Subject Science
26. পিতলের উপাদান হলো -
তামা ও টিপন
তামা ও নিকেল
তামা ও সিসা
তামা ও দস্তা
Ans.
27. বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায় -
এক কিলোওয়াট-ঘন্টা
এক ওয়াট-ঘন্টা
এক কিলোওয়াট
এক ওয়াট
Ans.
28. পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে?
ডায়োড
ট্রান্সফরমার
ট্রানজিস্টার
আমপ্লিফায়ার
Ans.
29. উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র -
ওডোমিটার
ক্রনমিটার
ট্যাকোমিটার
ক্রেসকোগ্রাফ
Ans.
30. স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয় -
সালফিউরিক এসিড
নাইট্রিক এসিড
সাইট্রিক এসিড
কার্বোলিক এসিড
Ans.
31. ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংগযোস্থলকে বলে -
উষা
গোধূলি
গুরুবৃত্ত
ছায়াবৃত্ত
Ans.
32. মানব দেহে সাধারনভাবে ক্রমোজোম থাকে-
২৫ জোড়া
২৪ জোড়া
২৩ জোড়া
২০ জোড়া
Ans.
33. হীরক উজ্জ্বল দেখায় কারণ -
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য
প্রতিসরনের জন্য
প্রতিফলনের জন্য
অপবর্তনের জন্য
Ans.
34. কোন আলোক তরঙ্গে মানব চোখে দেখতে পাওয়া যায়?
১০ থেকে ৪০০ নেমি
৪০০ থেকে ৭০০ নেমি
১০০ মাইচ্রোমিটার থেকে ১ মি.
১ মি এর ঊর্ধে
Ans.
35. প্রবল জোয়ারের কারণ, যখন -
সূর্য ও চন্দ্রের পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে
চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে
পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে
Ans.
36. বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় -
স্ট্যাটোস্ফির
ট্রপোস্ফিয়ার
আয়োনোস্ফিয়ার
ওজোনস্তর
Ans.
37. বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেছেন
স্টিফেন হকিং
জি লেমেটার
আব্দুস সালাম
এডুইন হাবল
Ans.
38. আকাশে বিদ্যুৎ চমকায় -
মেঘের অসংখ্য জলকনা /বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে
দুই খণ্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে
মেঘের মধে বিদ্যুৎ কোষ তৈরি হলে
মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
Ans.
39. কাজ ও বলের একক যথাক্রমে-
নিউটন ও মিটার
জুল ও ডাইন
ওয়াট ও পাউন্ড
প্যাসকেল ও কিলোগ্রাম
Ans.
40. বিদ্যুতের উচ্চতম ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায় -
ট্রান্সমিটারের সাহায্যে
স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে
স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে
এডাপ টরের সাহায্যে
Ans.
41. কোলেস্টেরল এক ধরনের-
অসম্পৃক্ত এলকোহল
জৈব এসিড
পলিমার
এমিনো এসিড
Ans.
42. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয় এর নাম -
ক্রোনোমিটার
কম্পাস
সিসমোগ্রাফ
সেক্সট্যান্ট
Ans.
43. কোন নিস্ক্রীয় গ্যাসে আটটি ইলেকট্রন নেই ?
হিলিয়াম
নিয়ন
আর্গন
জেনন
Ans.
44. আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক ?
ভর সংখ্যা সমান থাকে
নিউট্রন সংখ্যা সমান থাকে
প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান থাকে
প্রোটন সংখ্যা সমান থাকে
Ans.
45. জারন বিক্রিয়ায় ঘটে
ইলেকট্রন বর্জন
ইলেক্ট্রন গ্রহণ
ইলেকট্রন আদান প্রদান
তড়িৎ ধনাত্নক মৌলের বা মূলকের অপসারণ
Ans.
46. ভারি পানির সংকেত হচ্ছে
2H₂O₂
H₂O
D₂O
HD₂O₂
Ans.
47. কচু শাকে কোন উপাদান বেশী থাকে?
আয়োডিন
লৌহ
ভিটামিন
ক্যালসিয়াম
Ans.
48. আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহন করে -
অক্সিজেন ও গ্লুকোজ
অক্সিজেন ও রক্তের আমিষ
ইউরিয়া ও গ্লুকোজ
এমাইনো এসিড ও কার্বন ডাই অক্সাইড
Ans.
49. প্রেসার কুকারে রান্না হয় তাড়াতাড়ি। কারণ-
রান্নার জন্য শুধু তাপ নয়, চাপও কাজে লাগে
উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
সঞ্চিত বাষ্পের তাপ দ্রুত রান্নায় সহায়তা করে
বন্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
Ans.
50. জলজ উদ্ভিদ সহজে ভাসার কারণ
এদের মূলে অনেক বায়ু কুঠুরী আছে
এদের কান্ড পাতার তুলনায় হালকা
এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী আছে
কোনটিই নয়
Ans.
Total Question : 25
Total Hit : 0
Correct : 0
Wrong/Cheat : 0