Subject English
2926. 125 (√5) 2x = 1 হলে x এর মান কত?
(a) 3
(b) -3
(c) 7
(d) 9
Ans. b
N.B.  125 (√5) 2x = 1
    ⇒ 5 3 . 5 2x . 1 2 = 1
    ⇒ 5 3 + x = 5 0
    ⇒ 3 + x = 0
    ∴ x = -3
2927. He want to ___ hospital because he had ___ heart attack.
(a) no article, an
(b) a, an
(c) the, no article
(d) no article, a
Ans. d
N.B. সাধারণত school, college, hospital, mosque ইত্যাদি স্থানগুলোতে মূল উদ্দেশ্যে গেলে সেসব স্থানের পূর্বে article বসে না। রোগের নামের পূর্বে indefinite article হিসেবে a বসে।
2928. The word ‘florid’ indicates
(a) flour
(b) foliage
(c) floor
(d) flower
Ans. d
N.B. Florid শব্দটির অর্থ পুষ্পল রক্তিমাভ। এটি ‘flower’ সন্বন্ধীয় বিষয়কে নির্দেশ করে। এর দ্বারা ‘পুষ্প দ্বারা শোভিত’ বোঝায়। Florid-very fancy or too fancy; covered with flower; having a red or reddish colour.
2929. Compelete the following sentence: ‘Had I known were waiting outside, I ___.
(a) had invited you to come in
(b) would invite you to come in
(c) would be inviting you to come in
(d) would have invited you to come in
Ans. d
N.B. Perfect conditional –এর নিয়মানুসারে এখানে sentence টির পরবর্তী clause হবে would have invited you to come in। 3rd conditional বা perfect conditional এর structure: Past perfect + would have + V3 + extension।
2930. Cricket is a kind of play. It is also is kind of ___.
(a) insect
(b) food
(c) bird
(d) flower
Ans. a
N.B. Criket (ক্রিকেট) হচ্ছে ব্যাট ও বলের একটি দলীয় খেলা যাতে এগারো জন খেলোয়াড় বিশিষ্ট দুইটি দল অংশগ্রহণ করে। এছাড়া Criket শব্দের অর্থ ঝিঁঝি পোকা (insect)।
2931. A soporific speech is likely to ___
(a) be incomprehensible
(b) appeal primarily to emotions
(c) put one to sleep
(d) stimulate action
Ans. c
N.B. A soporific speech বলতে সে ধরনের বক্তৃতাকে বোঝায় যা দর্শক-শ্রোতার চোখে ঘুম নিয়ে আসে। এ ধরনের বক্তৃতা শুনে শ্রোতারা ক্লান্ত হয়ে পড়েন এবং চোখে ঘুম জড়িয়ে আসে। Soporific-causing a person to become tired and ready to fall asleep.
2932. Select the word with right spelling -
(a) Schizophrenia
(b) Seizophrania
(c) Scizophrenia
(d) Schizophrania
Ans. a
N.B. অপশন ‘ক’ বা ‘a’ –এর Schizophrenia (সিজোফ্রেনিয়া) শব্দটি শুদ্ধ বানান বিশিষ্ট। বাকি উত্তর গুলোর বানার ভুল। এ শব্দটি দ্বারা একটি মানসিক রোগকে বোঝানো হয়। ঝিম দিয়ে দৃষ্টিতে দীর্ঘক্ষণ একান্তে বসে থাকা এ রোগের প্রাথমিক লক্ষণ।
2933. Love for the whole world is called-
(a) Philanthropy
(b) misogyny
(c) benevolence
(d) misanthropy
Ans. a
N.B. একজন Philanthropist হলেন সেই ব্যক্তি যিনি মানবতাবাদী, সব মানুষের জন্য যার ভালবাসা রয়েছে। Misogyny – woman-hater; নারিবিদ্বেষী। Benevolence-kindness; generosity; বদান্যতা, দয়া, জনহিতৈষিতা। Misanthropy-dislike or hatered of other people, hatred of mankind; মানববিদ্বেষ।
2934. Hospitals ___ the sick.
(a) operate
(b) treat
(c) admit
(d) nurse
Ans. b
N.B. ‘Treat’ অর্থ ওষুধ ও অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা প্রদান। হাসপাতালগুলো যেহেতু ওষুধ ও অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা প্রদান করে, সেহেতু শূন্যস্থানে ‘treat’ verbটি বসবে। অন্য তিনটি অপশন operate (পরিচালনা করা), nurse (সেবা করা) ও admit (স্বীকার করা, ভর্তি করা) এখানে যথোপযুক্ত নয়।
2935. The warning of the authority falls on deaf ears. Here warning does the function of -
(a) adverb
(b) adjective
(c) verb
(d) noun
Ans. d
N.B. The + verb + ing + of দ্বারা verbal noun গঠিত হয়। সুতরাং প্রদত্ত বাক্যের warning শব্দটি noun।
2936. The word ‘culinary’ is related to
(a) printing
(b) cooking
(c) dress
(d) musical instruments
Ans. b
N.B. Culinary (adj) শব্দটি রান্নাঘর বা রান্না সম্বন্ধীয়। অর্থাৎ culinary is related to cooking।
2937. Identify the correct passive form of the sentence below: ‘Do you know them?’
(a) Are they know by you?
(b) Would they be known by you?
(c) Are they known with you?
(d) Are they known to you?
Ans.
N.B. Know verb –এর পরে preposition রূপে to বসে। তাই সঠিক passive structure অনুসারে passive sentence টি হবে - Are they known to you?
2938. ‘A Christmas Carol’ is a _____ by Charles Dickens.
(a) ballad
(b) sketch story
(c) historical novel
(d) short novel
Ans. d
N.B. Charles Dickens –এর লেখা novella বা short novel হলো ‘A Christmas Carol’।
2939. ‘There was a small reception following the wedding’. The word ‘following’ in the sentence above is a/an -
(a) prposition
(b) adjective
(c) adverb
(d) noun
Ans. a
N.B. Sentence টিতে small reception – এর সাথে the wedding (বিবাহ অনুষ্ঠানের) সম্পর্ক তৈরিতে/বোঝাতে মাঝখানে following শব্দটি ব্যবহৃত হয়েছে। তাই following এখানে preposition রূপে কাজ করেছে। Prepositon সমূহ noun বা pronoun বা এর পূর্বে বসে sentence এর অন্যান্য পদের সাথে তাদের সম্পর্ক নির্দেশ করে।
2940. Which of the following words has been formed with a prefix?
(a) amoral
(b) authentic
(c) amnesia
(d) aspersions
Ans. a
N.B. Moral শব্দের অর্থ নৈতিক; নীতিগত। Amoral শব্দের অর্থ অনৈতিক; অবৈধ। Moral শব্দের র্পূবে ‘a’ prefix বসে amoral শব্দটি গঠিত হয়েছে। Option –এর বাকি শব্দগুলি মৌলিক। Authentic-প্রামাণিক; খাঁটি, Amnesia-স্মৃতিভ্রম; আংশিক স্মৃতি হারানো ও Aspersions-কুৎসা; কটাক্ষ।
2941. লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি?
(a) Lieaftenant
(b) Leafenant
(c) Leiftenant
(d) Lieutenant
Ans. d
N.B. সঠিক বানান সম্পন্ন শব্দ Lieutenant। এ বানানটি মনের রাখঅর একটি জনপ্রিয় কৌশল হলো ‘মিথ্যা’ (Lie), তুমি (u), দশ (ten), পিপঁড়া (ant)।
2942. ‘To be, or not to be that is the question’ – is a famous soliloquy from-
(a) Macbeth
(b) King Lear
(c) Othello
(d) Hamlet
Ans. d
N.B. নাটক ‘Hamlet’ –এর কেন্দ্রীয় চরিত্র Prince Hamlet –এর soliloquy (স্বগতোক্তি)
2943. ‘Geriatrics’ is the branch of medicine concerned with the diseases and care of -
(a) newly-weds
(b) old women
(c) newborn
(d) old people
Ans. d
N.B. Pediatrics হলো শিশুদের চিকিৎসা ব্যবস্থা। অপর Geriatrics হলো বৃদ্ধদের চিকিৎসা পদ্ধতি/ব্যবস্থা।
2944. নিচের উপমাটি পূর্ণকারী শব্দ কোনটি?
Finger:Hand::Leaf:?
(a) Flower
(b) Twig
(c) Tree
(d) Brach
Ans. b
N.B. Analogy-টি হল Finger:Hand::Leaf: এখানে শব্দের অর্থ বিশ্লেষণ করলে একটি সম্পর্ক পাওয়া যায়। আঙ্গুল (Finger) থাকে হাতে (Hand)। ঠিক সেভাবে পাতা (Leaf) থাকে গাছের ছোট ডাল বা উপ-শাখায় (Twig)। সুতরাং সঠিক উত্তর হল Finger:Hand::Leaf: Twig বা উপ-শাখায় (Twig)। সুতরাং সঠিক উত্তর হল Finger:Hand::Leaf: Twig