Subject নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
1. সংবিধান কোন অনুচ্ছেদ "রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবেন' বলা আছে?
১০ নং অনুচ্ছেদ
২১(২) নং অনুচ্ছেদ
২৭ নং অনুচ্ছেদ
২৮(২) নং অনুচ্ছেদ
Ans.
2. নারীর প্রতি সকল বৈষম্য নির্মূল কনভেনশন সাক্ষরিত হয় -
১৯৭৫সালে
১৯৭৬ সালে
১৯৭৯ সালে
১৯৮৯ সালে
Ans.
3. বাংলাদেশের সংবিধানের ২১(২) ধারায় বলা হয়েছে "সকল সময়ে ...... চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য " শূন্যস্থানটি পূরণ কর।
জনগনের সেবা করবার
রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করবার
সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করবার
সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করবার
Ans.
4. নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী?
মানুষের আচরণের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা প্রদান
মানুষের জীবনের সফলতার দিকগুলো আলোচনা
সমাজে বসবাসকারী মানুষের আচরণ ব্যাখ্যা
সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ণ
Ans.
5. মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়?
ঐচ্ছিক ক্রিয়া
অনৈচ্ছিক ক্রিয়া
ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া
ক ও গ নাম ক্রিয়া
Ans.
6. মূল্যবোধ (Values) কী?
মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদন্ড
শুধুমাত্র মানুষের প্রাতিষ্টানিক কার্যাদি নির্ধারণের দিক নির্দেশনা
সমাজ জীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় মনোভাব
মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
Ans.
7. সামাজিক মূল্যবোধের ভিত্তি কি?
আইনের শাসন
নৈতিকতা
সাম্য
উপরের সবগুলো
Ans.
8. সুশাসনের পূর্বশর্ত হচ্ছে -
মত প্রকাশের স্বাধীনতা
প্রশাসনের নিরপেক্ষতা
নিরপেক্ষ বিচার ব্যবস্থা
নিরপেক্ষ আইন ব্যবস্থা
Ans.
9. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (Milennium Development Goals) অর্জনের কোন দিকটির উপর গুরুত্ব দেয়া হয়েছে?
সুশাসনের সামাজিক দিক
সুশাসনের অর্থনৈতিক দিক
সুশাসনের মূল্যবোধের দিক
সুশানের গণতান্ত্রিক দিক
Ans.
10. ‘আইনের চোখে সব নাগরিক সমান।‘ বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?
ধারা ০৭
ধারা ২৭
ধারা ৩৭
ধারা ৪৭
Ans.
11. Johannesburg Plan of Implementation সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়?
টেক সই উন্নয়ন
সাংস্কৃতিক উন্নয়ন
ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন
উপরের কোনটিই নয়
Ans.
12. ‘সুশাসন’ শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুষ্পষ্টভাবে ব্যাখ্যা করে?
জাতিসংঘ
ইউ. এন. ডি. পি.
বিশ্বব্যাংক
আই. এম. এফ
Ans.
13. নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়?
সামাজিক অবক্ষয়ের
মূল্যবোধের অবক্ষয়ের
সুশাসনের
শিক্ষার গুণগতমানের
Ans.
14. নৈতিকভাবে বলা হয় মানবজীবনের –
নৈতিক শক্তি
নৈতিক বিধি
নৈতিক আদর্শ
সবগুলোই
Ans.
15. ‘Power: A New Social Analysis’ গ্রন্থটি কার লেখা?
ম্যাকিয়াভেলি
হবস
লক
রাসেল
Ans.
16. ‘সুবর্ণ মধ্যক’ হলো-
গানিতিক মধ্যক
দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
সম্ভাব্য সবধরনের কাজের মধ্যমান
একটি দার্শনিক সম্প্রদায়ের নাম
Ans.
17. নৈতিক আচরণবিধি (Code of ethics) বলতে বুঝায় -
মৌলিক মূল্যবোধ সংক্রান্ত সাধারণ বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে
বাস্তবতার নিরিখে আচরণের মানদন্ড নির্ধারিত সংক্রান্ত আচরণবিধি
দৈনন্দিন কার্যকলাপ ত্বরান্বিত করণে প্রণীত নৈতিক নিয়ম, মানদন্ড বা আচরণবিধি
উপরের তিনটিই সঠিক
Ans.
18. ব্যাক্তিগত মূল্যবোধ লালন করে-
সামাজিক মূল্যবোধকে
গণতান্ত্রিক মূল্যবোধকে
ব্যাক্তিগত মূল্যবোধকে
স্বাধীনতার মূল্যবোধকে
Ans.
19. মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে-
দুর্নীতি রোধ করা
সামাজিক অবক্ষয় রোধ করা
রাজনৈতিক অবক্ষয় রোধ করা
সাংস্কৃতিক অবরোধ রক্ষণ করা
Ans.
20. সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে-
সুসম্পর্ক গড়ে তোলে
আস্থার সম্পর্ক গড়ে তোলা
শাস্তির সম্পর্ক গড়ে তোলে
কোনটিই নয়
Ans.
21. সুশাসনের পূর্বশর্ত হচ্ছে-
অর্থনৈতিক উন্নয়ন
অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন
সামাজিক উন্নয়ন
সবগুলোই
Ans.
22. একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো-
স্বাধীনতা
ক্ষমতা
কর্মদক্ষতা
জনকল্যাণ
Ans.
23. সুশাসনের পথে অন্তরায়-
আইনের শাসন
জবাবদিহিতা
স্বজনপ্রীতি
ন্যায়পরায়ণতা
Ans.
24. একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি?
দায়িত্বশীলতা
নৈতিকতা
দক্ষতা
সরলতা
Ans.
25. আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি?
সত্য ও ন্যায়
স্বার্থকতা
শঠতা
অসহিঞ্চুতা
Ans.
Total Question : 25
Total Hit : 0
Correct : 0
Wrong/Cheat : 0