Subject Bengali |
| 2026. ‘Panacea’ means -? | |
| (a) cure-all | |
| (b) pancreatic | |
| (c) widepread disease | |
| (d) gland | |
| Ans. a | |
| N.B. ‘Panacea’ শব্দটি সকল রোগের ঔষধ/আরোগ্য হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ cure of all disseases। | |
| 2027. What is the plural number of ‘ovum’? | |
| (a) ovams | |
| (b) ovumes | |
| (c) ovums | |
| (d) ova | |
| Ans. d | |
| N.B. ‘Ovum’-এর এর বাংলা ডিম্বাণু আর ‘ovums’ –এর বহুবচন বা plural form হলো ova। | |
| 2028. ‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!’ – বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? | |
| (a) অনন্বয়ী অব্যয় | |
| (b) অনুকার অব্যয় | |
| (c) পদান্বয়ী অব্যয় | |
| (d) অনুসর্গ অব্যয় | |
| Ans. a | |
| N.B. যেসব অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সন্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন – আপনি যা জানেন তা তো ঠিকই বটে। এখানে ‘তো’ অনন্বয়ী অব্যয়। যেসব অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিতহয়, সেগুলোকে অনুকার অব্যয় বলে। যেমন – মেঘের গর্জন – গুড় গুড়। যেসব অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্য্যায় বসে কারক বাচকতা প্রকাশ করে, তাদের অনুগর্স অব্যয় বলে। যেমন – ওকে দিয়ে এ কাজ হবে না। এখানে ‘দিয়ে’ অনুসর্গ অব্যয়। উল্লেখ্য অব্যয় ‘পদান্বয়ী অব্যয়’ নামেও পরিচিত। | |
| 2029. কোনটি অপাদান কারক? | |
| (a) গৃহহীনে গৃহ দাও | |
| (b) জিজ্ঞাসিব জনে জনে | |
| (c) ট্রেন স্টেশন ছেড়েছে | |
| (d) বনে বাঘ আছে | |
| Ans. c | |
| N.B. যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমন- ট্রেন ঢাকা ছাড়ল। অন্য অপশগুলোতে ক) গৃহহীনে গৃহ দাও – সম্প্রদান কারক; খ) জিজ্ঞাসিব জনে জনে – কর্মকারক, ঘ) বনে বাঘ আছে – অধিকরণ কারক। | |
| 2030. ‘বাঁধন হারা’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? | |
| (a) ভ্রমণ কাহিনী | |
| (b) উপন্যাস | |
| (c) নাটক | |
| (d) কবিতা | |
| Ans. b | |
| N.B. কাজী নজরুল ইসলাম রচিত বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস ‘বাঁধন হারা’ (১৯৭২), ১৯২১ সালে ‘মোসলেম ভারত’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এ উপন্যাসের প্রধান চরিত্র হল নুরুল হুদা, রাবেয়া, মাহবুবা। ‘মৃত্যুক্ষুধা’ ও ‘কুহেলিকা’কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস। | |
| 2031. কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ? | |
| (a) অজানা | |
| (b) দোতলা | |
| (c) আশিবিষ | |
| (d) কানাকানি | |
| Ans. d | |
| N.B. যে বহুব্রীহি সমাসে দুটি একরূপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজ বোঝায় তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে। যেমন: কানে কানে যে কথা = কানাকানি। আরো কয়েকট ব্যতিহার বহুব্রীহি সমাস: হাতাহাতি, হাসাহাসি, লাঠালাঠি, কোলাকুলি, চুলাচুলি। অন্যদিকে অজানা, দোতলা ও আশীবিষ হল যথাক্রমে নঞ, প্রত্যয়ান্ত ও ব্যধিকরণ বহুব্রীহি সমাস। | |
| 2032. ‘আগুন’-এর সমার্থক শব্দ কোনটি? | |
| (a) ভাতি | |
| (b) অনল | |
| (c) অংশ | |
| (d) জ্যোতি | |
| Ans. b | |
| N.B. ‘আগুন’-এর সমার্থক শব্দ: অনল, পাবক, দহন, সর্বভুক, সর্বশুচি, বহ্নি, অগ্নি, হুতাসন। অন্যদিকে ভাতি, অংশু ও জ্যোতি হলো ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ। | |
| 2033. ‘Hand out’-এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে: | |
| (a) হস্তপত্র | |
| (b) জ্ঞাপনপত্র | |
| (c) তথ্যপত্র | |
| (d) প্রচারপত্র | |
| Ans. b | |
| 2034. কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? | |
| (a) আনন | |
| (b) আষাঢ় | |
| (c) আঘাটা | |
| (d) আয়না | |
| Ans. | |
| N.B. বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার। যথা: বাংলা, তৎসম বা সংস্কৃত ও বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ ২১টি এবং তৎসম উপসর্গ ২০টি। আ, সু, বি, নি – এ চারটি উপসর্গ বাংলা ও সংস্কৃত উভয় ক্ষেত্রে রয়েছে। ‘আনন’ শব্দটি সংস্কৃত ‘আ’ উপসর্গ যোগে গঠিত। এর গঠন হলো: আ + √অন্ + অন = আনন। আঘাটা শব্দটি বাংলা ‘আ’ উপসর্গ যোগে গঠিত। এর গঠন হলো: আ + ঘাট = আঘাট > আঘাটা। | |
| 2035. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায়? | |
| (a) বিশেষ্য ও ক্রিয়া | |
| (b) বিশেষণ ও ক্রিয়া | |
| (c) বিশেষ্য ও বিশেষণ পদে | |
| (d) ক্রিয়া ও সর্বনাম | |
| Ans. d | |
| N.B. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য সর্বনাম ও ক্রিয়াপদে বেশি দেখা যায়। সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। যেমন- ভাষারীতি | সর্বনাম | বিশেষ্য | ক্রিয়া | সাধু: | তাহারা | ভাত | খাইতেছিল | চলিত: | তারা | ভাত | খাচ্ছিল |
| |