Subject Bangladesh Affairs
76. বাংলা একাডেমীর প্রথম মহাপরিচালক কে ছিলেন?
(a) প্রফেসর আব্দুল হাই
(b) মুহাম্মদ শহীদুল্লাহ
(c) কাজী মোতাহার হোসেন
(d) ড. এনামুল হক
Ans.
77. শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত?
(a) রাজশাহী
(b) বগুড়া
(c) কুমিল্লা
(d) চট্টগ্রাম
Ans. b
78. বাংলাদেশে চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিউট কোথায় অবস্থিত?
(a) দিনাজপুর
(b) রংপুর
(c) ঈশ্বরদী
(d) যশোর
Ans. c
79. স্টক শেয়ারে প্রবর্তিত নতুন পদ্ধতি কোনটি?
(a) ডিভিডেন্ড
(b) ডিভ্যালু
(c) ডিম্যাট
(d) ডিসকাউন্ট
Ans. c
80. 'সূর্য দীগল বাড়ী' চলচ্চিত্রের পরিচালক কে?
(a) শেখ নিয়ামত শাকের
(b) জহির রায়হান
(c) সুভাষ দত্ত
(d) খান আতা
Ans. a
81. 'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটির শিল্পী কে?
(a) হামিদুজ্জামান
(b) নিতুন কুণ্ডু
(c) মৃণাল দত্ত
(d) শামীম শিকদার
Ans. b
82. শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
(a) বিয়াম
(b) নায়েম
(c) টিটিসি
(d) ইউজিসি
Ans. b
83. ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?
(a) ইসলাম খান
(b) ইব্রাহিম খান
(c) শায়েস্তা খান
(d) মীর জুমলা
Ans. a
84. সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম কী ছিল?
(a) সোনারগাঁ
(b) জাহাঙ্গীরনগর
(c) ঢাকা
(d) গৌড়
Ans. d
85. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
(a) লর্ড কার্জন
(b) লর্ড মাউন্টব্যাটেন
(c) লর্ড বেন্টিঙ্ক
(d) লর্ড ওয়াভেল
Ans. b
86. বঙ্গভঙ্গের সময় ভারত এর গভর্নর জেনারেল কে ছিলেন?
(a) লর্ড কার্জন
(b) লর্ড মাউন্টব্যাটেন
(c) লর্ড ওয়েলেসলি
(d) লর্ড ওয়াভেল
Ans. a
87. 'নেমেসিস' নাটকে নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?
(a) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
(b) ঊনপঞ্চাশের মন্বন্তর
(c) বায়ান্নর ভাষা আন্দোলন
(d) একাত্তরের মুক্তিযুদ্ধ
Ans. a
88. বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি?
(a) ব্রহ্মপুত্র
(b) পদ্মা
(c) মেঘনা
(d) যমুনা
Ans. a
89. বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি?
(a) সেন্টমার্টিন
(b) সাতগ্রাম
(c) মুজিবনগর
(d) চোদ্দগ্রাম
Ans. a
90. সম্প্রতি গার্মেন্টসসহ কতিপয় দ্রব্য বিনা শুল্কে কোন দেশে প্রবেশাধিকার পেয়েছে?
(a) যুক্তরাষ্ট্র
(b) কানাডা
(c) জাপান
(d) চীন
Ans. b
91. ২০০৩-০৪ সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয় -
(a) ২০,৩০০ কোটি টাকা
(b) ১৯,২০০ কোটি টাকা
(c) ১৭,১০০ কোটি টাকা
(d) ১৯,৫০০ কোটি টাকা
Ans. a
92. মার্কিন ডলারে ২০০১-০২ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় প্রায় -
(a) আট বিলিয়ন
(b) ছয় বিলিয়ন
(c) পাঁচ বিলিয়ন
(d) সাত বিলিয়ন
Ans. b
93. বাংলাদেশে কোন জেলায় সম্প্রতি প্রথম রেল সংযোগ হল? (২০০৩ সাল)
(a) ময়মনসিংহ
(b) টাঙ্গাইল
(c) বরিশাল
(d) সিরাজগঞ্জ
Ans. b
94. আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন জাতীয় সংসদে পাস করা হয় কোন সালের কোন তারিখে?
(a) ১৭ ই এপ্রিল, ২০০২
(b) ৯ ই এপ্রিল, ২০০২
(c) ১৮ ই মার্চ, ২০০২
(d) ৩রা এপ্রিল, ২০০২
Ans. b
95. দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কী?
(a) কুতুবদিয়া
(b) সোনদিয়া
(c) সন্দ্বীপ
(d) পূর্বাশা দ্বীপ
Ans. d
96. হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
(a) রাঙ্গামাটি
(b) খাগড়াছড়ি
(c) বান্দরবান
(d) সন্দ্বীপ
Ans. b
97. UNDP রিপোর্ট সেপ্টেম্বর ২০০৫ সাল মোতাবেক বাংলাদেশের মাথাপিছু আয় কত?
(a) ৪৪৪ ডলার
(b) ৭৭০ ডলার
(c) ১০৭০ ডলার
(d) ১৭৭০ ডলার
Ans. d
98. মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে?
(a) ২০১০ সাল
(b) ২০১৫ সাল
(c) ২০২০ সাল
(d) ২০২৫ সাল
Ans. b
99. রাজারবাগ পুলিশ লাইনে 'দুর্জয়' ভাস্কর্যটির শিল্পী কে?
(a) হমিদুর রহমান
(b) মৃণাল হক
(c) শামীম শিকদার
(d) নভেরা আহমেদ
Ans. b
100. চট্টগ্রাম-কক্সবাজার সাবমেরিন কেবলস অপটিকেল ফাইবার স্থাপন করার জন্য বাংলাদেশ সরকারকে কত দুরত্বের ব্যয় বহন করতে হয়েছে?
(a) ৭০০০ কি.মি
(b) ৫৭০ কি.মি
(c) ৩০০ কি.মি
(d) ১৭০ কি.মি
Ans. d