Read টেলিযোগাযোগ মন্ত্রণালয় সহকারী পরিচালক (আইন) ২০১৩ Exam
1. Adverse witness হলো-
(a) প্রতিকূল সাক্ষী
(b) যে পক্ষ আহবান করেন এবং সাক্ষী তার বিরুদ্ধে বলে
(c) হোস্টাইল সাক্ষী
(d) সবগুলো
Ans. b
2. ১২ জন শ্রমিক ৩ দিনে ৭২ টাকা আয় করে। তবে ৯ জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে-
(a) ৫ দিনে
(b) ৪ দিনে
(c) ৬ দিনে
(d) ৩ দিনে
Ans. b
3. ‘Ground noun’ তত্ত্বের প্রবক্তা হলেন -
(a) অস্টিন
(b) কেলজন
(c) হল্যান্ড
(d) সালমন্ড
Ans. b
4. ‘Constitution Law of Bangladesh’ - এর রচয়িতা হলেন-
(a) মাহমুদুল ইসলাম
(b) সাহাবুদ্দীন আহমেদ
(c) ব্যারিস্টার আ. হালিম
(d) মো. জসিম আলী
Ans. a
5. ৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যা-
(a) ৫
(b) ৩
(c) ৭
(d) ৪
Ans. d
6. What is the noun of the word ‘Heart’?
(a) Heart
(b) Hearten
(c) Heartening
(d) Heartful
Ans. c
7. ‘May Allah help you’- what kind of sentence is this?
(a) Optative
(b) Imperative
(c) Assertive
(d) Exclamatory
Ans. a
8. ১, ৩, ৬, ১০, ১৫, ২১, ....... ধারাটির দশম পদ-
(a) ৪৫
(b) ৫৫
(c) ৬২
(d) ৬৫
Ans. b
9. √3 × √5 4
(a) 30
(b) 60
(c) 225
(d) 15
Ans. c
10. বাংলাদেশে তথ্য অধিকার আইন পাস হয়-
(a) ২৯ মার্চ ২০০৯
(b) ২২ মার্চ ২০০৯
(c) ২৭ মার্চ ২০০৯
(d) ২১ মার্চ ২০০৯
Ans. a
11. x + y = 8, x – y = 6 হলে, x² + y² = কত?
(a) 40
(b) 60
(c) 50
(d) 80
Ans. c
12. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন (ইমপিচমেন্ট) সম্ভব?
(a) ৫১ অনুচ্ছেদ
(b) ৫২ অনুচ্ছেদ
(c) ৫৩ অনুচ্ছেদ
(d) ৫৪ অনুচ্ছেদ
Ans. b
13. মৌলিক অধিকার লঙ্ঘন হলে সংবিধানের কোন ধারায় মামলায় ক্ষমতা দেয়া আছে?
(a) ধারা ৪৪ এ
(b) ধারা ৪৭ এ
(c) ধারা ১০২ এ
(d) ধারা ১০৩ এ
Ans. a
14. আধুনিক আন্তর্জাতিক আইনের ‘জনক’ বলা হয়-
(a) আব্রাহাম লিংকন
(b) হুগো গ্রসিয়াস
(c) লুই জেফারসন
(d) মার্টিন লুথার কিং
Ans. b
15. A rolling strong gathers no moss. What is ‘rolling’?
(a) Gerund
(b) Participle
(c) Adjective
(d) Verb Noun
Ans. b
16. উপজাতীয় সাংস্কৃতিক একাডেমী কোথায় অবস্থিত?
(a) দিনাজপুর
(b) নেত্রকোনা
(c) নওগাঁ
(d) পার্বত্য চট্টগ্রাম
Ans. b
17. পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স-
(a) ৯ বছর
(b) ১৪ বছর
(c) ১৫ বছর
(d) ১৮ বছর
Ans. d
18. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৮ কিমি ও ৬ কিমি। নদীপথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-
(a) ১০ ঘন্টা
(b) ৫ ঘন্টা
(c) ৬ ঘন্টা
(d) ৮ ঘন্টা
Ans. c
19. ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে-
(a) ৯টি
(b) ১০টি
(c) ১১টি
(d) ১২টি
Ans. d
20. অপরাধ বলতে বুঝায় -
(a) আইন দ্বারা নিষিদ্ধ কর্ম সম্পাদন
(b) অপরের জন্য ক্ষতিকর কর্ম
(c) পূর্ব পরিকল্পিত ক্ষতিকর কর্ম সম্পাদন
(d) সবগুলো সঠিক
Ans. a
21. কততম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রায়ন করা হয়?
(a) ৭ম সংশোধনীর মাধ্যমে
(b) ৮ম সংশোধনীর মাধ্যমে
(c) ৯ম সংশোধীয়র মাধ্যমে
(d) ১০ সংশোধনীর মাধ্যমে
Ans. b
22. সাংবিধানিক সার্বভৌমত্বের বৈশিষ্ট্য হলো -
(a) লিখিত সংবিধান
(b) পার্লামেন্ট সংবিধান কর্তৃক সৃষ্ট হবে
(c) নিরপেক্ষ ও স্বাধীন আদালত থাকবে যা পার্লামেন্ট কর্তৃক পাসকৃত আইনের বৈধতা যাচাই করবে
(d) সবগুলো সঠিক
Ans. d
23. একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত?
(a) ২ লিটার
(b) ৪ লিটার
(c) ৬ লিটার
(d) ১০ লিটার
Ans. a
24. Which is the noun of the word ‘Beautiful’?
(a) Beautiful
(b) Beauty
(c) Beautifully
(d) Beauteous
Ans. b
25. কোন সংখ্যার অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির অংশ হবে, সংখ্যাটি কত?
(a) ৫৩
(b) ৬৩
(c) ৩৬
(d) ৩৬৫
Ans. c
26. কোনটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়?
(a) IBRD
(b) ICAO
(c) WTO
(d) ILO
Ans. c
27. দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর ৪৭
(a) ২১ এবং ২২
(b) ২২ এবং ২৩
(c) ২৩ এবং ২৪
(d) ২৪ এবং ২৫
Ans. c
28. বাংলাদেশ সংবিধানের কত ধারায় মৌলিক অধিকার বলৎকরণ সম্পর্কে বলা আছে?
(a) ৩৯ ধারায়
(b) ৪৩ ধারায়
(c) ৪৪ ধারায়
(d) ৪৫ ধারায়
Ans. c
29. ‘Amicus Curiae’ অর্থ?
(a) আদালতের বন্ধু
(b) আদালতের পরামর্শদাতা
(c) আদালতের পণ্ডিতবর্গ
(d) আইন পণ্ডিত
Ans. a
30. Who, What, Which are -
(a) Demonstrative pronoun
(b) Relative pronoun
(c) Reflexive
(d) Indefinite pronoun
Ans. b
31. Choose the correct sentence.
(a) Rich is not always happy.
(b) The rich is not always happy.
(c) The rich is not happy always.
(d) The rich is not always happy.
Ans. d
32. দণ্ডবিধির কোন ধারায় গ্রেফতারকৃত ব্যক্তিকে চব্বিশ ঘন্টার বেশি আটক রাখা যাবে না উল্লেখ আছে?
(a) ৬০ ধারায়
(b) ৬১ ধারায়
(c) ১৬৭ ধারায়
(d) ৬২ ধারায়
Ans. b
33. Choose the correct sentence.
(a) Let him and you be witnesses
(b) Let you and him be witnesses
(c) Let you and he be withnesses
(d) Let you and he be witnesses
Ans. b
34. ‘মানবাধিকার’ বিষয়টি বিশ্বজনীন হয়-
(a) জাতিসংঘ প্রতিষ্ঠার মাধ্যমে
(b) ১৯৪৮ সালে সার্বজনীন মানবাধিকার ঘোষণার মাধ্যমে
(c) আন্তর্জাতিক মানবাধিকার বিল প্রতিষ্টার মাধ্যামে
(d) সবগুলো সঠিক
Ans. b
35. What is the verb of the word `Shortly`?
(a) Short
(b) Shorter
(c) Shorten
(d) Shortness
Ans. c
36. সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য কতজন?
(a) চারজন
(b) সাতজন
(c) নয়জন
(d) ছয়জন
Ans.
37. বাংলাদেশে মানি লন্ডারিং বিল কবে পাস হয়?
(a) ৭ এপ্রিল ২০০২
(b) ৭ এপ্রিল ২০০০
(c) ৭ এপ্রিল ২০০১
(d) ৭ এপ্রিল ২০০৩
Ans. a
38. ‘আন্তর্জাতিক শিশু অধিকার সনদ গ্রহীত হয়-
(a) ১৯৮৯ সালে
(b) ১৯৯০ সালে
(c) ২০০০ সালে
(d) ২০০১ সালে
Ans. a
39. বাংলাদেশের নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ স্বাধীন হয়-
(a) ১ অক্টোবর ২০০৭
(b) ১ নভেম্বর ২০০৭
(c) ২০ অক্টোবর ২০০৭
(d) ২০ নভেম্বর ২০০৭
Ans. b
40. He has been ill ____ Friday last. Fill in the blank:
(a) since
(b) in
(c) from
(d) on
Ans. a
41. What is the synonym of ‘delude’?
(a) Demand
(b) Permit
(c) Aggravate
(d) Deceive
Ans. d
42. ‘Justice delayed is denied’ was stated by -
(a) Disraeli
(b) Emerson
(c) Gladstone
(d) Shakespeare
Ans. c
43. ‘Out and out’ means-
(a) Not at all
(b) Thoroughly
(c) To be last
(d) Man of outside
Ans. b
44. যদি P একটি মৌলিক সংখ্যা হয় তবে √P
(a) একটি স্বাভাবিক সংখ্যা
(b) একটি পূর্ণ সংখ্যা
(c) একটি মূলদ সংখ্যা
(d) একটি অমূলক সংখ্যা
Ans. d
45. টাকায় ৩টি করে কিনে ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ?
(a) ৫০%
(b) ৩০%
(c) ৩৩%
(d) ৩১%
Ans. a
46. কোনো ব্যক্তির জবানবন্দি রেকর্ড করা হয়-
(a) ১৫৪ ধারায়
(b) ১৬৪ ধারায়
(c) ১৫৮ ধারায়
(d) ১০১ ধারায়
Ans. b
47. বাংলাদেশের সংবিধানের কত ধারায় আইনের সংজ্ঞা দেয়া হয়েছে?
(a) ১০৭ ধারায়
(b) ৮২ ধারায়
(c) ১৫২ ধারায়
(d) ১৫৩ ধারায়
Ans. a
48. Choose the correct sentence.
(a) The matter was informed to the police.
(b) The matter has been informed to the police.
(c) The police was informed of the matter.
(d) The police were informed of the matter.
Ans. d
49. What is the noun of the word ‘Waste’?
(a) Waste
(b) Wasting
(c) Wastage
(d) Wasteful
Ans. c
50. সংবিধানের কোন অনুচ্ছেদে ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ কবিরেন’ বলা আছে?
(a) ১০ অনুচ্ছেদে
(b) ২৮(২) অনুচ্ছেদে
(c) ২১ অনুচ্ছেদে
(d) ২৭ অনুচ্ছেদে
Ans. b
51. ‘Agent’ হিসেবে নিয়োগ পেতে পারে-
(a) ১৮ বছরের ঊর্ধ্বে ব্যক্তি
(b) যে কোনো ব্যক্তি
(c) চুক্তি সম্পাদনের ক্ষমতা রাখে যদি
(d) কেবল পরিচিতি ব্যক্তি
Ans. b
52. দণ্ডবিধির কত ধারায় জালিয়াতি অপরাধের শাস্তির বিধঅন উল্লেখ আছে?
(a) ৪৫৬ ধারায়
(b) ৪৬৪ ধারায়
(c) ৪৬৫ ধারায়
(d) ৪৫৮ ধারায়
Ans. c
53. সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় ‘বাধ্যতামূলক নিষেধাজ্ঞা’ সম্পর্কে বলা হয়েছে?
(a) ৫০ ধারায়
(b) ৫৩ ধারায়
(c) ৫৫ ধারায়
(d) ৫৭ ধারায়
Ans. c
54. ‘Void contract’ বলতে বুঝায় -
(a) বাতিল চুক্তি
(b) সর্বদাই বাতিল চুক্তি
(c) চুক্তি সম্পাদনের পর বিশেষ কারণে বাতিল চুক্তি
(d) সবগুলো সঠিক
Ans. a
55. ক এবং খ একত্রে মিলে একটি কাজ ১২ দিনের করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে, খ একা কাজটি পারবে-
(a) ২৫ দিনে
(b) ৩০ দিনে
(c) ৩৫ দিনে
(d) ৪০ দিনে
Ans. b
56. Choose the correct sentence.
(a) He had been hanged for murder.
(b) He was been hanged for murder.
(c) He was hanged for murder.
(d) He was hanged of murder.
Ans. c
57. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-
(a) ৩
(b) ২২
(c) ২৫
(d) প্রায় ৫
Ans. b
58. বাংলাদেশে রাষ্ট্রধর্ম ‘ইসলাম’ কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে প্রণীত হয়?
(a) ৪র্থ সাংবিধানিক সংশোধন
(b) ৮ম সাংবিধানিক সংশোধন
(c) ৬ষ্ঠ সাংবিধানিক সংশোধন
(d) ১০ম সংশোধনীর মাধ্যমে
Ans. b
59. কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?
(a) সরকারি কর্মকমিশন
(b) জাতীয় মানবাধিকার কমিশন
(c) নির্বাচন কমিশন
(d) মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
Ans. b