Review মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক ২০১৩ Exam
1. কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?
ঘোড়া
বলগা হরিণ
উট
খচ্চর
Ans.
2. ১ ২ + ২ ২ + ১ ২ + ৩ ২ + ……………. + ২ = কত?
২৮৭০
১৫৪০
৪৪১০০
কোনোটিই নয়
Ans.
3. ‘তামার বিশ’ বাগধারার অর্থ-
অর্থের কুপ্রভাব
অস্থিত চিত্ত
ঘুষ গ্রহণ
অপ্রত্যাশিত প্রভাব
Ans.
4. গাছ খাদ্য উৎপাদনের সময় বায়ুমন্ডল থেকে কোন পদার্থ গ্রহণ করে?
অক্সিজেন
হাইড্রোজেন
নাইট্রোজেন
কার্বন ডাই-অক্সাইড
Ans.
5. আন্তর্জাতিক বানিজ্য সংস্থার মহাপরিচালক কে?(সাল ২০১৩)
Pascal
Kamalesh shorma
Yakiyn Armano
John carry
Ans.
6. বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে? (সাল ২০১৩)
মিজানুর রহমান শেলী
প্রফেসর মিজানুর রহমান
গোলাম রহমান
মোশাররফ হোসেন
Ans.
7. আল আজহার বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
বাগদাদ
জেদ্দা
তেহরান
কায়রো
Ans.
8. log a √2 = 1 6 হলে, a = কত?
√2
০
৬
৮
Ans.
9. ইসলাম উন্নয়ন ব্যাংকের প্রধান বা President এর নাম কি? (সাল ২০১৩)
Nabi-el- Arabi
Ahamed Mohammad Ali Al-Madani
Lakhdar Brahimi
Amar Musa
Ans.
10. দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?
চেম্বারলেন
রুজভেল্ট
চার্চিল
ষ্ট্যালিন
Ans.
11. বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি-
শাহ মুহাম্মদ সগীর
দৌলত কাজী
আলাওল
সারিরিদ খাঁ
Ans.
12. International Atomic Energy Agency এর সদর দপ্তর কোথায়?
জেনেভো
বার্লিন
প্যারিস
ভিয়েনা
Ans.
13. একিট সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ১০ সে. মি. হলে তার ক্ষেত্রফল কত বর্গ সে.মি?
২৫√৩ বর্গ সে.মি
২৫√২ বর্গ সে.মি
১০০ বর্গ সে.মি
৫০ বর্গ সে.মি
Ans.
14. স্বাধীনতাকালীন ভারতবর্ষে ভাইসরয় কে ছিলেন?
লর্ড কার্জন
লর্ড ওয়েলিংটন
লর্ড মাউন্টবেটেন
লর্ড লিনলিথগো
Ans.
15. কুতব মিনার কোথায় অবস্থিত?
ইরান
পাকিস্তান
ভারত
ভুটান
Ans.
16. কোনো ত্রিভুজের কোণত্রয়ের সমাদ্বিখন্ডকের ছেদবিন্দুকে কি বলে?
ভরকেন্দ্র
পরিকেন্দ্র
বহি:কেন্দ্র
অন্ত:কেন্দ্র
Ans.
17. সমুদ্রের গভীরতা নির্ণয়ের কোন যন্ত্র ব্যবহার করা হয়?
ন্যানোমিটার
ফ্যাদোমিটার
হাইড্রোমিটার
থার্মোমিটার
Ans.
18. কাজী নজরুল ইসলামের জীবনকাল-
১৮৯৯-১৯৭৬
১৯০১-১৯৭৬
১৯০৭-১৯৭৭
১৯১০-১৯৮০
Ans.
19. ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ বইটির লেখক কে?
জওহরাল নেহেরু
মহাত্ম গান্ধী
সি আর দাস
মাওলানা আবুল কালাম আজাদ
Ans.
20. ‘মনসামঙ্গল’ কাব্যের চরিত্র -
ফুল্লরা
কালকেতু
বেহুলা লখিন্দর
রাজা হরিশ্চন্দ্র
Ans.
21. It looks _____ she will start crying.
as if
because
until
when
Ans.
22. বাংলা সাহিত্যে প্রথম প্রণয়োপাখ্যান কোনটি?
লাইলী মজুন
ইউসুফ জোলেখা
চন্দ্রাবতী
পদ্মবতী
Ans.
23. আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত?
আফ্রিকা
ইউরোপ
দক্ষিণ আমেরিকা
এশিয়া
Ans.
24. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সইডের পরিমাণ কত শতাংশের বেশি হলে কোনো প্রাণী বাচতে পারে না?
৩%
১০%
১২%
২৫%
Ans.
25. বাংলা সাহিত্যে ছন্দের যাদুকর -
সত্যেন্দ্রনাথ দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Ans.
26. Huckleberry Finn is a novel written by-
Alberto Moravia
Tolstoy
Hemingway
Mark Twain
Ans.
27. ফোর্ট উইলিয়াম কলেজের সাথে নিম্নোক্ত কোন মনীষীর নাম জড়িত?
হরপ্রসাদ শাস্ত্রী
রামমোহন রায়
মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
প্রথম চৌধুরী
Ans.
28. অলিম্পিক গেমস ২০১৬ কোথায় অনুষ্ঠিত হবে?
টোকিও
মেক্সিকো সিটি
রিওডি জেনিরো
জাকার্তা
Ans.
29. সাধুভাষার বৈশিষ্ট্য কোনটি?
গুরুচন্ডাল
গুরুগম্ভীর
অবোধ্য
দুবোর্ধ্য
Ans.
30. একটি সংখ্যার অর্ধেক তার এক-তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি, সংখ্যাটি কত?
৫২
৪৮
১০২
২০৪
Ans.
31. I remembered him after he – .
left
had left
has been leaving
has left
Ans.
32. ১৯, ৩৩, ৫১, ৭৩, - শেষ সংখ্যাটি কত?
৮৫
১২১
৯৯
৯৮
Ans.
33. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ আবিষ্কার করেন?
হরপ্রসাদ শাস্ত্রী
রামমোহন বায়
রসন্তরঞ্জন রায়
প্রমথ চৌধুরী
Ans.
34. x 6 + 4 x 3 - 1 এর একটি উৎপাদক -
x 2 - x + 1
x 2 + x - 1
x 3 - 1
x 2 - x -1
Ans.
35. What type of sentence is it? I wish you success in life.
Assertive
Negative
Optative
Exclamatory
Ans.
36. ‘রিকশা’ কোন ভাষার শব্দ?
জাপানি
ইংরেজী
হিন্দি
গ্রিক
Ans.
37. সর্বাপেক্ষা বেশি চা উৎপাদকারী দেশ কোনটি?
জাপান
ভারত
চীন
বাংলাদেশ
Ans.
38. Divine comedy is written by -
Anton Chekhov
Alberto Moravia
Dante
Milton
Ans.
39. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম -
বিশ্বকবি
বীরবল
টেকচাঁদ ঠাকুর
ভানুসিংহ ঠাকুর
Ans.
40. মানুষের লালায় কোন এনজাইম থাকে?
পেপসিন
ট্রিপসিন
নিয়লিন
এ্যামাইলেজ
Ans.
41. 2, 3 এবং 4 দ্বারা তিন অংকের বিজোড় সংখ্যা গঠন করা যায়?
2 টি
5 টি
6 টি
7 টি
Ans.
42. বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়?
New York
Washington
Paris
Brussels
Ans.
43. World you like to have ____ tea?
a little
any
some
a cup of
Ans.
44. Choose the correct sentence -
I had left my college yesterday
I left my college yesterday
I was left my college yesterday
I was leaving my college yesterday
Ans.
45. Had been in your position, ____ the offer.
I would not accept
I would accept
I had accepted
I would have accepted
Ans.
46. কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক?
কোকিলরা
পায়ের আওয়াজ পাওয়া যায়
সুবচন নির্বাসনে
ওরা কদম আলী
Ans.
47. সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য কে দায়ী?
বাবা
মা
বাব-মা উভয়ই
কেউই নয়
Ans.
48. বাক্যে সমাপিকা ক্রিয়াপদ কোথায় বসে?
শেষে
প্রথমে
কর্মের আগে
অব্যয় পদের পরে
Ans.
49. ‘ফেয়ারওয়েল টু আর্মস’ এর লেখক কে?
চার্লস ডিকেল
শেক্সপীয়র
আরনেষ্ট হেমিংওয়ে
টলষ্টয়
Ans.
50. কোন সময় মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়?
৭ মার্চ ১৯৭১
২৬ মার্চ ১৯৭১
১৭ এপ্রিল ১৯৭১
১৭জুন ১৯৭১
Ans.
51. সুয়েজ কেনেল কোন কোন সাগরকে সংযুক্ত করে?
জাপান সাগর ও কৃষ্ণ সাগর
ওমান সাগর ও পারস্য সাগর
ভূ-মধ্যসাগর ও লোহিত সাগর
লোহিত সাগর ও আরব সাগর
Ans.
52. ক্রিকেট টেষ্ট মর্যাদা লাভের পর বাংলাদেশ দলের প্রথম অধিনায়ক কে ছিলেন?
আকরাম খান
আমিনুল ইসলাম বুলবুল
নাঈমুর রহমান
হাবিবুল বাশার
Ans.
53. ৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩:৭ হবে?
৩০ লিটার
৪০ লিটার
৫০ লিটার
১০০ লিটার
Ans.
54. What is the time ____ your watch?
at
in
by
with
Ans.
55. বাংলা সাহিত্যে গদ্যের জনক-
ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বড়ুচন্ডীদাস
ড. দীনেশচন্দ্র সেন
Ans.
56. দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৭৯ হলে, বড় সংখ্যাটি কত?
৪০
৩৫
৪৫
১০০
Ans.
57. A = {x:x জোড় মৌলিক সংখ্যা}, তালিকা পদ্ধতিতে কি হবে?
[২]
2 -1
(২)
{২}
Ans.
58. ax² + bx + c = 0 সমীকরণে মূলদ্বয় সমান হওয়ার শর্ত কি?
b² - 4ac = 0
b² - 4ac > 0
b² - 4ac < 0
b² - 4ac # 0
Ans.
59. What does tertiary mean?
A bout territory
Primary level
University level
Preliminary level
Ans.
60. ‘চর্যাপদ’ এর পুঁথি আবিষ্কৃত হয় -
১৯০৭ সালে
১৯১৬ সালে
১৯২১ সালে
১৯২৩ সালে
Ans.
61. ফুটবল বিশ্বকাপ ২০১৪ কোন দেশে অনুষ্ঠিত হবে?
পেরু
স্পেন
নাইজেরিয়া
ব্রাজিল
Ans.
62. Where there is a will there is way. Here ‘will’ is -
a noun
a verb
an adjective
an adverb
Ans.
63. আকাঙ্খা, আসত্তি ও যোগ্যতা – এ তিনটি কিসের গুন?
শব্দের
কারকের
বাক্যের
সমাসের
Ans.
64. ‘পদ্মরাগ’ লিখেছেন -
সুফিয়া কামাল
সেলিনা হোসেন
রোকেয়া সাখাওয়াত হোসেন
রাবেয়া খাতুন
Ans.
65. She is ____ to reach the shelf
so tall
tall as
tall enough
too tall
Ans.
66. Learn English and get a good job. It is a/an -
Complex sentence
Simple sentence
Compound sentence
Exclamatory sentence
Ans.
67. I am looking forward to ____ soon.
see you
seeing you
be seeing you
have seen you
Ans.
68. I have no pen to write ____.
on
in
with
upon
Ans.
69. জাতিসংঘের Secretary General কে?(সাল ২০১৩)
Jose Manual Barroso
Francis Hollande
Banki - Moon
James Bond
Ans.
70. বৈদ্যুতিক মিটারের এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়-
এক কিলোওয়াট-ঘন্টা
এক ওয়াট-ঘন্টা
এক কিলোওয়াট
কোনোটিই নয়
Ans.
71. কাশীরাম দাস কোন গ্রন্থের অনুবাদ?
মহাভারত
বেদ
রামায়ণ
গীতা
Ans.
72. Which is the correct spelling?
pneumonia
penumonya
Numonia
Neumonia
Ans.
73. The word hardly means-
very often
scarcely
positively
frequently
Ans.
74. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
অধ্যাপক ইউসুফ আলী
শহীদ কামারুজ্জামান
তাজউদ্দীন আহমদ
খন্দকার মোশাতাক
Ans.
75. কোন বিষয়টি অনুবাদের ক্ষেত্রে পরিবর্তন করা যাবে না?
ক্রিয়ার কাল
ভাষার অলংকার
বাক্যের দৈর্ঘ্য
পদক্রম
Ans.
76. ইরসুলিন নি:সৃত হয় কোন গ্রন্থি থেকে?
যকৃত
থাইরয়েড
অগ্ন্যাশয়
হৃৎপিন্ড
Ans.
77. জসীমউদ্দীন রচিত শিশুতোষ কাব্য-
রাখালী
এক পয়সার বাঁশী
সোজন বাদিয়া ঘাট
নকশী কাঁথার মাঠ
Ans.
78. স্বর্ণের খাদ বের করতে ব্যবহৃত হয়-
সালফিউরিক এসিড
নাইট্রিক এসিড
সাইট্রিক এসিড
কোনোটিই নয়
Ans.
79. ‘বুজবুলি’ কোন স্থানের ভাষা?
আসাম
মিথিলা
গৌড়
পশ্চিমবঙ্গ
Ans.
80. Milk is preferable ____ tea.
than
to
from
against
Ans.
81. পলাশীর যু্দ্ধ কোন সালে সংঘটিত হয়?
১৭৫৭
১৭৯৯
১৮৩৮
১৮৫৭
Ans.
82. আপ্যায়নের উদ্দেশ্যে যে দাওয়াত পত্র তাকে বলে?
আমন্ত্রণ পত্র
নিমন্ত্রণপত্র
মানপত্র
অভিনন্দন পত্র
Ans.
83. If I ____ the answer, I would tell you.
Know
knew
has known
have known
Ans.
84. The old man parted ____ his son in tears.
with
from
against
up
Ans.
85. ABCD সামান্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বর্ধিত করা হল। ∠BAD= 100 হলে ∠BCE = কত?
60°
80°
90°
100°
Ans.
86. পানামা খাল কোন কোন মহাসাগরকে সংযুক্ত করে?
ভারত ও প্রশান্ত মহাসাগর
আটলাণ্টিক ও ভারত মহাসাগর
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
আটলান্টিক ও ভূমধ্যসাগর
Ans.
87. মঙ্গোলিয়ার রাজধানী কোথায়?
লাসা
বেইজিং
উলানবাটোর
কুয়ালালামপুর
Ans.
88. ‘অগ্নিবীণা’ কে রচনা করেছেন?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
মোহিতলাল মজুমদার
Ans.
89. y = mx সমীকরণে যদি, y = মোট খরচ, x = উৎপাদিত পণ্যের পরিমাণ হয়, তবে m= কত?
প্রতি একক উৎপাদন ব্যয়
ভর
ঢাল
ধ্রুবক ব্যয়
Ans.
90. কোন রোগটি মশার কামড়ে হয় না?
ডেঙ্গু
ম্যালেরিয়া
কলেরা
এনসেফেলাইটিস
Ans.
91. My aunt (to be) ill for nearly a week. (Rewrite)
is
was being
has been
was
Ans.
92. Wuthering Heights is-
a novel by charlotte Bronte
a novel by Emily Bronte
a novel by Anne Bronte
a novel by Jane Austen
Ans.
93. মানবজাতি এখন সংকটাপন্ন। Choose the correct translation.
Mankind are dangers now
Man are at stake now
Mankind are at a stake now
Mankind at a stake now
Ans.
94. একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 ফুট হলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
40 বর্গফুট
50 বর্গফুট
100 বর্গফুট
80 বর্গফুট
Ans.
95. ‘দুঃসময়ের মুখোমুখি’ কার লেখা?
সানাউল হক
শামসুর রাহমান
আহসান হাবিব
সৈদয় শামসুল হক
Ans.
96. পত্র লেখার সময় কোনটির গুরুত্ব সর্বাধিক?
পত্রের বক্তব্য ও বিষয়
পত্রের ভাষা
পত্রের আঙ্গিক
স্থান ও তারিখ
Ans.
97. কোন খনিজের অভাবে গলগগু রোগ হয়?
লৌহ
ফসফরাস
ক্যালসিয়াম
আয়োডিন
Ans.
98. বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ প্রথম ব্যবহৃত হয়-
মাইকেল মধুসূদন দত্তের ‘পদ্মবতী’ নাটকে
মেঘনাদবধ মহাকাব্যে
ব্রজাঙ্গনা কাব্যে
বীরাঙ্গনা কাব্যে
Ans.
99. ‘I ____ stave than beg’ said the boy.
would rather
better
rather
would better
Ans.