Subject চলচ্চিত্র | |||
---|---|---|---|
1. ‘Stop Genocide’ প্রমাণ্য চিত্র নির্মাণ করেন কে? | |||
(a) চাষী নজরুল ইসলাম | |||
(b) ফেরদৌস হায়দার | |||
(c) জহির রায়হান | |||
(d) তারেক মাসুদ | |||
Ans. c | |||
2. বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ‘ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের নির্মাতা কে? | |||
(a) আলমগীর কবির | |||
(b) খান আতাউর রহমান | |||
(c) হুমায়ুন আহমেদ | |||
(d) সুভাষ দত্ত | |||
Ans. a | |||
3. ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রটির পরিচালক কে?? | |||
(a) আমজাদ হোসেন | |||
(b) আলমগীল | |||
(c) জহির রায়হান | |||
(d) সুভাষ দত্ত | |||
Ans. c | |||
N.B. জহির রায়হানের আসল নাম মোহাম্মদ জহিরুল্লাহ। একজন ছোটগল্পকার, ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার হিসেবে জহি রায়হান খ্যাতি অর্জন করেন। তার পরিচালিত চলচ্চিত্র গুলি হলো সোনার কাজল, কাঁচের দেয়াল, বাহানা, বেহুলা, আনোয়ারা, সঙ্গম, জীবন থেকে নেয়া। তার রচিত উপন্যাস গুলো হলো হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী, শেষ বিকেলের মেয়ে, আর কত দিন, কয়েকটি মৃত্যু তৃষ্ণা। |