Read Agrani Bank Limited Senior Officer 2015 (1) Exam | |||
---|---|---|---|
1. হাজার হ্রদের দেশ কোনটি? | |||
(a) ফিনল্যান্ড | |||
(b) ইন্দোনেশিয়া | |||
(c) জাপান | |||
(d) নরওয়ে | |||
Ans. a | |||
2. বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটান সড়ক যোগাযোগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে - | |||
(a) ১৫ জুন, ২০১৫ | |||
(b) ১৬ জুন, ২০১৫ | |||
(c) ১৮ জুন, ২০১৫ | |||
(d) ২১ জুন, ২০১৫ | |||
Ans. a | |||
3. কোন দু’টি সুন্দরবনের বৃক্ষ? | |||
(a) শাল ও সেগুণ | |||
(b) চাপালিশ ও গর্জন | |||
(c) জারুল ও গর্জন | |||
(d) গেওয়া ও গরান | |||
Ans. d | |||
4. একটি সরলরেখার উপর অংকিত বর্গের ক্ষেত্রফল ঐ সরল রেখার এক চতুর্থাংশের উপর অংকিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ? | |||
(a) ১৬ | |||
(b) ৪ | |||
(c) ৮ | |||
(d) ২ | |||
Ans. a | |||
5. ‘কর্মভোগ এড়ানো যায় না’ – এখানে কর্ম কোন অর্থ প্রকাশ করেছে? | |||
(a) পেশা | |||
(b) অনুষ্ঠান | |||
(c) কৃতর্ম | |||
(d) কর্তব্য | |||
Ans. c | |||
6. হুমায়ুন আহমেদ এর কোন উপন্যাসটি মুক্তিযুদ্ধ নিয়ে লেখা? | |||
(a) শঙ্খনীল কারাগার | |||
(b) নন্দিত নরকে | |||
(c) তেঁতুল বনে জোৎস্না | |||
(d) জোৎস্না ও জননীর গল্প | |||
Ans. d | |||
7. ৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? | |||
(a) ৪৫% | |||
(b) ৪৮.৫০% | |||
(c) ৫২.৭৫% | |||
(d) ৫৬.২৫% | |||
Ans. d | |||
8. কোন স্কুলে ৫৩ জন ছাত্রের মধ্যে ৩৬ জন গান পছন্দ করে; ১৮ জন কবিতা পছন্দ করে। ১০ জন কোনটিই পছন্দ করে না। কত জন দুটোই পছন্দ করে? | |||
(a) ১৪ জন | |||
(b) ১৩ জন | |||
(c) ১১ জন | |||
(d) ১০ জন | |||
Ans. c | |||
9. কোন কবি এককভাবে তিনটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন? | |||
(a) রবীন্দ্রনাথ ঠাকুর | |||
(b) কাজী নজরুল ইসলাম | |||
(c) জন মিল্টন | |||
(d) বার্সিল ফার্ণান্দো | |||
Ans. a | |||
10. ওয়ান-ডে ক্রিকেট সিরিজের প্রথম দুই ম্যাচে যারা ৫টি উইকেট পেয়েছেন তাদের তাদের বোলিং কোচ – (২০১৫ সাল পর্যন্ত) | |||
(a) হিথ স্ট্রিক | |||
(b) চন্ডিকা হাথুরা সিংহে | |||
(c) জগমোহন ডালমিয়া | |||
(d) ডেভ হোয়াটমোর | |||
Ans. a | |||
11. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৮ কি. মি. ও ৬ কি.মি। নদী পথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবের- | |||
(a) ১০ ঘন্টা | |||
(b) ৫ ঘন্টা | |||
(c) ৬ ঘন্টা | |||
(d) ৮ ঘন্টা | |||
Ans. c | |||
12. তিব্বতের ধর্মীয় নেতাকে বলা হয় - | |||
(a) ভিক্ষু | |||
(b) পোপ | |||
(c) দালাইলামা | |||
(d) কনফুসিয়াস | |||
Ans. c | |||
13. ‘শেষের কবিতা’ সাহিত্যের কোন শ্রেণীভুক্ত? | |||
(a) কবিতা | |||
(b) উপন্যাস | |||
(c) নাটক | |||
(d) ছোটগল্প | |||
Ans. b | |||
14. বাংলা বর্ষের প্রবক্তা কে ছিলেন? | |||
(a) সম্রাট অশোক | |||
(b) সম্রাট আকবর | |||
(c) রাজা লক্ষণ সেন | |||
(d) আবুল ফজল | |||
Ans. b | |||
15. ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ – কবিতাটির রচয়িতা কে? | |||
(a) এ্যালেন গিসেনবার্গ | |||
(b) জর্জ হ্যারিসন | |||
(c) এ্যন্থনি ম্যাসকারেনহাস | |||
(d) শামসুর রাহমান | |||
Ans. a | |||
16. F(x) = x² + - 1 হলে, নিচের কোনটি সঠিক? | |||
(a) f(0) = ∞ | |||
(b) f(1) = -1 | |||
(c) f(-1) = 1 | |||
(d) f(1) = 0 | |||
Ans. d | |||
17. দু’টি সংখ্যার অনুপাত ৫ : ৮।উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দু’টি কি কি? | |||
(a) ৭ এবং ১১ | |||
(b) ১০ এবং ১৬ | |||
(c) ১০ এবং ২৪ | |||
(d) ১২ এবং ১৮ | |||
Ans. b | |||
18. ‘Adam Peak’ তীর্থস্তানটি কোথায় অবস্থিত? | |||
(a) ভারত | |||
(b) শ্রীলংকা | |||
(c) ইন্দোনেশিয়া | |||
(d) ইতালি | |||
Ans. b | |||
19. ২০১৪ সালে অর্থনীতিতে নোবেল বিজয়ী - | |||
(a) জোসেফ সিটগলিৎজ | |||
(b) এইচ জি খোরানা | |||
(c) জেন টিরোলে | |||
(d) ইলিনর অস্ট্রাম | |||
Ans. c | |||
20. ‘এনরন্’ (ENRON)কি? | |||
(a) একটি যুদ্ধ বিমানবাহী জাহাজ | |||
(b) একটি ঔষধের নাম | |||
(c) পৃথিবীর অন্যতম বৃহত্তম দেউলিয়া ঘোষিত জ্বালানী কোম্পানী | |||
(d) এক প্রকার রোগ জীবাণু | |||
Ans. c | |||
21. সার্ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে - | |||
(a) কাঠমুন্ডু | |||
(b) নয়াদিল্লী | |||
(c) ইসলামাবাদ | |||
(d) মালদ্বীপ | |||
Ans. b | |||
22. আন্তর্জাতিক স্থায়ী সালিশী আদালত কোথায় অবস্থিত? | |||
(a) জেনেভা | |||
(b) হেগ | |||
(c) প্যারিস | |||
(d) লন্ডন | |||
Ans. b | |||
23. বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে বিস্তৃত? | |||
(a) সুইজারল্যান্ড | |||
(b) প্যারিস | |||
(c) লন্ডন | |||
(d) ইস্তাম্বুল | |||
Ans. d | |||
24. ‘কোপা আমেরিকা-২০১৫’ এর কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পায়নি নিম্নের যে দেশ - | |||
(a) ব্রাজিল | |||
(b) প্যারাগুয়ে | |||
(c) বলিভিয়া | |||
(d) ভেনিজুয়েলা | |||
Ans. d | |||
25. বীর মুক্তিযোদ্ধা কাঁকন বিবি কোন সম্প্রদায়ের? | |||
(a) রাখাইন | |||
(b) খাসিয়া | |||
(c) সাঁওতাল | |||
(d) গারো | |||
Ans. b | |||
26. ‘Eifel Tower’ এর পাশ দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? | |||
(a) Saar | |||
(b) Daniub | |||
(c) Rhine | |||
(d) Seine | |||
Ans. d | |||
27. অপরাজেয় বাংলার ভাস্কর কে? | |||
(a) লুই কান | |||
(b) নিতুন কুন্ডু | |||
(c) শামীম শিকদার | |||
(d) সৈয়দ আবদুল্লাহ খালেদ | |||
Ans. d | |||
28. ক-এর বয়স খ-এর বয়সের দ্বিগুণ এবং ক-এর বয়স গ-এর বয়সের তিনগুণ। তাদের বয়সের সমষ্টি ৭৭ হলে ক ও খ-এর বয়সের পার্থক্য হবে- | |||
(a) ১৮ বছর | |||
(b) ২১ বছর | |||
(c) ২২ বছর | |||
(d) ২৩ বছর | |||
Ans. b | |||
29. ‘সম্প্রতি’ নেপালে সংগঠিত ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ‘ধারাহার টাওয়ার’ এর পূর্ব নাম কি? | |||
(a) ভীমসেন স্তম্ভ | |||
(b) যোশীমঠ | |||
(c) লাল কেল্লা | |||
(d) দরবার স্কোয়ার | |||
Ans. a | |||
30. কান চলচ্চিত্র উৎসব-২০১৫ তে ‘স্বর্ণপাম’ বিজয়ী ছবি - | |||
(a) ক্যারল | |||
(b) এ ম্যান ইন লাভ | |||
(c) ধীপান | |||
(d) স্টান্ডিং টল | |||
Ans. c | |||
31. বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশী ব্যবহার করা হয় কোথায়? | |||
(a) সার কারখানারয় | |||
(b) বিদ্যুৎ উৎপাদনে | |||
(c) সিমেন্ট ফ্যাক্টরীতে | |||
(d) বসত বাড়ীতে রান্নার কাজে | |||
Ans. b | |||
32. ক একটি কাজ ১০ দিনে করতে পারে এবং খ ঐ কাজ ১৫ দিনে করতে পারে। ক ও খ একত্রে ৫ দিন করার পর খ চলে গেল। বাকী কাজ ক একা কত দিনে করতে পারবে? | |||
(a) ২ দিনে | |||
(b) ১ দিনে | |||
(c) ১ দিনে | |||
(d) ১ দিনে | |||
Ans. b | |||
33. Kyat – কোন দেশের মুদ্রার নাম - | |||
(a) থাইল্যান্ড | |||
(b) মায়ানমার | |||
(c) ভিয়েতনাম | |||
(d) লাওস | |||
Ans. b | |||
34. সুনামির (Tsunami) কারণ- | |||
(a) আগ্নেয়গিরির অগ্ন্যৎপাত | |||
(b) ঘূণিঝড় | |||
(c) চন্দ্র ও সুর্যের আকর্ষণ | |||
(d) সমুদ্র তলদেশের ভূমিকম্প | |||
Ans. d | |||
35. পুরুষতান্ত্রিক আদিবাসী গোষ্ঠী কোনটি? | |||
(a) গারো | |||
(b) মারমা | |||
(c) চাকমা | |||
(d) রাখাইন | |||
Ans. a | |||
36. ফসল উৎপাদনের জন্য কোন ধরনের মাটি উত্তম? | |||
(a) বেলে মাটি | |||
(b) এঁটেল মাটি | |||
(c) পলি মাটি | |||
(d) দো-আঁশ মাটি | |||
Ans. d | |||
37. মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা কে? | |||
(a) বেগম সুফিয়া কামাল | |||
(b) ডাঃ সিতারা পারভীন | |||
(c) জাহানারা ইমাম | |||
(d) ড. নীলিমা ইব্রাহীম | |||
Ans. b | |||
38. শতকরা বার্ষিক কত হার সুদে ১ বছরের সুদ-আসলের অংশ হবে? | |||
(a) ১০% | |||
(b) ১৫% | |||
(c) ২০% | |||
(d) ২৫% | |||
Ans. c | |||
39. প্রথম বারের মত আদিবাসী সম্প্রদায়ে থেকে প্রধান বিচারপতি নির্বাচিত হয়েছেন - | |||
(a) সুকোমল কুমার সিনহা | |||
(b) দিলীপ বড়ুয়া | |||
(c) ব্যারিস্টার দেবাশীষ রায় | |||
(d) সুরেন্দ্র কুমার সিনহা | |||
Ans. d | |||
40. ‘A Long Walk to Freedom’ বইটির লেখক কে? | |||
(a) হোসে গুসামাও | |||
(b) রবার্ট মুগাবো | |||
(c) নেলসেন ম্যান্ডেলা | |||
(d) অং সান সুচি | |||
Ans. c | |||
41. m - = 2 হলে, m4 - = কত? | |||
(a) ৩৪ | |||
(b) ৩২ | |||
(c) ৩১ | |||
(d) ৩০ | |||
Ans. a | |||
42. এক ঝুড়ি আম ১০% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশী হলে ৫% লাভ হত। এক ঝুড়ি আমের দাম কত? | |||
(a) ৩৫০ টাকা | |||
(b) ২৫০ টাকা | |||
(c) ৩০০ টাকা | |||
(d) ২০০ টাকা | |||
Ans. c | |||
43. কয়েকজন শ্রমিক একটি কাক ১৮ দিনে করে দিবে বলে ঠিক করে। কিন্তু তাদের মধ্যে ৯ জন অনুপস্থিত থাকায় কাজটি ৩৬ দিনে সম্পন্ন হয়। ৩৬ জন শ্রমিক নিযুক্ত হলে কত দিনে কাজটি সম্পন্ন হতো? | |||
(a) ১৮ দিন | |||
(b) ১২ দিন | |||
(c) ১০ দিন | |||
(d) ৯ দিন | |||
Ans. d | |||
44. গ্রীণ হাউজ নির্গমণকারী শীর্ষ স্থানীয় দেশ দুটি হচ্ছে - | |||
(a) মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান | |||
(b) মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন | |||
(c) মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য | |||
(d) মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া | |||
Ans. b | |||
45. ‘বাঙ্গালীর ইতিহাস’ – বইটির লেখক কে? | |||
(a) আবদুল কাদির | |||
(b) আর সি মজুমদার | |||
(c) নীহার রনজন রায় | |||
(d) সুনীতি কুমার চট্টোপাধ্যায় | |||
Ans. c | |||
46. ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? | |||
(a) প্যারিস | |||
(b) লিও | |||
(c) ভার্সাই | |||
(d) মাসাই | |||
Ans. b | |||
47. ‘দক্ষিণ তালপট্টি’ দ্বীপ কোথায় অবস্থিত? | |||
(a) খুলনা | |||
(b) সাতক্ষীরা | |||
(c) বাগেরহাট | |||
(d) ঝালকাঠি | |||
Ans. b | |||
48. SAPTA – এর অর্থ কি? | |||
(a) SAARC Preferential Trading Arrangement | |||
(b) South Asian Preferential Trading Arrangement | |||
(c) SAARC Preferential Tariff Agreement | |||
(d) South Asian Preferential Tariff Agreement | |||
Ans. d | |||
49. নুপুরের ধ্বনি কোনটি? | |||
(a) কলতান | |||
(b) কেকা | |||
(c) কল্লোল | |||
(d) নিক্কন | |||
Ans. d | |||
50. একটি ৪৮ মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ৩০ ডিগ্রী কোন উৎপন্ন করে। খুঁটিটি কত উচুঁতে ভেঙ্গেছিল? | |||
(a) ১৪ মিটার | |||
(b) ১৬ মিটার | |||
(c) ১৮ মিটার | |||
(d) ২০ মিটার | |||
Ans. d | |||
51. বাংলাদেশে ভারতের ছিটমহল নেই কোথায়? | |||
(a) লালমনিরহাট | |||
(b) কুড়িগ্রাম | |||
(c) কুমিল্লা | |||
(d) রংপুর | |||
Ans. c | |||
52. সম্প্রতি ভারতের কোন বিখ্যাত ব্যক্তিত্বকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান করেছে? | |||
(a) অটল বিহারী বাজপেয়ী | |||
(b) লে. জে. জগজিৎ সিং আরোরা | |||
(c) সোনিয়া গান্ধি | |||
(d) প্রণব মুখার্জী | |||
Ans. a | |||
53. কোন সংখ্যার অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটি অংশ হবে। সংখ্যাটি কত? | |||
(a) ৫৩ | |||
(b) ৬৩ | |||
(c) ৩৬ | |||
(d) ৩৫ | |||
Ans. c | |||
54. বাংলাদেশ সংসদের প্রথম স্পীকার কে ছিলেন? | |||
(a) আবদুল মালেক উকিল | |||
(b) শামসুল হুদা চৌধুরী | |||
(c) মোহাম্মদ উল্লাহ | |||
(d) শাহ্ আবদুল হামিদ | |||
Ans. c | |||
55. দুই অংক বিশিষ্ট কোন সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯। অংক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যা হতে ৪৫ কম। সংখ্যাটি কত হবে? | |||
(a) ৮১ | |||
(b) ৭২ | |||
(c) ৬৩ | |||
(d) ৫৪ | |||
Ans. b | |||
Each of the following idioms is followed by some alternative meaning. Choose the one which best expressed its meaning. | |||
56. To smell a rat | |||
(a) To detect bad smell | |||
(b) To misunderstand | |||
(c) To suspect a trick or deceit | |||
(d) To see hidden meaning | |||
Ans. c | |||
57. A fool’s paradise | |||
(a) Paradise of Idiot | |||
(b) To have happy dreams | |||
(c) to live in the past | |||
(d) To live in illusions | |||
Ans. a | |||
58. Bird’s eye View | |||
(a) To view something closely | |||
(b) To view suspiciously | |||
(c) To view in general from above | |||
(d) To look from a different angle | |||
Ans. c | |||
59. By the rule of thumb | |||
(a) By the use of force | |||
(b) By practical experience which is rather than rough | |||
(c) By cheating and deception | |||
(d) By the use of trickery | |||
Ans. b | |||
60. To take a leap in the dark | |||
(a) To take risk | |||
(b) To hazard one self | |||
(c) to do a task secretly | |||
(d) To do a hazardous thing without any idea of the result | |||
Ans. d | |||
Find out which underlined parts (a, b, c & d) of the following sentences has an error. | |||
61. A sense of and is expected of a . | |||
(a) . | |||
(b) . | |||
(c) . | |||
(d) . | |||
Ans. a | |||
62. The news of Musa Ibrahim’s to Everest brought and joy for all . | |||
(a) . | |||
(b) . | |||
(c) . | |||
(d) . | |||
Ans. c | |||
63. A person be called until in a court of . | |||
(a) . | |||
(b) . | |||
(c) . | |||
(d) . | |||
Ans. a | |||
64. The use of fuel is for the . | |||
(a) . | |||
(b) . | |||
(c) . | |||
(d) . | |||
Ans. b | |||
65. In an , children remain . | |||
(a) . | |||
(b) . | |||
(c) . | |||
(d) . | |||
Ans. c | |||
For each question, there are four alternatives. Choose the one which can be best substituted for the given words. | |||
66. A place where everything is perfect | |||
(a) Heaven | |||
(b) Platoon | |||
(c) Cosmos | |||
(d) Utopia | |||
Ans. d | |||
67. A person who rarely speak the truth | |||
(a) Liar | |||
(b) Scoundrel | |||
(c) Crook | |||
(d) Hypocrite | |||
Ans. d | |||
68. A man who pays too much attention to his clothes and personal appearance | |||
(a) Snob | |||
(b) Duffer | |||
(c) Dandy | |||
(d) Licentious | |||
Ans. c | |||
69. A thing kept in the memory of a person | |||
(a) memento | |||
(b) epitaph | |||
(c) elegy | |||
(d) gift | |||
Ans. a | |||
70. A person who speaks for other | |||
(a) Reporter | |||
(b) Spokesman | |||
(c) Alien | |||
(d) Supporter | |||
Ans. b | |||
Pick out the best one which can complete the incomplete statement meaningfully. | |||
71. This book is quite similar _____. | |||
(a) than a story told by our teacher | |||
(b) to the one I read last week | |||
(c) of that film we saw at school | |||
(d) with the ‘Treasure Island’ | |||
Ans. b | |||
72. How much a man earns is as important as _____. | |||
(a) when does he do so | |||
(b) how does he do it | |||
(c) where does he earn | |||
(d) how well he spends it | |||
Ans. d | |||
73. The more we looked at the place modern art, _____. | |||
(a) it looked better | |||
(b) the more we like it | |||
(c) the less we liked it | |||
(d) he will not recover | |||
Ans. c | |||
74. To succeed in a difficult task _____. | |||
(a) one needs to be persistent | |||
(b) persistent is needed | |||
(c) you need a person of persistent | |||
(d) one need to be persistence | |||
Ans. a | |||
75. The doctor warns him that unless he gives up smoking ____. | |||
(a) will he be able to recover | |||
(b) he will not suffer | |||
(c) his health will soon be recovered | |||
(d) he will not recover | |||
Ans. d |