Subject Agriculture
1. বাংলাদেশের কৃষিতে ‘দোয়েল’ -
(a) জাতীয় পাখীর নাম
(b) কৃষি সংস্থার নাম
(c) উন্নত জাতের গমের নাম
(d) কৃষি যন্ত্রের নাম
Ans. c
2. মৌমাছির চাষ হলো -
(a) এপিকালচর
(b) সেরিকালচার
(c) পিসিকালচার
(d) হর্টিকালচার
Ans. a
3. ‘সোনালিকা’ ও ‘আকরব’ বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম?
(a) উন্নত কৃষি যন্ত্রপাতির নাম
(b) উন্নত জাতের ধানের নাম
(c) দুটি কৃষি বিষয়ক বেসরকারি সংস্থার নাম
(d) উন্নত জাতের গমের নাম
Ans. d
4. কোন জেলায় চা-বাগান বেশী?
(a) সিলেট
(b) হবিগঞ্জ
(c) মৌলভীবাজার
(d) বান্দরবান
Ans. c
5. কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয় -
(a) মাটির ক্ষয় রোধের জন্য
(b) মাটির অম্লতা বৃ্ধির জন্য
(c) মাটির অম্লতা হ্রাসের জন্য
(d) মাটির জৈব পদার্থ বৃদ্ধির জন্য
Ans. c
6. 'এপিকালচার' বলতে বুঝায় -
(a) রেশমের চাষ
(b) মৎস্য চাষ
(c) মৌমাছির চাষ
(d) পাখিপালন বিদ্যা
Ans. c
7. পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি?
(a) অস্ট্রেলিয়া
(b) কানাডা
(c) যুক্তরাষ্ট্র
(d) চীন
Ans. d
8. অগ্নিশ্বর’, ‘কানাইবাসী’, ‘মোহনবাঁসী’ ও ‘বীটজবা’ কী জাতীয় ফলের নাম ?
(a) পেয়ারা
(b) কলা
(c) পেঁপে
(d) জামরুল
Ans. b
9. বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিউট কোথায় অবস্থিত?
(a) রাজশাহী
(b) ঢাকা
(c) চট্টগ্রাম
(d) চাঁদপুর
Ans.
N.B. প্রতিষ্ঠা কালে চাঁদপুরে ছিল কিন্তু এখন ময়মনসিংহে
10. বাংলাদেশে সম্প্রতি কোন জেলায় চা বাগান করা হয়? (সাল - ২০০৩)
(a) পঞ্চগড়
(b) দিনাজপুর
(c) কুড়িগ্রাম
(d) বান্দরবান
Ans. a
11. বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
(a) দিনাজপুর
(b) গোপালপুর
(c) পাকশী
(d) ঈশ্বরদী
Ans. d
12. বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সদর সপ্তর কোথায় অবস্থিত?
(a) জেনেবা
(b) প্যারিস
(c) লন্ডন
(d) রোম
Ans. d
13. পাখি ছাড়া 'বলাকা' ও দোয়েল' নামে পরিচিত হচ্ছে -
(a) দুইটি উন্নত জাতের গমশস্য
(b) দুইটি উন্নত জাতের ধানশস্য
(c) দুইটি উন্নত জাতের ভুট্টাশস্য
(d) দুইটি উন্নত জাতের ইক্ষু
Ans. a
14. বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় কত? (১৯৯০-৯১ অনুসারে)
(a) ২ কোটি একর
(b) ২ কোটি ৫০ লক্ষ একর
(c) ২ কোটি ৪০ লক্ষ একর
(d) ২ কোটি ২৫ লক্ষ একর
Ans. c
15. বাংলাদেশে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে প্রায় -
(a) ১৪ কোটি পাউন্ড
(b) ১৩ কোটি পাউন্ড
(c) ১০ কোটি পাউন্ড
(d) ৯ কোটি পাউন্ড
Ans. d
16. ‘এভিকালচার’ বলতে কি বোঝায়?
(a) উড্ডয়ন সংক্রান্ত বিষয়াদী
(b) পাখি পালন বিষয়াদি
(c) বাজ পাখি পালন বিষয়াদি
(d) উড়োজাহাজ ব্যবস্হাপনা
Ans. b
17. বাংলাদেশে GDP-তে কৃষিখাতের অবদান কত শতাংশ? (১৫ তম বিসিএস পরীক্ষার বছর অনুসারে)
(a) ৮০%
(b) ৭৫%
(c) ৩২%
(d) ১০%
Ans. c
18. বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় -
(a) সিলেটের মালনীছড়ায়
(b) পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে
(c) সিলেটের জাফলং
(d) সিলেটের তামাবিলে
Ans. a
19. বাংলাদেশে কৃষিক্ষেত্রে 'বলাকা' ও 'দোয়েল' নাম দুটি কিসের ?
(a) দুটি কৃষি যন্ত্রপাতির নাম
(b) দুটি কৃষি সংস্থায়ের নাম
(c) উন্নত জাতের গম শস্য
(d) কৃষি খামারের নাম
Ans. c
20. 'ইরাটম' কী ?
(a) উন্নতজাতের ধান
(b) উন্নত জাতের ইক্ষু
(c) উন্নত জাতের পাট
(d) উন্নত জাতের চা
Ans. a
21. পিসিকালচার- বলতে কী বোঝায়?
(a) হাঁস-মুরগি পালন
(b) মৌমাছি পালন
(c) মৎস্য চাষ
(d) রেশম চাষ
Ans. c
22. বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?
(a) সাভার, ঢাকা
(b) রাজশাহী
(c) চট্টগ্রাম
(d) সিলেট
Ans. a
23. বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানী পণ্য হিসেবে স্থান করে নেয়?
(a) পঞ্চাশ দশক
(b) ষাট দশক
(c) সত্তর দশক
(d) আশির দশক
Ans. c
24. ‘বর্ণালী’ আর ‘শুভ্র’ কী?
(a) উন্নত জাতের ভূট্টা
(b) উন্নত জাতের আম
(c) উন্নত জাতের গম
(d) উন্নত জাতের চাল
Ans. a
25. ‘ঝুম’ চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়?
(a) সাতক্ষিরা, যশোহর, কুষ্টিয়া
(b) নাটোর, পাবনা, সিরাজগঞ্জ
(c) বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম
(d) চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ
Ans. d