Subject Bengali
2026. ‘Panacea’ means -?
(a) cure-all
(b) pancreatic
(c) widepread disease
(d) gland
Ans. a
N.B. ‘Panacea’ শব্দটি সকল রোগের ঔষধ/আরোগ্য হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ cure of all disseases।
2027. What is the plural number of ‘ovum’?
(a) ovams
(b) ovumes
(c) ovums
(d) ova
Ans. d
N.B. ‘Ovum’-এর এর বাংলা ডিম্বাণু আর ‘ovums’ –এর বহুবচন বা plural form হলো ova।
2028. ‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!’ – বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?
(a) অনন্বয়ী অব্যয়
(b) অনুকার অব্যয়
(c) পদান্বয়ী অব্যয়
(d) অনুসর্গ অব্যয়
Ans. a
N.B. যেসব অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সন্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন – আপনি যা জানেন তা তো ঠিকই বটে। এখানে ‘তো’ অনন্বয়ী অব্যয়। যেসব অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিতহয়, সেগুলোকে অনুকার অব্যয় বলে। যেমন – মেঘের গর্জন – গুড় গুড়। যেসব অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্য্যায় বসে কারক বাচকতা প্রকাশ করে, তাদের অনুগর্স অব্যয় বলে। যেমন – ওকে দিয়ে এ কাজ হবে না। এখানে ‘দিয়ে’ অনুসর্গ অব্যয়। উল্লেখ্য অব্যয় ‘পদান্বয়ী অব্যয়’ নামেও পরিচিত।
2029. কোনটি অপাদান কারক?
(a) গৃহহীনে গৃহ দাও
(b) জিজ্ঞাসিব জনে জনে
(c) ট্রেন স্টেশন ছেড়েছে
(d) বনে বাঘ আছে
Ans. c
N.B. যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমন- ট্রেন ঢাকা ছাড়ল। অন্য অপশগুলোতে ক) গৃহহীনে গৃহ দাও – সম্প্রদান কারক; খ) জিজ্ঞাসিব জনে জনে – কর্মকারক, ঘ) বনে বাঘ আছে – অধিকরণ কারক।
2030. ‘বাঁধন হারা’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
(a) ভ্রমণ কাহিনী
(b) উপন্যাস
(c) নাটক
(d) কবিতা
Ans. b
N.B. কাজী নজরুল ইসলাম রচিত বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস ‘বাঁধন হারা’ (১৯৭২), ১৯২১ সালে ‘মোসলেম ভারত’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এ উপন্যাসের প্রধান চরিত্র হল নুরুল হুদা, রাবেয়া, মাহবুবা। ‘মৃত্যুক্ষুধা’ ও ‘কুহেলিকা’কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস।
2031. কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?
(a) অজানা
(b) দোতলা
(c) আশিবিষ
(d) কানাকানি
Ans. d
N.B. যে বহুব্রীহি সমাসে দুটি একরূপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজ বোঝায় তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে। যেমন: কানে কানে যে কথা = কানাকানি। আরো কয়েকট ব্যতিহার বহুব্রীহি সমাস: হাতাহাতি, হাসাহাসি, লাঠালাঠি, কোলাকুলি, চুলাচুলি। অন্যদিকে অজানা, দোতলা ও আশীবিষ হল যথাক্রমে নঞ, প্রত্যয়ান্ত ও ব্যধিকরণ বহুব্রীহি সমাস।
2032. ‘আগুন’-এর সমার্থক শব্দ কোনটি?
(a) ভাতি
(b) অনল
(c) অংশ
(d) জ্যোতি
Ans. b
N.B. ‘আগুন’-এর সমার্থক শব্দ: অনল, পাবক, দহন, সর্বভুক, সর্বশুচি, বহ্নি, অগ্নি, হুতাসন। অন্যদিকে ভাতি, অংশু ও জ্যোতি হলো ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ।
2033. ‘Hand out’-এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে:
(a) হস্তপত্র
(b) জ্ঞাপনপত্র
(c) তথ্যপত্র
(d) প্রচারপত্র
Ans. b
2034. কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে?
(a) আনন
(b) আষাঢ়
(c) আঘাটা
(d) আয়না
Ans.
N.B. বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার। যথা: বাংলা, তৎসম বা সংস্কৃত ও বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ ২১টি এবং তৎসম উপসর্গ ২০টি। আ, সু, বি, নি – এ চারটি উপসর্গ বাংলা ও সংস্কৃত উভয় ক্ষেত্রে রয়েছে। ‘আনন’ শব্দটি সংস্কৃত ‘আ’ উপসর্গ যোগে গঠিত। এর গঠন হলো: আ + √অন্ + অন = আনন। আঘাটা শব্দটি বাংলা ‘আ’ উপসর্গ যোগে গঠিত। এর গঠন হলো: আ + ঘাট = আঘাট > আঘাটা।
2035. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায়?
(a) বিশেষ্য ও ক্রিয়া
(b) বিশেষণ ও ক্রিয়া
(c) বিশেষ্য ও বিশেষণ পদে
(d) ক্রিয়া ও সর্বনাম
Ans. d
N.B. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য সর্বনাম ও ক্রিয়াপদে বেশি দেখা যায়। সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। যেমন-
ভাষারীতিসর্বনামবিশেষ্যক্রিয়া
সাধু:তাহারাভাতখাইতেছিল
চলিত:তারাভাতখাচ্ছিল