Subject General Knowledge |
| 1451. ৯২ বছর বয়সী মালয়েসীয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ-এর রাজনৈতিক জোট হচ্ছে? | |
| (a) ইউএমএনও | |
| (b) বারিসান ন্যাশনাল | |
| (c) পাটি পেরিকাতান | |
| (d) পাকাতান-হারুপান | |
| Ans. d | |
| N.B. ৯ মে ২০১৮ অনুষ্ঠিত মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচনে বিজয়ী হয় মাহাথির মোহাম্মদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক জোট ‘পাকাতান-হারাপান’ (PH)। এ নির্বাচনে ২২২ আসনের মধ্যে ‘পাকাতান-হারাতান’ লাভ করে ১২৬ আসন এবং ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নাজির রাজাকের বারিসান ন্যাশনাল (BN) লাভ করে ৮৮ আসন। | |
| 1452. মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? | |
| (a) হোয়াংহো নদীর তীরে | |
| (b) ইয়াঙসিকিয়াং নদীর তীরে | |
| (c) নীলনদের তীরে | |
| (d) ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে | |
| Ans. d | |
| N.B. মেসোপটেমিয়া (প্রাচীন গ্রীকঃ Μεσοποταμία অর্থ-দুটি নদীর মধ্যবর্তী ভূমি ) বর্তমান ইরাকের টাইগ্রিস বা দজলা ও ইউফ্রেটিস বা ফোরাত নদী দুটির মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল। অধুনা ইরাক, সিরিয়ার উত্তরাংশ, তুরষ্কের উত্তরাংশ এবং ইরানের খুযেস্তান প্রদেশের অঞ্চল গুলোই প্রাচীন কালে মেসোপটেমিয়ার অন্তর্গত ছিল বলে মনে করা হয় । মেসোপটেমিয় সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতার অন্যতম। খ্রিস্টপূর্ব ৩৫০০ হতে খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দের মধ্যে মেসোপটেমিয়ায় অতি উন্নত এক সভ্যতার উম্মেষ ঘটেছিল। | |
| 1453. বাইজেনটাইন (Byzantine) সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী? | |
| (a) লিসবন | |
| (b) কনস্টান্টিনোপল | |
| (c) প্যারিস | |
| (d) ভিয়েনা | |
| Ans. b | |
| N.B. বাইজেন্টাইন সাম্রাজ্য অথবা বাইজান্টিয়াম শব্দটি ঊনবিংশ শতাব্দী থেকে মধ্যযুগীয় গ্রিকভাষী রোমানদের দ্বারা পরিচালিত সাম্রাজ্যের সাধারণ নাম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই সুবিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল রাজধানী কন্সটান্টিনোপলকে কেন্দ্র করে। এই সাম্রাজ্যের অপর নাম হচ্ছে পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্য যদিও পশ্চিমাঞ্চলীয় রোমান সম্রাজ্যের পতনের পরবর্তি যুগকে বিবেচনা করলেই কেবল এই নামটি কার্যকারিতা লাভ করে। অনেকের মতে রোমান সম্রাট প্রথম কন্সট্যান্টাইন (রাজত্বকাল: ৩০৬ - ৩৩৭ খ্রিস্টাব্দ) ছিলেন প্রথম বাইজেন্টাইন সম্রাট। সম্রাট কনস্টান্টিনই ৩৩০ খ্রিস্টাব্দে রোম থেকে তার রাজধানী বাইজান্টিয়ামে সরিয়ে আনেন এবং এই শহরকে কন্সটান্টিনোপল নামে পুনর্গঠিত করেন যাকে অনেকেই নতুন রোম নামে অভিহিত করে থাকেন। | |
| 1454. ফলকেটিং (Folketing) কোন দেশের আইন সভা? | |
| (a) ডেনমার্ক | |
| (b) বেলজিয়াম | |
| (c) নরওয়ে | |
| (d) ফিনল্যান্ড | |
| Ans. a | |
| N.B. স্ক্যানডিনেভিয়ান অঞ্চলের দেশ ডেনমার্কের আইনসভা ফলকেটিং, নরওয়ের আইনসভা স্টরটিং ও ফিনল্যান্ডের আইনসভা এডুসকুন্তা। আর পশ্চিম ইউরোপের দেশ বেলজিয়ামের আইনসভার নাম ফেডারেল পার্লামেন্ট। | |
| 1455. ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল | |
| (a) মানয়েশিয়া | |
| (b) মিয়ানমার | |
| (c) ভারত | |
| (d) থাইল্যান্ড | |
| Ans. b | |
| N.B. মিয়ানমারের নোবেল বিজয়ি গনতান্ত্রিক নেত্রী অং সান সুচির নেতৃত্বে ২৭ সেপ্টেম্বর ১৯৮৮ ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি গঠিত হয়। | |
| 1456. ১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট কতটি রাষ্ট্র ছিল? | |
| (a) ৫০ | |
| (b) ৫১ | |
| (c) ৪৮ | |
| (d) ৪৯ | |
| Ans. b | |
| N.B. দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুদ্ধ-বিগ্রহমুক্ত এক নতুন বিশ্বের নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান ‘জাতিসংঘ’ গঠন করার জন্য শান্তিপ্রিয় বিশ্বনেতারা ২৫ এপ্রিল-২৬জুন ১৯৪৫ সময়কালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে সম্মেলনে মিলিত হন। সম্মেলনে উপস্থিত ৫০টি রাষ্ট্রের প্রতিনিধিরা ২৬ জুন ১৯৪৫ সনদটি স্বাক্ষর করেন। পোল্যান্ড যুদ্ধে ব্যস্ত থাকার জন্য উক্ত সম্মেলনে না থেকে পের ১৫ অক্টোবর এ ১৯৪৫ সনদে স্বাক্ষর করে এবং ৫১ তম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। | |
| 1457. ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কোনটি? | |
| (a) জলবায়ু উঞ্চতা প্রতিরোধ তহবিল গড়ি | |
| (b) প্লাস্টিক (Plastic) দূষণকে পরাজিত করি | |
| (c) সবুজ বিশ্ব গড়ে তুলি | |
| (d) জলবায়ু উঞ্চতাকে রুখে দেই | |
| Ans. b | |
| N.B. ৫ জুন ২০১৮ বিশ্বব্যাপী পালিত পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল ‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি’ আর স্লোগান ছিল ‘প্লাষ্টিক পুনঃব্যবহার করি, না পারলে বর্জন করি’। | |
| 1458. প্রতাপ আদিত্য কে ছিলেন? | |
| (a) বাংলার বারো ভূঁইঞাদের একজন | |
| (b) রাজপুত রাজা | |
| (c) বাংলার শাসক | |
| (d) মোগল সেনাপতি | |
| Ans. a | |
| N.B. বাংলার ইতিহাসে ষোড়শ শতক থেকে সপ্তদশ শতকের মধ্যবর্তী সময়ে বাংলার যেসব বড় বড় জমিদার মুঘলদের অঈনতা মেনে নেননি এবং শক্তিশালী সৈন্য ও নৌ-বহর নিয়ে স্বাধীনতা রক্ষার জন্য একজোট হয়ে মুঘল সেনাপতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন তারাই বার ভূইয়া নামে পরিচিত। যশোরের রাজা প্রত্যাপ আদিত্য বার ভূইয়াদের মধ্যে সর্বাধিক সম্পদশালী ও প্রভাবশালী ছিলেন। ১৬০০ খ্রিস্টাব্দে প্রতাপের ক্ষমতা ও খ্যাতি পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। | |