার করা যায় না’- এক কথায় কি হবে?
(a) দামি
(b) অমূল্য
(c) মূল্যবান
(d) মূল্যতুল্য
Ans. b
33. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯। সংখ্যাটি হতে ৯ বিয়োগ করলে এর অংকদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?
(a) 34
(b) 67
(c) 54
(d) 23
Ans. c
34. স্বদেশী আন্দোলন কি?
(a) কুটির শিল্পের পুনরুজ্জীবনের আন্দোলন
(b) ইংরেজ বিরোধী স্বাধীনতা আন্দোলন
(c) মুঘলবিরোধী স্বাধীকার আন্দোলন
(d) পাকিস্তানিদের বিরুদ্ধে পরিচালিত স্বাধীনতা আন্দোলন
Ans. b
35. কে বহুভাষাবিদ পণ্ডিত ও গবেষক ছিলেন?
(a) জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
(b) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(c) ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ্
(d) বিখ্যাত ব্যাকরণবিদ পাণিনি
Ans. c
36. কোন সংখ্যার দ্বিগুণের সথে সংখ্যাটির 1 3 যোগ হলে যোগফল 49 হবে?
(a) 14
(b) 16
(c) 18
(d) 21
Ans. d
37. বাংলাদেশের নিচের কো্ন তারিখে প্রথম সেলফোন চালু হয়?
(a) ১৬ ডিসেম্বর ২০০৫
(b) ৮ আগষ্ট ১৯৯৩
(c) ২৫ নভেম্বর ১৯৯৩
(d) ২৬ মার্চ ১৯৯৮
Ans. b
38. কোন সংখ্যার 1 4 অংশ, তার 1 5 অংশ অপেক্ষা 20 বেশি।
(a) 200
(b) 300
(c) 400
(d) 500
Ans. c
39. নিচের কোনটি হাইপোথ্যালমাসের কাজ?
(a) অম্ন ও ক্ষারের সাম্যতা রক্ষা করা
(b) ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ করা
(c) দেহের ভারসাম্য রক্ষা
(d) দেহতাপ নিয়ন্ত্রণ করা
Ans. d
40. One who eats everything is called -
(a) Omniscient
(b) Omnipotent
(c) Omnivorous
(d) Omnipresent
Ans. c
41. 25 থেকে কোন সংখ্যার বিয়োগ করলে বিয়োগ বিয়োগফল সংখ্যাটির অপেক্ষা 5 বেশি?
(a) 7
(b) 9
(c) 10
(d) 12
Ans. c
42. বাংলাদেশে সর্বপ্রথম প্রাকৃতিক গ্যাসক্ষেক্ষে আবিষ্কৃত হয় নিচের কোন স্থানে?
(a) হরিপুর
(b) কৈলাসটিলা
(c) ছাতক
(d) তিতাস
Ans. a
43. ফল পাকানোর হরমোন হলো-
(a) অ্যাসরবিক এসিড
(b) ডিবেরেলিন
(c) অক্সিন
(d) ইথিলিন
Ans. d
44. He is growing up এর অনুবাদ হলো-
(a) সে গাছে উঠছে
(b) সে উপরে উঠছে
(c) সে বড় হচ্ছে
(d) সে উত্তরোত্তর উন্নতি করছে
Ans. d
45. ‘নকশিকাঁথা’ কোন কবির কাব্যকে আশ্রয় করে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে?
(a) জীবানন্দ দাশ
(b) কাজী নজরুল ইসলাম
(c) বন্দে আলী মিয়া
(d) উসীমউদ্দীন
Ans. b
46. তিতাস গ্যাসের কি আছে?
(a) ইথার
(b) অ্যামোনিয়া
(c) মিথেন
(d) ফরমালডিহাইড
Ans. b
47. বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে?
(a) কাজী নজরুল ইসলাম
(b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) কায়কোবাদ
(d) শামসুর রাহমান
Ans. a
48. He has been ill ___ Friday last.
(a) from
(b) in
(c) since
(d) with
Ans. c
49. ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘যার কোনো উপায় নেই’ এক কথায় কি হবে?
(a) নিরুপায়
(b) নাচার
(c) অনন্যোপায়
(d) উপায়হীন
Ans. a
50. Select the word to fill in the gap ‘Life is a tale told ___ an idiot.’
(a) before
(b) with
(c) to
(d) by
Ans. d
51. ইউনিসেফ কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে?
(a) ১৪ এপ্রিল
(b) ৬ ডিসেম্বর ১৯৯৭
(c) ১৬ ডিসেম্বর
(d) ২৬ মার্চ ১৯৯৫
Ans. b
52. দুইটি সংখ্যার বিয়োগফল 25। বৃহত্তর সংখ্যাটির 4 গুণ ক্ষুদ্রতর সংখ্যাটির 5 গুণের সমান হলে, সংখ্যা দুইটি কত?
(a) 100, 110
(b) 100, 125
(c) 110, 120
(d) 120, 130
Ans. b
53. A stitch in time saves nine - এর বঙ্গানুবাদ কি?
(a) এক সময়ের নয় ফোঁড়া অন্য সময়ে দশফোঁড়া
(b) সময়ের এক ফোঁড়া অসময়ের দশ ফোঁড়া
(c) দশের লাঠি একের বোঝা
(d) খাজনার চেয়ে বাজনা বেশি
Ans. b
54. কম্পিউটারের ভাষাকে কি বলা হয়?
(a) সাধুভাষা
(b) লেখ্যভাষা
(c) প্রমিত ভাষা
(d) যান্ত্রিক ভাষা
Ans. d
55. মানুষের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
(a) ইশারা
(b) সংকেত
(c) ভাষা
(d) ইঙ্গিত
Ans. c
56. বিদ্যুৎ উৎপাদনের আধুনিক উপায় কি?
(a) পানি
(b) সৌরশক্তি
(c) গ্যাস
(d) পারমাণবিক শক্তি
Ans. b
57. (a - b) = 3 এবং ab =4 হলে a² + b² এর মান কত?
(a) 25
(b) 17
(c) 11
(d) 1
Ans. b
58. কোহিনূর পত্রিকাটি সম্পাদনা করেন কে?
(a) এস ওয়াজেদ আলী
(b) মুহম্মদ আবদুল হাই
(c) মাহবুবুল আলম
(d) মোহাম্মদ এয়াকুর আলী চৌধুরী
Ans. d
59. ‘কম্পিউটার’ শব্দের অর্থ কি?
(a) গণনা করা
(b) তুলনা করা
(c) গণকযন্ত্র
(d) নিয়ন্ত্রক যন্ত্র
Ans. c
60. ৫৫০ টাকার ১২% কত?
(a) ৬০ টাকার
(b) ৬২ টাকার
(c) ৬৮ টাকার
(d) ৬৬ টাকার
Ans. d
61. ডিম্বাণু সৃষ্টি হয় স্ত্রী স্তবকের-
(a) গর্ভদণ্ডে
(b) গর্ভমুণ্ডে
(c) ডিম্বাশয়ে
(d) ডিম্বকে
Ans. c
62. ‘বদান্যতা’ শব্দের অর্থ কি?
(a) খারাপ স্বভাবের লোক
(b) অন্যের অনিষ্ট করার ইচ্ছা
(c) দানশীলতা
(d) গানের এক প্রকার রাগিনী
Ans. c
63. অপভ্রংশ কথাটির অর্থ কি?
(a) উন্নত
(b) বিবৃত
(c) সাধারণ
(d) বিকৃত
Ans. d
64. SOS stands for -
(a) Son of Samson
(b) Sound of sea
(c) Save Our Soul
(d) Sunrays of Sunset
Ans. c
65. দুইটি সংখ্যার সমষ্টি 70 এবং অন্তফল 10 হলে, বড় সংখ্যাটির কত?
(a) ৩৫
(b) ৪০
(c) ৪৫
(d) ৫০
Ans. b
66. 30, 50 এর শতকরা কত অংশ?
(a) ৩০%
(b) ৫০%
(c) ৫৫%
(d) ৬০%
Ans. d
67. ‘Nota bene’ means -
(a) For example
(b) Not sure
(c) Next page
(d) Mark well
Ans. d
68. খাদি কাপড়ের অন্যতম বৈশিষ্ট্য কি?
(a) এটি অত্যন্ত টেকসই
(b) এটি সাধারণ মানুষের ব্যবহার্য
(c) এটি অত্যন্ত কম দামের
(d) এটি হাতের তেরি
Ans. d
69. কোন ভাষা থেকে বাংলা ভাষা জন্ম?
(a) সংস্কৃত
(b) প্রাকৃত
(c) মৈথিল
(d) বৈদিক
Ans. b
70. ‘শেষের কবিতা’ হলো-
(a) কাব্যগ্রন্থ
(b) গল্পগ্রন্থ
(c) উপন্যাস
(d) নাট্যগ্রন্থ
Ans. c