Read কারা অধিদপ্তর কারা তত্ত্বাবধায়ক ২০১৩ Exam
1. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
(a) জলনুল আবেদীন
(b) কামরুল হাসান
(c) হামিদুর রহমান
(d) হাসেম খান
Ans. b
2. ‘Twelfth Night’ is-
(a) a Comedy
(b) an Elegy
(c) a Novel
(d) a Tragedy
Ans. a
3. বাংলাদেশের স্বাধীনতা দিবস -
(a) ১০ জানুয়ারি
(b) ২৫ ডিসেম্বর
(c) ২৬ মার্চ
(d) ১৬ ডিসেম্বের
Ans. c
4. কোনটি সঠিক?
(a) + ১ =১০
(b) + ১ = ২৮
(c) + ১ = ৩১
(d) + ১ = ২৬
Ans. b
5. Shaila finished _____ homework. শূন্যস্থানটি কোন শব্দ দ্বারা পূরণ হবে?
(a) written
(b) write
(c) wrote
(d) writing
Ans. d
6. টাকায় ৩টি জিনিস ক্রয় করে, টাকায় ২টি জিনিস বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
(a) ৩০%
(b) ১৫%
(c) ৫০%
(d) ৩৫%
Ans. c
7. কোনটি বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাস?
(a) রজনী
(b) আনন্দমঠ
(c) কৃষ্ণকান্তের উইল
(d) রাজসিংহ
Ans. d
8. এশিয়ার নোবেল খ্যাত ম্যাগসাইয়ের ২০১২ সালে বাংলাদেশ থেকে পুরষ্কৃত হয়েছেন -
(a) প্রখ্যাত লেখক প্রায়ত ড. হুমায়ন আহমেদ
(b) প্রায়ত জাতীয় অধ্যাপক কবীর চৌধরী
(c) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) প্রধান সৈয়দা রিজওয়ান হাসান
(d) সাবেক TIB প্রধান মরহুম অধ্যাপক মোজাফফ্ আহম্মদ
Ans. c
9. Which one is the right preposition?
The helicopter is hovering ____ the trees.
(a) on
(b) over
(c) between
(d) of
Ans. b
10. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরম পত্র পাঠ করতেন -
(a) আব্দুল গাফফার চৌধুরী
(b) সুনীল গঙ্গোপাধ্যায়
(c) এম. আর. আখতার মুকুল
(d) তোফায়েল আহম্মেদ
Ans. c
11. একটি বাঁশের অর্ধাংশ মাটির নিচে, এক-তৃতীয়াংশ পানির মধ্যে এবং ২ মিটার পানির উপরে, বাঁশটির দৈর্ঘ্য কত?
(a) 12 মিটার
(b) 10 মিটার
(c) 9 মিটার
(d) 16 মিটার
Ans. a
12. x>y এবং z<0 হলে, নিন্মের কোনটি সঠিক?
(a) xz > yz
(b) x z > y z
(c) z x < z y
(d) xz < yz
Ans. d
13. Which one is not an infinitive pronoun?
(a) Today
(b) One day
(c) Some day
(d) Anyday
Ans. a
14. আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত?
(a) জেনেভা
(b) নিউইয়র্ক
(c) হেগ
(d) প্যারিস
Ans. c
15. What is the meaning of the word ‘Viva-voce’?
(a) Face to face
(b) Interview
(c) Examination
(d) Orally
Ans. d
16. ‘বখতিয়ারের ঘোড়া’ কোন শ্রেণী রচনা?
(a) ইতিহাস
(b) কাব্য
(c) উপন্যাস
(d) রূপকথা
Ans. b
17. Fill in the blank with appropriate word:
She ____ the dreams of her parents.
(a) fulfill
(b) fulfilled
(c) fulfilling
(d) was fulfilling
Ans. b
18. ‘বরফ গলা নদী’ উপন্যাসটির রচয়িতা -
(a) ড. হুমায়ন আহমেদ
(b) জহির রায়হান
(c) শহীদ অধ্যাপক মুনির চৌধুরী
(d) হাসান হাফিজুর রহমান
Ans. b
19. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাট্যের মৌল বিষয় কি?
(a) মুক্তিযুদ্ধ
(b) গৃহযুদ্ধ
(c) বিশ্বযুদ্ধ
(d) ভাষা আন্দোলন
Ans. a
20. বাংলাদেশের সশস্ত্র বাহিনী প্রধান -
(a) রাষ্ট্রপতি
(b) প্রধানমন্ত্রী
(c) সেনাবাহিনী প্রধান
(d) স্বরাষ্ট্রমন্ত্রী
Ans. a
21. The antonym of sentimental is -
(a) emotional
(b) cynical
(c) sloppy
(d) sympathetic
Ans. b
22. বঙ্গবন্ধুর ঐতিহাসিক উক্তির শূন্যস্থানটি পূরণ করুন:
“রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো তবুও এ দেশের মানুষকে..........।”
(a) স্বাধীনতা দেব
(b) মুক্ত করবো
(c) মুক্ত করবো ইনশাল্লাহ
(d) মুক্তি সংগ্রাম শিখাব
Ans. c
23. নিচের কোনটি মূলদ সংখ্যা?
(a) ∛8
(b) √2
(c) ∛7
(d) √5 4
Ans. a
24. Edmund Spenser is a-
(a) scientist
(b) poet
(c) critic
(d) dramatist
Ans. b
25. ‘তামার বিষ’ অর্থ কী?
(a) মোসহেবী
(b) শ্রমবিমুখ
(c) হৃতাবশিষ্ট
(d) অর্থের কুপ্রভাব
Ans. d
26. Which one is the right spelling?
(a) Magnanimous
(b) Maganimous
(c) Megnanimus
(d) Magnanimuis
Ans. a
27. মানুষের শরীরে কতগুলো হাড় রয়েছে?
(a) ২১০ টি
(b) ২০৯ টি
(c) ২০০ টি
(d) ২০৬ টি
Ans. d
28. ঢাকার বড় কাটরা নির্মাণ করেছেন -
(a) সম্রাট আওঙ্গজের
(b) শাহ সুজা
(c) শাহ আলম
(d) শায়েস্তা খান
Ans. b
29. ‘কার্তুজ’ কোন ভাষার শব্দ কোনটি?
(a) ইংরেজী
(b) ফরাসি
(c) জার্মান
(d) চীনা
Ans. b
30. Which one of the following word is a verb?
(a) Penance
(b) Penetrate
(c) Pensive
(d) Pendant
Ans. b
31. মহাকাব্য ‘শাহনামা’র রচিয়তা-
(a) ওমর খৈয়াম
(b) ফেরদৌসী
(c) আবুল ফজল
(d) শেখ সাদী
Ans. b
32. কৃত্রিম উপায়ে তৈরি করা মৌলিক পদার্থের সংখ্যা কতটি?
(a) ৫ টি
(b) ১১ টি
(c) ৬ টি
(d) ১৯ টি
Ans.
33. মানবদেহে পানি পরিমাণ -
(a) ৫০%
(b) ৭০%
(c) ৩০%
(d) ২৬%
Ans. b
34. ‘সুমানি’ সৃষ্টি হয়-
(a) সমুদ্রে প্রবল জোয়ারের ফলে
(b) সমুদ্রের তলদেশে অনেক গভীর ভূ-কম্পনে ফলে
(c) জলোচ্ছাসের কারণে
(d) সাইক্লোনি বা হ্যারিকেনের কারণে
Ans. b
35. পানিতে শব্দের বেগ বায়ুর তলনায় কত গুণ বেশি?
(a) প্রায় আড়াই গুণ
(b) প্রায় তিন গুণ
(c) প্রায় সাড়ে চার গুণ
(d) প্রায় সাড়ে পাঁচ গুণ
Ans. c
36. Beowulf is -
(a) an epic poem
(b) an elegy
(c) a novel
(d) a burlesque
Ans. a
37. বর্তমান জাতীয় সংসদ ভবনের নকশা প্রস্তুত করেছিলেন-
(a) লুই আইকান
(b) এফ আর খান
(c) মোহাম্মদ আইয়ুব খান
(d) সৈয়দ মাইনুল হোসেন
Ans. a
38. পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
(a) ৯
(b) ১০
(c) ১
(d) -১
Ans. c
39. বাংলা সাহিত্যে ছন্দের যাদুকর বলে খ্যাত কে?
(a) সত্যেন্দ্রনাথ দত্ত
(b) মাইকেল মধুসূদন দত্ত
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) শামসুর রাহমান
Ans. a
40. শ্রীচৈত্যদেব কেন বিখ্যাত?
(a) বৈষ্ণব ধর্মের প্রবর্তক
(b) সভাকবি
(c) কাব্যস্রষ্টা হিসেবে
(d) অনুবাদক
Ans. a
41. পদ্মের সমার্থক শব্দ কোনটি?
(a) মনসিজ
(b) জলধর
(c) অরবিন্দ
(d) অঞ্জন
Ans. c
42. Which one of the following word is an adjective?
(a) Freedom
(b) Cheerful
(c) Beautify
(d) Attentively
Ans. b
43. পুঁথি সাহিত্যের আদি কবি কে?
(a) সৈয়দ হামজা
(b) আলাওল
(c) শাহ গরীবুল্লাহ
(d) শাহ মুহাম্মদ সগীর
Ans. c
44. ‘রাজবন্দীর জবাবন্দী’ কী ধরনের রচনা?
(a) প্রবন্ধ
(b) গল্প
(c) নাটক
(d) উপন্যাস
Ans. a
45. ƒ(x)= x² + 1 x - 1 - 1 হলে, নিন্মের কোনটি সঠিক?
(a) ƒ(0)= ∞
(b) ƒ(1)= -1
(c) ƒ(1)= 0
(d) ƒ(-1)= - 1
Ans. d
46. মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কী?
(a) চতুদর্শপদী কবিতা
(b) চর্যাপদ
(c) ছোটগল্প
(d) মঙ্গলকাব্য
Ans. d
47. বাংলাদেশের ফৌজদারী ও দেওয়ানী আদালত সমূহ কোন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত?
(a) জনপ্রশাসন
(b) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়
(c) স্বরাষ্ট্র মন্ত্রণালয়
(d) কোনো মন্ত্রণালয়ের অধীনে নয়
Ans. b
48. Which of the following is an adjective word?
(a) Diploma
(b) Diplomacy
(c) Diplomatic
(d) Diplomat
Ans. c
49. আলাউদ্দীন হুসেন শাহ বাংলা সাহিত্যে কী কারণে খ্যাতিমানা?
(a) শাসনকর্তা হিসেবে
(b) বাংলা ভাষার স্কুল প্রতিষ্ঠার জন্য
(c) অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য
(d) সালতানাৎ প্রতিষ্ঠার জন্য
Ans. c
50. ‘বন্দী শিবির থেকে’ এর বন্দী কে?
(a) শামসুর রাহমান
(b) সৈয়দ শামসুল হক
(c) শামসুল ইসলাম
(d) শমসের আলী
Ans. a
51. কে বাংলা ভাষার কবি নন?
(a) জ্ঞানদাস
(b) জয়দেব
(c) মুকুন্দরাম
(d) চণ্ডীদাস
Ans. b
52. Which of the following is an uncountable noun?
(a) Pen
(b) Shirt
(c) Book
(d) Food
Ans. d
53. ঐতিহাসিক ৬ দফা প্রণয়ন হয়েছিল -
(a) ১৯৬২ সালে
(b) ১৯৬৬ সালে
(c) ১৯৬৯ সালে
(d) ১৯৭০ সালে
Ans. b
54. Bread and butter ____ my favourite breakfast.
(a) is
(b) are
(c) were
(d) have been
Ans. a
55. A = 45° হলে, 1- tan²A 1 + tan²A = কত?
(a) 1
(b) 1 2
(c) 0
(d) 2
Ans. c
56. মাইকেল মধুসূদন দত্তের রচনা কোনটি?
(a) রাজমোহনস ওয়াইফ
(b) দ্য ওয়াইফ ল্যান্ড
(c) ক্যাপটিভ লেভী
(d) ল্যাবরেটরী
Ans. c
57. বর্তমানে আইসিসির প্রেসিডেন্ট (ICC President) – (২০১৩ সাল)
(a) লোটাস কামাল
(b) অ্যালান আইজাক
(c) শারদ পাওয়ার
(d) ম্যালকম গ্রে
Ans. b
58. যা পূর্বে ছিল এখন নাই -
(a) অভূতপূর্ব
(b) অদৃশ্যপূবৃ
(c) ভূতপূর্ব
(d) অদৃষ্টরহিত
Ans. c
59. ‘আগুনে পরশমুণি’ গ্রন্থটির চলচ্চিত্রায়নের ফুটে উঠেছে -
(a) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি বাস্তব খণ্ড চিত্র
(b) ১৯৬৯ এর গণ অভুত্থ্যানের বিজয় চিত্র
(c) মানুষের চাওয়া-পাওয়া ক্ষুদ্র চিত্র
(d) লোভ- লালসার নিন্দনীয় চিত্র
Ans. a
60. Which is the right spelling?
(a) Conoiseur
(b) Connoisur
(c) Conoisur
(d) Connoisseur
Ans. d
61. ‘স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না’- কোন কারকে কী বিভক্তি?
(a) কর্মে ষষ্ঠী
(b) করণে তৃতীয়া
(c) অপাদানে সপ্তমী
(d) অধিকরণে শূন্য
Ans. c
62. অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি?
(a) অহিনকুল
(b) আমরা
(c) উপকূল
(d) বহুব্রীহি
Ans. c
63. ‘Hamlet’ was written by-
(a) Milton
(b) Marlowe
(c) Hardy
(d) Shakespeare
Ans. d
64. বাংলাদেশ কোন সংস্থাটির সদস্য নয়?
(a) OPEC
(b) IMF
(c) ILO
(d) OIC
Ans. a
65. হিমোগ্লোবিন কী জাতীয় পদার্থ?
(a) আমিষ
(b) স্নেহ
(c) আয়োডিন
(d) লৌহ
Ans. a
66. জাতিসংঘের সদস্য দেশের সংখ্যা – (২০১৩ সাল পর্যন্ত)
(a) ১২৪ টি
(b) ১৪১ টি
(c) ১৯৩ টি
(d) ১৪৯ টি
Ans.
67. আমাদের শরীরের কোনো স্থানে কেটে গেলে রক্তের কোন উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?
(a) এলবোমিন
(b) ফাইব্রিনোজেন
(c) অক্সিহিমোগ্রোবিন
(d) হরমোন
Ans. b
68. ‘একুশে ফ্রেরুয়ারি’ কী ধরনের রচনা?
(a) দলিলুপত্র
(b) রচনাবলী
(c) বায়ান্নর প্রবন্ধবলী
(d) কবিতা সংকলন
Ans. d
69. তৃষ্ণার্ত – সন্ধি বিচ্ছেদ কোনটি?
(a) তৃষ্ণা+আর্ত
(b) তৃষ্ণা+ঋত
(c) তৃষ্ণা+ষর্ত
(d) তৃষ্ণা+রিত
Ans. b
70. I (to live) here is since 1988.
(a) live
(b) am living
(c) lived
(d) have been living
Ans. d
71. মূলবিন্দু O এবং P = (x, y) হলে, OP = কত?
(a) x² + y²
(b) x² + y²
(c) (x + y) ²
(d) x + y
Ans. b
72. কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ -এর বর্গ হবে?
(a) ১৬
(b) ২৫
(c) ৩৬
(d) ৯
Ans. c
73. 4x+2y=20 সমীকরণের কতটি সমাধান আছে?
(a) একটিও না
(b) মাত্র একটি
(c) দুইটি
(d) অসীম সংখ্যাক
Ans. d
74. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি?
(a) নেপাল
(b) ভুটান
(c) ভারত
(d) সোভিয়েত ইউনিয়ন
Ans. c
75. ডেঙ্গু জ্বরের বাহক মশা-
(a) Anopheles
(b) Aedes
(c) Culex
(d) Culiseta
Ans. b
76. ‘বটতলার উপন্যাস’ - এর লেখক কে?
(a) রাজিয়া খান
(b) সেলিনা হোসেন
(c) রাজিয়া মজিদ
(d) সেলিনা বাহার জামান
Ans. a
77. সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?
(a) লৌহ
(b) ইস্পাত
(c) হীরক
(d) পাথর
Ans. c
78. পৃথিবীর কেন্দ্র g-এর মান কত?
(a) ৯.৮ মি./সে.²
(b) ৯৩৬ মি./সে.²
(c) ০ মি./সে.²
(d) ৮.৯ মি./সে.²
Ans. c
79. log2√5400 এর মান নিম্নের কোনটি?
(a) 4
(b) 5
(c) 25
(d) 50
Ans. a
80. The word ‘Bona-fide’ is similar to -
(a) authentic
(b) counterfeit
(c) candid
(d) capable
Ans. a
81. The plural form of the word sheep is -
(a) sheeps
(b) sheep
(c) sheepes
(d) ships
Ans. b
82. Riding a horse he went to a distant place. Here riding is -
(a) gerund
(b) verbal noun
(c) gerundial infinitive
(d) present participle
Ans. d
83. যদি ‘+’ অর্থ বিয়োগ ‘-’ অর্থ গুণ, ‘×’ অর্থ ভাগ এবং ‘÷’ অর্থ যোগ হয়, তবে
৫ – ৫ +৫ ÷ ৫ × ৫ = ?
(a) ৪১
(b) ৫০
(c) ১৬
(d) ২১
Ans. d
84. বাংলাদেশের চেতনার প্রবাহরীতির উপন্যাস কে লিখেছেন?
(a) জহির রায়হান
(b) সৈয়দ ওয়ালীউল্লাহ
(c) শওকত ওসমান
(d) কায়েস আহমদ
Ans. a
85. A fish out of water means -
(a) aimlessly
(b) indescribable
(c) in an uneasy state
(d) without stopping
Ans. c
86. মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতীর পিতার নাম কি?
(a) বিদ্যাপতি
(b) মুকুন্দরাম
(c) দ্বিজ বংশীদাস
(d) দ্বিজ চন্ডীদাস
Ans. c
87. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোটগল্প কোনটি?
(a) ভিখারিনী
(b) ছুটি
(c) সমাপ্তি
(d) অপরিচিতা
Ans. a
88. What is the noun word for ‘waste’?
(a) Waste
(b) Wasting
(c) Wasteful
(d) Wastage
Ans. d
89. ময়ূর সিংহাসন নির্মাণ করেন-
(a) সম্রাট শাহজাহান
(b) তুঘলোক
(c) সম্রাট আকবর
(d) আওরঙ্গজেব
Ans. a
90. উপজেলা পদ্ধতি চালু হয় -
(a) ১৯৮২ সালে
(b) ১৯৮৩ সালে
(c) ১৯৮৫ সালে
(d) ১৯৮০ সালে
Ans. b
91. ‘কেরী সাহেবের মুন্সী’ কার লেখা?
(a) মন্মথ রায়
(b) মনীশ ঘটক
(c) প্রমথনাথ বিশী
(d) শিব্রাম
Ans. c
92. ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া প্রথম বাঙালি সাঁতারু-
(a) ব্রজেন দাশ
(b) আবদুল মালেক
(c) অরুণ নদী
(d) আবু সাঈদ
Ans. a
93. What is the right preposition of the sentence “He spent all the day ____ his room”?
(a) into
(b) in
(c) to
(d) with
Ans. b
94. কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিম্নের কোনটি হলে, একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে?
(a) ৬ : ৫ : 4
(b) 3 : 4 : 5
(c) 12 : 8 : 4
(d) 6 : 4 : 3
Ans. b
95. পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী -
(a) আমজান
(b) নীলনন্দ
(c) মিসিসিপি
(d) মেকং
Ans. b
96. ∫ x -1 dx = কত
(a) ∞
(b) lnx
(c) x°
(d) ln|x|
Ans. b
97. FREEDOM শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?
(a) 7! 2!
(b) 7! 5!
(c) 5! 2!
(d) 7! 2! 5!
Ans. a
98. What one of the following word ‘defraud’?
(a) Defray
(b) Cheat
(c) Debunk
(d) Fraudulently
Ans. b
99. John Keats is a-
(a) poet
(b) dramatist
(c) artist
(d) noun
Ans. a
100. বাংলাদেশের উৎপাদিত রাসায়নিক সার এর কাঁচামাল -
(a) প্রাকৃতিক গ্যাস
(b) LNG
(c) বিটুমিনাস কয়লা
(d) খনিজ তেল
Ans. a