Read প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হিসাব সহকারী ২০১৩ Exam
1. যা বলা হয়নি-এক কথায় হবে-
(a) অভব্য
(b) অনুক্ত
(c) গোপনীয়
(d) অবাচ্য
Ans. b
2. সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়-
(a) ১৯৫৭
(b) ১৮৫৭
(c) ১৭৫৭
(d) ১৯৪৭
Ans. b
3. ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যার যোগফল-
(a) ৪৯৯৯
(b) ৫৫০১
(c) ৫০৫০
(d) ৫০০১
Ans. c
4. কোনটি শুদ্ধ বানান?
(a) বিভিষীকা
(b) বিভীষিকা
(c) বীভিষিকা
(d) বীভিষীকা
Ans. b
5. মৃতের মতো অবস্থা যার-
(a) জীবন্মৃত
(b) মুমূর্ষু
(c) মৃতবৎ
(d) আনমনা
Ans. b
6. ‘কবর’ নাটকের রচয়িতা হচ্ছেন-
(a) জসীমউদ্দীন
(b) মুনীর চৌধুরী
(c) কাজী নজরুল ইসলাম
(d) জহির রায়হান
Ans. b
7. ১০১৮ সালের বিশ্বকাপ ফুটবল হবে-
(a) রাশিয়া
(b) ব্রাজিল
(c) কাতার
(d) আর্জেন্টিনা
Ans. a
8. পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন-
(a) আমাজান
(b) সুমাত্রা
(c) সুন্দরবন
(d) মধুপুর গড়
Ans. c
9. বাংলা ভাষায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
(a) ৮টি
(b) ৯টি
(c) ১০টি
(d) ৭টি
Ans. a
10. মিগ-২১ কোন দেশের যুদ্ধ বিমান?
(a) চীন
(b) রাশিয়া
(c) আমেরিকা
(d) ব্রিটেন
Ans. b
11. `Tolerance` means-
(a) allowing others
(b) disagreements
(c) a quality of kindness
(d) Patience
Ans. d
12. ৪৮ কোন সংখ্যার ৬০%-
(a) ৫০
(b) ৬০
(c) ৭০
(d) ৮০
Ans. d
13. My brother joined ____ Army.
(a) the
(b) a
(c) an
(d) যে কোনোটি
Ans. a
14. সোনারগাঁও-এর পূর্ব নাম ছিল-
(a) চীন
(b) রাশিয়া
(c) সুবর্ণগ্রাম
(d) সুধারাম
Ans. c
15. কোনটি ক্ষুদ্রতম-
(a) ডেসিমিটার
(b) সেন্টিমিটার
(c) ডেকামিটার
(d) হেক্টোমিটার
Ans. b
16. Autonym of `persuade`
(a) dissuade
(b) argue
(c) influence
(d) agree
Ans. a
17. কোন বানানটি সঠিক-
(a) Millanium
(b) Millaniem
(c) Millanniem
(d) Millennium
Ans. d
18. কোন চতুর্ভুজের কোণগুলো সমান, বাহুগুলো অসমান-
(a) আয়তক্ষেত্র
(b) রম্বস
(c) সামান্তরিক
(d) বর্গক্ষেত্র
Ans. a
19. আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত-
(a) ১০:৮
(b) ৯:৬
(c) ১০:৬
(d) ১১:৬
Ans. c
20. কোনটি ৩৫÷ কোণের পূরক কোণ-
(a) ১৫৫÷
(b) ৫৫÷
(c) ২৫৫÷
(d) ১২৫÷
Ans. b
21. জাতীয় গাছ কোনটি?
(a) কাঁঠাল
(b) জাম
(c) আম
(d) সেগুন গাছ
Ans. c
22. ১ মেট্রিক টন=
(a) ১২০০ কেজি
(b) ১০৫০ কেজি
(c) ১০০০ কেজি
(d) ১৫০০ কেজি
Ans. c
23. `Plan`-এর past tense কোনটি?
(a) pland
(b) planed
(c) planted
(d) planned
Ans. d
24. পানিবাহিত রোগ কোনটি?
(a) কলেরা
(b) যক্ষ্মা
(c) ডেঙ্গু
(d) ফ্লু
Ans. a
25. Gigantic এর synonym-
(a) Small
(b) Little
(c) Short
(d) Large
Ans. d
26. ‘দিগন্ত’-এর সন্ধি বিশ্লেষণ-
(a) দিক্+অন্ত
(b) দিগ্+অন্ত
(c) দি+অন্ত
(d) দিখ্+অন্ত
Ans. a
27. a+b=5, a-b=3, হলে ab এর মান কত?
(a) 2
(b) 4
(c) 5
(d) 3
Ans. b
28. কোনটির পরে singular verb বসে?
(a) Somebody
(b) Nobody
(c) No one
(d) সবকটির পরে
Ans. d
29. পাতার ক্লোরোফিল সহায়তা করে-
(a) খাদ্য তৈরিতে
(b) শ্বসন প্রক্রিয়ায়
(c) পরাগায়নে
(d) বংশ বৃদ্ধিতে
Ans. a
30. I kept the pencil ____ the pencil box.
(a) inside
(b) into
(c) of
(d) to
Ans. a
31. Put some sugar _____ the tea.
(a) into
(b) upon
(c) in
(d) by
Ans. c
32. `Old` এর Superlative degree-
(a) latest
(b) oldest
(c) eldest
(d) oldest/eldest
Ans. d
33. `Black sheep` means-
(a) wicked man
(b) big sheep
(c) black colour sheep
(d) costly sheep
Ans. a
34. কাজী নজরুল ইসলামের জন্মসন-
(a) ১৮৬১
(b) ১৮৭৬
(c) ১৮৯৯
(d) ১৮৮৬
Ans. c
35. কোনটি রবীন্দ্রনাথের রচিত নাটক?
(a) চোখের বালি
(b) বলাকা
(c) ঘরে-বাইরে
(d) রক্তকরবী
Ans. d
36. He died _____ heart attack.
(a) for
(b) from
(c) of
(d) by
Ans. c
37. ঘোড়া গাড়ি টানে। এখানে ‘গাড়ি’-
(a) কর্মকারক
(b) কর্তৃকারক
(c) করণ কারক
(d) অপাদান কারক
Ans. a
38. কোনটি Collective Noun নয়?
(a) Cattle
(b) Police
(c) Audience
(d) City
Ans. d
39. ব্যঞ্জনবর্ণের সংখ্যা কয়টি?
(a) ৩৭
(b) ৩৯
(c) ৩১
(d) ৩৫
Ans. b
40. The old man ____ last Monday.
(a) has died
(b) dead
(c) died
(d) had died
Ans. c
41. পদ্মার শাখা নদী হচ্ছে-
(a) মধুমতী
(b) গোমতী
(c) করতোয়া
(d) হালদা
Ans. a
42. ‘আমড়া কাঠের ঢেঁকি’ বলতে বুঝায়-
(a) চাটুকার
(b) অপদার্থ
(c) অলস
(d) অকালপক্ব
Ans. b
43. যা কোথাও উঁচু কোথাও নিচু-
(a) বন্ধুর
(b) বর্ধিষ্ণু
(c) প্রত্যুদ্গমন
(d) মেদুর
Ans. a
44. বাংলা গদ্যের জনক-
(a) সুকুমার রায়
(b) বিভূতিভূষণ
(c) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(d) রামমোহন রায়
Ans. c
45. ১ (এক) বিলিয়ন-
(a) ১০০ কোটি
(b) ১০ কোটি
(c) ১০০০ কোটি
(d) ১৫০ কোটি
Ans. a
46. ০.০৯ ÷ ১০=
(a) .৯
(b) .০৯
(c) .০০৯
(d) ০.৯০
Ans. c
47. ‘হ্যামলেট’ নাটকের রচয়িতা হচ্ছেন-
(a) শেকসপিয়ার
(b) জর্জ বার্নার্ড শ
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) জহির রায়হান
Ans. a
48. a 5 × a 3 এর মান কোনটি?
(a) a 15
(b) (a²) 15
(c) a 5 . a 3
(d) a 8
Ans. d
49. যা চেটে খেতে হয়-
(a) চোষ্য
(b) লেহ
(c) লেহ্য
(d) পেলব
Ans. c
50. `Advice` শব্দটি-
(a) verb
(b) adverb
(c) adjective
(d) noun
Ans. d